আপনার ওয়েবপেইজ PDF আকারে সেইভ করুন ফায়ারফক্স দিয়ে!!

আমরা সাধারণত PDF ফাইল PDF Maker দিয়ে বানিয়ে থাকি। এই পোষ্ট আমরা PDF ফাইল বানানো নিয়ে আলোচনা করব। সাধারণত আমরা যেকোন ওয়েবপেইজ বুকমার্ক করে থাকি। এটাই সবচেয়ে সহজ উপায়। কিন্তু যেসময় উইন্ডোজ পুনরায় সেটআপ দেয়া লাগে তখন আর এই দরকারি বুকমার্কগুলো পাওয়া যায় না। এইজন্য অতি জনপ্রিয় ব্রাউজার ফায়ারফক্স একটি add-onns বানিয়েছে। তার নাম হল Web2PDF Cnverter। এর মাধ্যমে আপনি আপনার প্রয়োজনীয় ওয়েবপেইজ PDF আকারে সেইভ করে রাখতে পারবেন। এতে কোন ঝামেলা নেই আর আপনার উইন্ডোজ বা ব্রাউজার পুনরায় সেটআপ দিলে কোন সমস্যা হবে না। এজন্য আপনাকে নিচের ঠিকানা থেকে add-onns টি নামাতে হবেঃ
https://addons.mozilla.org/en-US/firefox/addon/14979

ইন্সটল করার পর নীচের মত করে বুকমার্ক ট্যাবে একটা লিংক আসবে।

এখন আপনি যে পেইজ সেইভ করতে চান তাতে প্রবেশ করে ঐ লিংকে ক্লিক করলে নীচের মত একটা পেইজ আসবে আর সেখানে লিখা থাকবে ফাইলের সাইজ আর ডাউনলোড লিংক। আপনি এখানে ডাউনলোড ফাইলে ক্লিক করলেই আপনার পেইজটি PDF আকারে সেইভ হয়ে যাবে।


কি!!! মজার না ব্যাপারটা। আপনারা ট্রাই করে দেখতে পারেন। হ্যাঁ অবশ্যই আপনাকে ফায়ারফক্সকে ব্রাউজার হিসেবে ব্যাবহার করতে হবে।

এই লিখা আগে আমার ব্লগে প্রকাশিত হয়েছিলঃ

http://simaboddhohin-kothabarta.blogspot.com/2010/03/pdf.html

Level 0

আমি তানিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 138 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম আদনান শওকত। আমি ঐতিহ্যবাহী সিলেটের সুবিদবাজার এলাকায় থাকি। আমি বর্তমানে State University Of Bangladesh এর মাঝে CSE তে পড়াশুনা করছি । যদিও আমার ইচ্ছা ছিল বুয়েটে CSE তে পড়ার। কিন্তু আল্লাহ যা ভাগ্যে রেখেছেন তার খেলাপ করা যায় না। আমি মানুষকে সাহায্য করতে খুব বেশি ভালোবাসি। ভুলত্রুটি হলে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ তবে বাংলা লেখা পড়া যায় না । আপনি টেকটিউনস এর একটা পেজ ডাউনলোড করে দেখুন। বাংলা লেখা পড়ার জন্য কী করব।

    বাংলা লিখা পড়ার জন্য আপনাকে আগে আপনার পিসিকে বাংলা লিখা সমর্থিত করতে হবে। এজন্য আপনি নিচের লিংকে গিয়ে আমার ব্লগের থেকে বিষয়টি কিভাবে করা লাগে দেখতে পারেনঃ
    http://simaboddhohin-kothabarta.blogspot.com/2010/03/blog-post.html

nice.techtune bangla page not supported any idea dear share with us.

বাংলা লেখা পড়া যায় না ।

thank u very much

pdf file a tu Bangla letter dekha jacche na,kotogulu box dekha zacche,webpage pdf file hisebe save korle bangla dekhbo kivabe????????