টাস্কবারে যুক্ত করুন আপনার পছন্দ মতো নাম । ( যারা জানেন না শুধুমাত্র তাদের জন্য )

<<<<<<<<<< বিসমিল্লাহির রাহমানির রাহিম >>>>>>>>>>

সরাসরি আসল কথায় যাইঃ ----

টাস্কবারে টাইম এর শেষে আপনি নিজের পছন্দ মতো নাম বা শব্দ বসাতে পারেন ।

এটি করতে হলে নিচের ধাপ গুলো অনুসরণ করুনঃ

১. টাস্কবারের টাইম এর উপর ক্লিক করুন ।

২. Change date and time settings... এ ক্লিক করুন ।

৩. Change date and time... এ ক্লিক করুন ।

৪. Change calender settings... এ ক্লিক করুন ।

৫. নতুন আরেকটি উইন্ডো আসবে । সেখান থেকে Time ট্যাব এ ক্লিক করুন ।

৬. Time এর ট্যাব টি ওপেন হবে । এখানে AM symbol ও PM symbol এর পাশের বক্স এ আপনার পছন্দ মতো নাম টাইপ করুন । তবে ১২ অক্ষরের বেশি নয়

৭. সবশেষে সবগুলো উইন্ডোতে OK দিয়ে দিন ।

এবার দেখুন টাস্কবারে টাইম এর শেষে আপনার দেয়া নামটি চলে এসেছে ।

উপরের পদ্ধতিটি উইন্ডোজ vista, 7 ও 8 এর জন্য ।

উইন্ডোজ xp বাবহারকারীরা START > CONTROL PANEL > CLOCK, LANGUAGE AND REGION > DATE AND TIME এ যাবার পর ৩ নং ধাপ থেকে অনুসরণ করুন ।

সবাই ভাল থাকবেন ।

ধন্যবাদ ।

খোদা হাফেজ ।

Level 0

আমি Himel Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস