বাসার চাবি হারিয়ে ফেলেছেন ?? সমস্যা নাই, Credit Card দিয়েই তালা খুলুন (1000% sure, তালা খুলবেই !!)

কি শিরোনাম দেখে চমকে গেলেন ?? ভাবছেন Black Dragon পাগল হয়ে গেল নাকি !!!

না, আমি পাগল হইনি... তবে পাগল করার মত ট্রিক নিয়ে আসলাম।

সত্যিই আমি আপনার তালা Credit Card দিয়েই খুলে দিতে পারব ।

তো আসুন দেখে নিই,

Credit Card দিয়ে কিভাবে তালা খুলব ??

লকটা দেখুন, আপনি যখন Handle ঘুরান লকটা দরজার ভেতরে ঢুকে, তাই দরজা খুলে যায় । হাত দিয়েও লক ভেতরে ঢুকান যায় ।

ছবিটি দেখুন...

চিন্তা করে দেখুন, যখন লক করা থাকে তখন হাত ঢুকাবেন কি করে ?? তাই আমরা Credit Card-ই কাজে লাগাব...

ছবিটা দেখুন...

যখন Credit Card ঢুকাব, তখন লকটা চাপ লেগে ভেতরে চলে যাবে।

কারণ, ছবিটা দেখুন...

এভাবে আপনি Credit Card দিয়ে দরজা খুলতে পারবেন।

 

কাজটি স্টিলের স্কেল দিয়েও হবে ।

ভাল লাগলে ( ভাল তো লাগবেই 😛 ) কমেন্ট করবেন

Thanks a Lot..

Good Bye...

Level 0

আমি মল্লিক গালিব শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 103 টি টিউন ও 1799 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মল্লিক গালিব শাহরিয়ার, কম্পিউটার-প্রকৌশল বিভাগ, আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চরম……

আপনি কী Home Hacker ???

Level 0

Ha ha ha ha …………..darun………kintu vai, debit card diye hobe na????

Tune টা ভাল লাগলে Like দিয়েন ।

Level 0

এভাবে সবার জানা থাকলে তো সব বাড়ী-ই চুড়ি হওয়ার সম্ভাবনা খুব বেশী।

    @bdmillat: তাহলে এটাকে সতর্কমূলক বার্তা হিসেবে নিন…

এই ভাবে তালা খুলতে গিয়ে ক্রেডিট কার্ডটার বারোটা বাজাই আর কি :p

    @সায়েম: আমি শুধু ট্রিকটা বললাম, যদি ট্রিকটা বুঝতে পারেন, তবে Credit Card কেন, অনেক কিছু দিয়েই করতে পারবেন…

অসাধারন

কি সর্বনাশ ! এখন কি আমার দরজার তালা চেঞ্জ করব 🙁
এই তালাতো তাইলে সিকিউরিটির ১২টা বাজাইল :/

Ho..ho..hhaa…hee…

Level 0

Thanks………?

nice tune and tune name……. i like it. heavy funny.

ভালোই হইল তয় চিন্তার ব্যাপার, বাসার তালা কি চেন্জ করা লাগবে

pokemon card diye hobe

card vhainga gese

Level 0

Khub mojar…..

Level 0

কি কন এইসব ? এহন ত চিন্তাই আসি কখন আমার রুমেই চুরিটা হই :p
ধন্যবাদ টিউনের জন্য।

Tricks ta satyi khuub valo. Kintu Amar mone hoy ei tricks ta sob samay kaj korbe na.
Beshir vag darja i Frame er sathe ekta nirdishto khaje atkano thake (na hole dorja gulo bairer dike chole asbe). Je darja gulo Frame er sathe khaje atkano thake na, sei guloi ekmatro khulte pare.
Jai hok, Tricks ta sekhanor jonye Thanks.

    @বিপাশা: Thank u Bipasha apu…

    @বিপাশা: হ্যাঁ, আপনার যুক্তি সঠিক । সবক্ষেত্রে এটা কাজ করবে না।

      @Black Dragon:
      @Black Dragon:

      Aro ekta kotha mone porlo…Credit card er thekeo valo kaje debe ”Steel er scale”
      (Jodi Credit Card na thake).
      *** Satyi …!!!!! Valo buddhir theke Kharap buddhi gulo koto taratari abiskar ebong bistar kora jay !!!!!!

