ডেমো সফটওয়ারের মেয়াদ বাড়ানো। আমার প্রথম পোষ্ট

ইন্টার্নেট থেকে আমরা প্রায়ই বিভিন্ন সফটওয়ার ডাউনলোড করে থাকি।কিন্তু এসব সফটওয়ারের অসুবিধা হল এগুলো ট্রায়াল বা ডেমো হিসাবে থাকে। যা একটি নির্দিষ্ট সময় যেমন ৭ দিন বা ৩০ দিন পর আর চলে না।অনেক সময় কম্পিউটারের তারিখ বদলে বদলে এগুলো অনেকদিন চালানো যায়। কিন্তু বারবার এভাবে তারিখ বদলানো ঝামেলার ব্যাপার।এ ঝামেল দূর করতে রয়েছে চমৎকার একটি টুল। এর নাম Runasdate ।মাত্র ২২ কিলোবয়াইটের এ সফটওয়ার দিয়ে অন্য কোনো প্রোগ্রাম সরাসরি Run করা যায় অথবা সর্টকাট তৈরি করা যায়।অবশ্য সর্টকাট তৈরি-ই বেশি সুবিধাজনক।সর্টকাট তৈরি করতে নিচের পধ্যতি অনুসরন করুন।
১.এখানে ক্লিক করে runasdate ডাউনলোড করুন।
২.ডাউনলোডকৃত runasdate.zip থেকে RunAsDate.exe ফাইল এক্সট্রাক্ট করুন এবং চালু করুন।
৩.এবার Browse বাটনে ক্লিক করে ডেমো প্রোগ্রামটি খুজে বের করে নির্বাচন করুন।Move the time forward according to the real time চেক বক্স থেকে টিক চিহ্ন তুলে দিন। এবার CreatDesktop Icon => বাটনের ডানপাসের ফিল্ডে সর্টকাটের নাম লিখে CreatDesktop Icon => বাটনে ক্লিক করুন।তাহলে ডেস্কটপে সর্টকাটটি তৈরী হবে।
RunAsDate Window.
৪.এবার close বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন।

এখন থেকে যতবার আপনি ডেস্কটপ সর্টকাটটি দিয়ে প্রোগ্রামটি চালু করবেন ততবার এটি পরিবর্তিত সময় এবং তারিখে চালু হবে কিন্তু আপনার কম্পিউটারের সময় বা তারিখ পরিবর্তন হবে না। এ পধ্যতি সকল প্রোগ্রামের ক্ষেত্রে কাজ করবে তা বলতে পারছি না। তবে বেশিরভাগ ক্ষেত্রে আপনি সফল হবেন।

Level 0

আমি আদনান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 1031 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks for your first tune…
And I Have just downloaded it…
Thanks…
~ !

অনেক আগে এটা ব্যাবহার করেছি এবং এখনোও করছি। তবে ধন্যবাদসবাইকে জানিয়ে দেয়ার জন্য…

অনেক আগে এটা ব্যাবহার করেছি এবং এখনোও করছি। তবে ধন্যবাদ সবাইকে জানিয়ে দেয়ার জন্য…

Level 0

thanks for ur first tune …….carry on.

not work by me……………

Level 0

হক ভাই,সবার সাথে শোয়ার করার জন্য ধন্যবাদ ।

সবাইকে টিউন পড়ার জন্য ধন্যবাদ।

Level 0

Thank…….!!!!