আজকাল ফেসবুক প্রাই বিব্রতকর অবস্থাই পড়তে হয় ।নানা সময় নানা আপত্তিকর ছবি শেয়ার ও ট্যাগের মাধ্যমে আমাদের প্রাইই পড়তে হয় বিড়ম্বনার মধ্যে । তেমনি এক বিড়ম্বনা হল ফেসবুক ট্যাগ । দেখা যাই যে ফ্রেন্ড লিস্টএ থাকা কোন বন্ধু একটি ফটো আপলোড করে আপনাকে ট্যাগ করতে পারে । এর ফলে ওই ছবিটি আপনার সকল ফ্রেন্ড এর নিউজ ফিড এ দেখাই এবং আপনার টাইমলাইনএ এটিযোগ হয়ে যাই । আপত্তিকর ছবি হলে তো সেটা খুব বিড়ম্বনার ব্যাপার হয়ে দাড়াই । এই ঝামেলা থেকে বাচতে ফেসবুক বাবস্থা করে রেখেছে ।এর মাধ্যমে আপনি অযাচিত ট্যাগ বন্ধ করতে পারেন। যার
ফলে কেও আপনাকে ফটো ট্যাগ করলেই আপনার টাইমলাইনএ যোগ হবে না বন্ধুদের কাছেও যাবে না । ট্যাগ হবে কিন্তু আপনার অনুমতি দেওয়ার পরে ফেসবুক তা টাইমলাইনএ যোগ করবে। অর্থাৎ ট্যাগ করলে আপনার অ্যাক্টভিটি লগে থাকবে এবং আপনি তা রিভিউ করে আপনার টাইমলাইনএ অ্যাড করতে পারবেন । তা করতে হলে প্রথমে
আপনাকে Privacy Setting এ ক্লিক করতে হবে । এরপর
আপনাকে Timeline and Tagging এ ক্লিক করতে হবে । খেয়াল করে দেখুন ডান পাশে একটা অপশন দেখা যাচ্ছে তা হল “Who Can add things to my timeline” নিচে review posts বিষয়ক যে অপশন টি আছে সেটাই আপনাকে পরিবরতন করতে হবে
এখন edit অপশন এ ক্লিক করুন । Disabled থাকলে তা Enabled করে দিন
এখন কেও আপনাকে ট্যাগ করলে সরাসরি তা আপনার টাইমলাইন এ যোগ হয়ে যাবে না । Activity Log এ থাকবে তা দেখে আপনি সিদ্ধান্ত নিবেন ফটোটি টাইমলাইনএ যোগ করবেন কি না । ধন্যবাদ ।
সব না বুঝতে পারলে এখানে দেখুন ছবি সহ
সময় থাকলে আমার ব্লগে একবার ঘুরে আসবেন http://www.techcd.tk
আমি রুবেল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুবই উপকারী টিউন। ধন্যবাদ আপনাকে।