        @বিপাশা: Jotilll বুদ্ধি !!!

        আচ্ছা আমি টিউনে লিখে দিচ্ছি…

        @বিপাশা: হুম, ঠিক বলেছেন বেশির ভাগ দরজার চৌকাঠ ই একটু বাড়তি ভিট দেওয়া থাকে তাই ক্রেডিট কার্ড বা এই জাতীয় ফ্লাট কোন কিছু দিয়ে খোলা যাবেনা। তবে তার জন্যও উপায় আছে আর তা হল এক্সরে ফিল্ম! এক্সরে ফিল্মটা আমার দ্বারা পরীক্ষিত। তবে দরজা যদি চৌকাঠের সাথে একেবারে মিলানো থাকে তাহলে আর ভয়ের কিছুই নাই। তখন এক্সরে ফিল্মেও কাজ হবে না।সুতরাং যারা এই রকম রুম হ্যাকিং নিয়ে চিন্তায় আছেন তারা লক্ষ রাখুন দরজা এবং চৌকাঠের মাঝে যেন কোন ফাকা না থাকে।

চোর-টোর কেউ আছে নাকি ???
এরপর যদি আমার বাসায় কিছু চুরি হইলে আমি আপনেরে ধরমু কিন্তু………………… :mrgreen:

Level 0

আপনি কি মনে করেন যারা তালা বানায় তাদের কারোরই এই জিনিসটা মাথায় আসেনি, তারা এতই বোকা? তালাটি ভালো করে দেখুন, আপনি যেই লিভারটা ঠেলে ঢুকাচ্ছেন তার সাথেই ছোট আরেকটি লিভার আছে, লক করলে ঐ লিভারটি লক হয়ে যায়, ঐটি আর ঠেললেও ভিতরে ঢুকবেনা, বড় লিভারটি ভিতরে গেলেও। অবশ্য জিনজিরা মেড তালা হলে অন্য কথা। আগে নিজে টেস্ট করে দেখুন এভাবে তালা খুলতে পারেন কিনা, তারপরে পোস্ট দিয়েন।

    @stockBoi: আপনার মনে হয় আমি এতই ফালতু টিউনার !

    আমি নিজে না Try করে আপনাদের দিলাম !!!

    আপনি নিজে গিয়ে লক দেখে আসেন, যান…

    @stockBoi: আমার কথা Positively নিবেন ।

    @stockBoi: আপনি যেটা বললেন, তা আসলে ঠিক না । দুই লেয়ারই ভেতরে ঢুকে যায় ।

    @stockBoi: আপনি যা বলেছেন তা কিছুটা ঠিক আছে। ওনার আইডিয়াও ঠিক আছে তবে তার আইডিয়াট হলো যদি রুমের দরজা বাহিরের দিকে খোলে তাহলে কাজ করবে আর যদি ভিতরের দিকে খোলে তাহলে আর কাজ করবে না।তবে আপনি যদি এক্সরে ফিল্ম ব্যবহার করেন তাহলে সবদিকেই খুলবে। এক্সরে ফিল্মেও একটা সীমাবদ্ধতা আছে আর তা হলো দরজার পাল্লা ও চৌকাঠের মাঝে একটু ফাকা থাকতে হবে তা না হলে কাজ হবে না। X-ray film is the best for room hacking.

