এবার আপনার ডেস্কটপে তৈরী করুন ফেসবুক আইকন

আসসালামু আলাইকুম। আমি সায়হাম সৌরভ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কি করে আপনার ডেস্কটপ এ ফেসবুক আইকন তৈরী করবেন।

তো চলুন শুরু করা যাক।

আপনার ডেস্কটপ হোমস্ক্রিন এ যান। রাইট বাটন ক্লিক করে  New থেকে Shortcut এ ক্লিক করুন।

এখন যে window টা আসলো তার বক্সে  http://www.facebook.com

লিখে next এ ক্লিক করুন।

এবার new window আসলে আপনার পছন্দমত একটা টাইটেল দিয়ে finish এ ক্লিক করুন।

বেস আপনার কাজ শেষ। এবার আপনার ডেস্কটপে ফেসবুক আইকন তৈরী হয়ে যাবে যেটি আপনার ডিফল্ট ব্রাউজারের আইকনে দেখাবে। আপনি চাইলে এই আইকন change করতে পারেন। এজন্য শর্টকার্ট আইকনে রাইট এ ক্লিক করে properties থেকে change icon থেকে পছন্দমত আইকন সেলেক্ট করতে পারবেন। আরো আইকনের জন্য C:\Windows\System32\shell32.dll ব্রাউজ করুন।

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। খুব ছোট্ট একটা ট্রিক্স, তাই আর স্ক্রিনশট দিলাম না। কষ্ট করে লিখলাম, অন্তত একটা কমেন্ট করে উৎসাহিত করবেন।

ফেসবুকে আমি

আমার গ্রুপে  জয়েন করার আমন্ত্রন রইল। ঘুরে দেখতে পারে আমার পেইজ ।

 

Level 0

আমি সায়হাম সৌরভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস