ফ্লাশ ড্রাইভে ডাটা transfer এত স্পীডে?? যেটা কোন সফটওয়ারও পারেনা।

প্রযুক্তির এই যুগে মোটামুটি আমরা সবাই কোন না কোন ভাবে ফ্লাশ ড্রাইভ ব্যাবহার করে থাকি, যেমন ধরুন পেনড্রাইভ ইত্যাদি, মোট কথা অন্তত একটি পেনড্রাইভ ছাড়া আমাদের চলেইনা।

কারন এটি এখন অনেকটা বন্ধুর মত হয়ে গেছে, সব সময় সাথে সাথে রাখতে হয়, কখন কারো পিসিতে সুন্ধর একটি জিনিষ দেখবো আর সাথে ওটা নিয়েও নিবো। কিন্তু ঝামেলা হল আমাদের পেনড্রাইভ গুলো অনেক স্লো, যার ফলে সামান্য একটি ডাটা transfer করতে গেলে আমাদের মূল্যবান অনেক সময় নষ্ট করতে হয়, যা আবার মহা বিরক্তিকরও। তাই আমরা transfer স্পীডের জন্য অনেক রকমের সফটওয়্যার ব্যাবহার করে থাকি, যেমন tera copy, fast copier ইত্যাদি ইত্যাদি।

কিন্তু আমি আজ যে ট্রিকসটি শেয়ার করবো তা সব সফটওয়্যারকে হার মানিয়ে দিবে।

এই কাজটি উইন্ডোজ সেভেনে অনেক সহজ, তাই ১ম উইন্ডোজ সেভেনের সিস্টেমটাই দেখাই।    (১) আপনার ফ্লাশ ড্রাইভটি usb পোর্টে লাগান

(২) মাই কম্পিউটারে ডুকে ফ্লাশ ড্রাইভের উপর রাইট ক্লিক করে format এ ক্লিক করুন, নিচে দেখুন...............

(৩) format এ ক্লিক করার পর নিচের মত দেখবেন...........................

দেখুন চিহ্নিত স্থানে fat32(Default) করা আছে, আপনি এরও তে ক্লিক করে NTFS করে দিন।

(৪) এবং সর্বশেষ start বাটনে ক্লিক করুন, কিছুক্ষন পর দেখবেন আপনার ফ্লাশ ড্রাইভটি NTFS এ ফরমেট হয়ে গেছে।

(৫) এবার কোন কিছু transfer করে দেখুন আর আগের তুলনায় পার্থক্য বুঝুন।

এবার দেখুন উইন্ডোজ এক্সপিতে যেভাবে ফ্লাশ ড্রাইভকে NTFS সিস্টেমে ফরমেট করবেন।

(১) এক্সপিতে এনটিএফএস হিসাবে ফরম্যাট করতে প্রথমে ইউএসবি পোর্টে ফ্লাশ ড্রাইভটিকে সংযুক্ত করুন।

(২) তারপর মাই কম্পিউটার থেকে ফ্লাশ ড্রাইভের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন।

(৩) এবং Hardware ট্যাব থেকে আপনার যুক্ত করা ফ্লাশ ড্রাইভটি নির্বাচন করে Properties বাটনে ক্লিক করুন।

(৪) এখন পলিসিস ট্যাব থেকে Optimize for performance অপশন বাটন চেক করে OK করুন।

(৫) এবার মাই কম্পিউটার থেকে ফ্লাশ ড্রাইভের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Format এ ক্লিক করুন তাহলে ফরম্যাট ডায়ালগ বক্স আসবে।

(৬) এখন ফাইল সিস্টেমে দেখুন NTFS দেখা যাচ্ছে যা আগে ছিল না।

(৭) এরপর NTFS নির্বাচন করুন এবং Start বাটনে ক্লিক করে ফরম্যাট করে ফেলুন।

ব্যাস আপনার কাজ শেষ, এবার ডাটা transfer উপভোগ করতে থাকুন।

তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

ভাল লাগলে অবশ্যই জানাবেন............।

প্রথম প্রকাশ আমার ব্লগে............

Level 0

আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

পেনড্রাইভ নষ্ট হবে না তো ?
কোম্পানি কেন এভাবে বানালো তাহলে?

কিছুই হবেনা ভাই, আমি নিজেও এই ফরমেটটা ইউজ করি।
আপনি চাইলে আবার আগের অবস্থায় নিয়ে যেতে পারবেন।

    @kamrulbhuiyan: খুব সুন্দর !!
    কিন্তু ভাই আপনি তো রিস্কে আছেন !! দেখুন আপনার আগের টিউনটি, ওটা ডিলিট করতে গিয়ে আপনারটাও ডিলিট হয়ে যেতে পারে…

    আমি নিজে এর শিকার, তাই আপনাকে সতর্ক করলাম ।

agee free space silo 7.52
akhon free 7.47 of 7.54 dekhasse
baparta ki?

.07GB kothay use hosse?

Level New

Valo

Level 0

@আমি তপু, ভাই NTFS Format করার কারনে এমন হইছে, আবার FAT32 Format দেন ঠিক হইয়া যাইব।

Level 0

vai same speed paitasi 8MB up hoyna akebarei same to same

Level 0

ai vabay format deya speed barray vua kotha, ami aggay onek try korayse

স্পীড বাড়বে, তবে NTFS file system এ করার পর safely remove না করলে ডাটা মুছে/নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই, সাবধান!

NTFS সিস্টেম ফরমেট পেনড্রাইভে ব্যবহার করার জন্য তৈরি হয়নি। পেনড্রাইভের জন্য সিস্টেম ফরমেটগুলো হচ্ছে FAT এবং FAT32। NTFS করলে কিন্তু পেনড্রাইভ লইয়া খুব পেরার মধ্যে থাকবেন বইলা দিলাম। কাজ শেষে ধুমধাম পেনড্রাইভ খুললেই কেল্লা ফতে।

    Level New

    @আশরাফ: ami one year dhore ntfs kore chalassi. kono problem hoy ni. But last 5 Seconds er jaygay file onujai time nibe. tokhon pendrive khulben na.
    Format na kore Ntfs korte. Comand Promp. ke Run As Admin korun then likhun convert drive later: /fs:ntfs example c:\windows\system32>convert G: /fs:ntfs

AGER JANA

Level 0

fat/fat32 formate a single file er size limit ase . ai format dutoy 2GB/4GB ar beshi size er single file copy korta parben na .