ক্রেডিট কার্ডের ১৩ টা বাজাতে চাইলে এর মত ভাল বুদ্ধি আর ১ টাও আছে বলে আমার মনে হয়না । কাজেই টিউনটার নাম হওয়া উচিৎ ছিল “ক্রেডিট কার্ডের ১৩ টা বাজান” হা হা হা @লোলজ মামা

vua….ota soman dorjar khetre projojjo…besrir vag dorjai bit daoa thake so ata possible na

Level New

সবাইতো এই পোস্ট পড়ে পজিটিভ মন্তব্য করেছেন আমি একটু নেগেটিভ মন্তব্য করি দয়া করে black dragon ভাই মাইন্ড কইরেন না
বিপাশা ভাই /আপা উনার সাথে আমি একমত বেশিরভাগ দরজাতেই চৌকাটে সামনের দিকে বাড়তি অংশ আছে যেকারণে আপনি ক্রেডিট কার্ড বা স্কেল কোনটি ঢুকাতে পারবেন না
আমি stockBoi ভাই এর সাথেও একমত কিছু লকের ক্ষত্রে হয়ত চাবি গুরানোর পরেও আপনার ট্রিক কাজে লাগবে কিন্তু অনেক লক আছে যেগুলো চাবি গুরানোর পর আর ভিতরে ঢুকে না সেই লক গুলোর ক্ষেত্রে আপনার ট্রিক কাজে লাগবে না|
তবে পোস্টটা অনেক ভালো হইছে
আপনাকে ধন্যবাদ পোস্ট করার জন্য

    @Safiq24: Maximum ক্ষেত্রে কাজ করবে । তবে আপনার মুল্যবান কমেন্টের জন্য ধন্যবাদ ।

    @Safiq24: আমি বুঝতে পেরেছি আপনি কি বললেন ।

    হ্যাঁ, ঠিকই শুধু সমান দরজায় এটা কাজ করবে…

    @Safiq24: তবে stockBoi এর কথা ঠিক বুঝলাম না কিভাবে আপনি একমত হলেন!

এটা শুধু ভেতর থেকে কাজ করবে বাইরে থেকে নয়। ছবিতে দেখুন ব্যক্তিটি যে সাইড থেকে লকটা খুলছেন তা মেনে নিলাম। কিন্তু অপর সাইড থেকে? আর আপনারা কি মনে করেন যে সাইড থেকে এই কাজটা করা যাবে সেই সাইড বাইরে দিকে থাকবে?

    @আশরাফ: ছবিগুলো ভাল করে দেখুন, কাঠ সমান । এই ট্রিক শুধুমাত্র এই ক্ষেত্রে কাজ করবে…

আমার মনে হয় এর Negetive দিকটা খুঁজতেই বেশি আগ্রহী । কিন্তু এই ট্রিকটার সফলতা নিয়ে কেউ কথা বলতে চাই না।

একজন একটা কমেন্টের পর থেকে সবাই এক কথায় বলে যাচ্ছেন। এক সমালচনা তো বারবার করার দরকার নেই।

নতুন কোন দোষ পেলে বলুন, নইলে ব্যাপারটা একটু চিন্তা করে দেখুন । আসলেই ভাল ট্রিক…

টিউনটি পড়ে ভালো লাগল @ ধন্যবাদ টিউনারকে

ভুলেও এই তালা ইউস করা যাবে না! খুবই জটিল!! অনেক ধন্যবাদ।

    @এম আর ইসলাম: আপনাকেও ধন্যবাদ । কিন্তু সব ক্ষেত্রে এটা কাজ করবে না ভাই… 🙁

Yahooooo!!!!!!!!!!

আমি তো পুরাই পাগল হইয়া গেলাম

ও মামা বল না এত বুদ্ধি পাও কই ??

কি খাও মামা ????

Level 0

onak sundor ak ta post .. thanks…..

Level 0

গালিব ভাই, মনটা খুবই খারাপ । hsc এর ফলাফল আশানরুপ হয় নাই ।

আপনার পোস্ট টা পড়ে ভালো লাগলো । এই ভাবে যদি amar ভাগ্য টা খোলা যেত !

ধন্যবাদ , আরেকটি অসাধারণ টিউন করার জন্য। (আমি আমার কলেজের আইডি কার্ড দিয়ে চেষ্টা করে সফল)

    @tahmim: vaia result ki ??

    @tahmim: I hope u will get a chance to study in a famous collage…
    thank u, don’t মন খারাপ… আল্লাহ সাথে আছেন।

    @tahmim: sorry not collage, a famous university..

