বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। এই যুগে আমরা অনেক কিছুই করে থাকি কম্পিউটার ভিত্তিক। তাই কম্পিউটারের হার্ডডিস্কে এমন কিছু গুরুত্বপূর্ণ ফাইল থাকে যা কম্পিউটার থেকেও অনেক দামী বা গুরুত্বপূর্ণ। কম্পিউটারে যেকোনো ডাটার নিরাপত্তা খুব কম। কারন হার্ডডিস্ক যদি নষ্ট হয় তাহলে ডাটা পাওয়ার আর কোনো বিকল্প ব্যবস্থা নেই। তাই আমাদের উচিত ডাটা নিরাপত্তার জন্যে কিছু পদক্ষেপ গ্রহণ করা। আমি নিজে একটি বিকল্প ব্যবস্থা নিয়েছি। যা প্রয়োগ করলে আমরা অনেক বেশী ডাটা সুরক্ষা নিতে পারবো।
মাইক্রোসফট আমাদের জন্যে শুধু অপারেটিং সিস্টেম তৈরি করে দিয়ে বসে নেই। চিন্তা করছেন কত বেশি ভোক্তার প্রয়োজনীয়তা রক্ষা করা যায়। তাই SkyDrive তাদের আরেকটি প্রচেষ্টা যার দ্বারা আপনাকে আমাকে দিবে কম্পিউটারের ডাটা সুরক্ষা। এটি একটি ক্লাউড স্টোরেজ। এর সুযোগ-সুবিধা ভোগ করতে হলে আপনার প্রয়োজন একটি মাইক্রোসফট এ্যাকাউন্ট। তাই দেরী নয়, এখনই একটি এ্যাকাউন্ট খুলুন। আপনার পিসির ডাটা সংরক্ষন করুন। এর সুযোগ-সুবিধা আপনি হটমেইল বা লাইভ ডট কমে ব্রাউজ করেও পেতে পারেন অথবা কম্পিউটারে SkyDrive সফ্টওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন।
নিচের ছবি গুলো দেখলে আপনি খুব সহজেই এর পরিচালনা বুঝতে পারবেন।
ডাটা সুরক্ষার আরেকটি পদ্ধতি হল Google Drive। এটিও SkyDrive-এর মতই। তবে SkyDrive-এ আপনি টোটাল স্প্যাস পাবেন ৭জিবি, আর Google Drive-এ পাবেন ১৫ জিবি। এদিক থেকে Google Drive এগিয়ে আছে। যাইহোক, SkyDrive ও Google Drive দু'টোই আমার প্রিয়।
Google Drive-এর জন্য আপনার একটি Gmail ID লাগবে। Gmail-এ লগইন করে খুব সহজেই Google Drive-এর সুযোগ সুবিধা নেওয়া যায়।
ইচ্ছা করলে পিসিতে ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারেন।
স্মার্টফোনে ফাইল সুরক্ষার জন্যে SkyDrive, Google Drive, DropBox পাওয়া গেলেও, Android-এর জন্যে এই অ্যাপসটি ডাউনলোড করে নিন X-plore File Manager এটার ভিতরেই সব ক্লাউড স্টোরেজের সুবিধা পাবেন।
নিচে ডাউনলোড লিংকগুলো দেওয়া হলঃ
Sky Drive(Updated)
Google Drive(Updated)
X-plore File Manager(Updated)
Download: Link1
আমি মুহাম্মদ জিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 162 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন মুসলিম বাংলাদেশী। সর্বশক্তিমান আল্লাহ পৃথিবীর দ্বিতীয় মুসলিম দেশে জন্ম দিয়েছেন বলে তার নিকট শুকরিয়া জ্ঞাপন করছি 'আল্হামদুলিল্লাহ'।বাংলাদেশের অন্যতম একটি IT blog site এ অংশগ্রহন করে আমি অনেক আনন্দিত। সকল টেক টিউনারের প্রতি আমার সালাম এবং অভিনন্দন।
লুল 😛