      Level 0

      @Black Dragon: মন্দ বলেননি কিন্তু আপনার এই টেকনলজী অধিকাংশ কম্পানি আগে থেকেই জানে তাই লকিং নব দুইটা একটা ওভাল তার নীচেই ফ্লাট । ওভাল অংশটুকু চাপ দিলে স্বাভাবিক ভাবে সরে যাবে কিন্তু ফ্লাট অংশটুকু সরবেনা সুতরাং আপনার চেষ্টা বৃথা হবে। তবে টেকনলজী ভেদে কিছু পচা কম্পানি শুধু ওভাল ব্যবহার করে ফলে খুলতে পারে।

    @tahmim: Bangla & Chemistry question hard হয়েছে তাই না ??

      Level 0

      @Black Dragon: বাংলা আর রসায়ন এ তাও A+ পাইছি। কিন্তু গনিতে A- ! ! ! এর জন্যই খারাপ লাগছে।

Level 0

অনেক তো নিজের পক্ষে সাফাই গাইলেন।
১,২ এবং ৪ নং ছবি গুল তে যেভাবে দেখান হচ্ছে সেটা ভিতর থেকে।
এর ৩ও ৫ নং ছবি গুল তে যেভাবে দেখান হচ্ছে সেটা বাহির থেকে।
একটু চিন্তা করতেই বুজতে পাড়বেন।
তবে আত গুল মানুষ কে বোকা বানালেন।
পারেনও ভাই আপনে।

    @Enam: ami nijer nam-e kokhon safai gailam ?
    ar ami bolei diyechi, soman kather khetre projojyo.

    @Enam: ami kauke boka banaini… zara buddhiman,tara thiki ei tune-er moja peyeche, uporer comment-guloi tar proman..

    apni dosh na dhore normally vabun, apnaro trick ta valo lagbe.

    @Enam: Sorry for english..

    @Enam: pic gulo shobi dorjar baire theke… ektu kheyal kore dekhun !

Thanks bro for ur nice tune

it will only work for a poor door fittings. The card also can damage. Don’t try this tricks with valuable Credit or Debit card.

Mojarrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

yap. this will not work always. but any way nice trick.

ট্রিকটা কেবল মাত্র সমান কাঠ বিশিষ্ট দরজার ক্ষেত্রে প্রযোজ্য ।

Level 0

অনেক অনেক কমেন্টস্, কোনটা টিউনারের পক্ষে কোনটবা বিপক্ষে। টিউনার ভাই বলেছেন আমার কমেন্টটি ক্ষেত্রবিশেষে সত্য। কিন্তু আমি বলছি, আমার কমেন্টটি পুরাপুরি সত্য। একমাত্র যদি জিনজিরা মেড তালা না হয় এবং দরজার চৌকাঠে লকটির একটি ফ্রেম থাকে (লকটি লাগানো থাকে পাল্লায়, লকটি ঢুকে চৌকাঠে) যেটাতে লকটি ঢুকে ঐ ফ্রেমটি থাকলে লকটি কোন অবস্থাতেই ঠেলে খোলা যাবে না। টেকটিউনসে কমেন্টে ছবি আপলোড করা যায় না (সম্ভবত), তাই একটি পিকচার শেয়ারিং সাইটে ছবি আপলোড করে দিলাম। প্রথমে ছবিটি ব্রাউজারে খুলুনঃ
[URL=http://s1280.photobucket.com/user/stockboi12/media/Image_2_1_zps1f8ffd6f.png.html][IMG]http://i1280.photobucket.com/albums/a500/stockboi12/Image_2_1_zps1f8ffd6f.png[/IMG][/URL]

ছবিটিতে দেখুন, 2 চিহ্নিত লিভারটি সবুজ রং দিয়ে দেখানো হয়েছে। চৌকাঠের ফ্রেমে যখন লকটি ঢুকে তখন এই লিভারটি ফ্রেমটির স্টিলে আটকে যায়, 1 নং লিভারটি চৌকাঠের ভিতরে ঢুকে গেলেও 2 নং লিভারটি ঢুকতে পারেনা। এই অবস্থাতে তালাটি লক করলে আপনি 1 নং লিভারটি যতই ঠেলুন (সামনে/পিছনে যেদিক দিয়েই হোক) সেটি হয়ত সামান্য সরতে পারে, কিন্তু পুরাপুরি কখনই ভিতরে যাবেনা, ফলে লক থাকা অবস্থায় তালাটি কখনই কার্ড, স্কেল, এক্সরে শিট কোন কিছু দিয়েই খোলা যাবে না।
একটা পরীক্ষা করুন। 2 নং লিভারটি চাপ দিয়ে ধরে এইরকম একটি তালা লক করুন। এবার 1 নং লিভারটি ঠেলে ভিতরে ঢুকানোর চেষ্টা করুন। কিছুদুর গিয়ে এটি আর কোন অবস্থায় সম্পূর্ণরুপে ভিতরে ঢুকবেনা। লক করা তালার লিভার ঠেলে লক করা দরজা খুলতে লিভারটিকে সম্পূর্ণরূপে ভিতরে ঢুকাতে হবে।
তবে হ্যা, যদি আপনার চৌকাঠের স্টিল ফ্রেমটি না থাকে তবে আপনি তালাটিকে ঠেলে খুলতে পারবেন। আসলে স্টিলের ফ্রেমটি এমনভাবে মাপ করা যাতে তালার 1 নং লিভার চৌকাঠে ঢুকলেও 2 নং লিভারটি ঢুকতে না পারে। এভাবে তালাটি সিকিউরড্ থাকে। হয়ত তার বা অন্য কোন কিছু দিয়ে তালার লকটি খুব অভিজ্ঞতা সম্পন্ন লোকরা খুলতে পারবে, কিন্তু আপনার উপায়ে লিভার ঠেলে লক করা দরজা কেউই খুলতে পারবেনা (যদি তালা এবং দরজা ঠিক থাকে)।
ডোর লক এমন একটি জিনিস না যেটি সম্প্রতি তৈরী হয়েছে, অনেককাল আগে থেকেই এটি প্রস্তুত হয়ে আসছে। তালার কোম্পানী যখন তালাটি তৈরী করেছে তখন খুটিনাটি বিষয় চেক করেই মার্কেটে ছেড়েছে। এরকম সামান্য একটি জিনিস তাদের নজরে আসে নাই, এটি ভাবা নিতান্তই বোকামী। আর আপনার টিউনের ছবিগুলো আপনি নিজে থেকে তুলেন নাই, এগুলো নেট থেকে সংগ্রহ করা, কেউ হয়ত না বুঝেই এবং প্র্যাকটিক্যালি পরীক্ষা না করেই থিওরিটিক্যাল চিন্তা ভাবনা করে কোন আর্টিকেল দিয়েছে আর আপনি তার বঙ্গানুবাদ করে পোস্ট দিয়েছেন। প্র্যাকটিকালি আপনি এভাবে লক খুলতে কোনদিনই পারবেন না, যদিনা লকটি নষ্ট অথবা চৌকাঠের লকের ফ্রেমটি না থাকে।

    @stockBoi: কই আপনার ছবি ??? Error দেখায়…

    @stockBoi: যদি কষ্ট মনে না করেন, আবার আপলোড করে দিন ।

    @stockBoi: ভাইয়া আপনি যা বললেন মানলাম, কিন্তু এটা দিয়েও যে সমান কাঠ বিশিষ্ট দরজা খোলা যায়, তা সত্য – আপনি মানুন বা না মানুন…

    @stockBoi: আপনাকে অনেক ধন্যবাদ বিষয়টি গভীরভাবে চিন্তা করার জন্য।

Level 0

2য় লিংক এর [img] [/img] ট্যাগের মধ্যবর্তী অংশটুকু কপি করে ব্রাউজারে খুলুন, Error দেখাবেনা ([img] ও [/img] বাদ দিবেন)। কমেন্টে ছবি আপলোড করার অপশন থাকলে ভাল হত।

এই পদ্ধতিতে দরজার এক পাশ থেকে তালা খোলা সম্ভব, কিন্তু অপর পাশ থেকে অসম্ভব।

মামা ফটোশপ নিয়া কিছু করেন !!

ভাই আপনি কী চোর নাকি.??
রাগবেন না//