ড্রাইভ হাইড করুন খুব সহজে, কোন সফটওয়্যার ছাড়া।

অনেকদিন পর আবার ফিরে এলাম আপনাদের মাঝে, সব সময় আপনাদের সাথে থাকতে পারব কি না এক মাত্র টেকটিউনস কর্তৃপক্ষই

জানে!! সেদিন একটি পোস্ট করছিলাম, তার জন্য শাস্তি ফেলাম, আমার পোস্টটি পেনডিং করে দেওয়া হল, শুধু তাই নয়, আমাকে

আমার টিউনারশীপ থেকে বাতিল করা হল। আমার অপরাধ আমি নাকি পোস্ট টাইটেল লিখতে গিয়ে টেকটিউনস নীতি ভঙ্গ করছি...!!!

যাক অসব কথা, আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারলাম তাতে বা আনন্দ কম কিষে?

আশা করি আপনারা ভাল আছেন, আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।

শিরোনামে যা দেখতেছেন এই বিষয় নিয়ে আমি এর আগে আরও একটি পোস্ট করেছিলাম, কারো মনে আছে কি না জানিনা?

তবে ওটা ছিল সফটওয়্যারের সাহায্যে। কিন্তু আজ দেখাবো কিভাবে সফটওয়্যার বিহীন এই কাজটি করা যায়।

তার জন্য প্রথমে my computer এর উপর রাইট ক্লিক করুন, তারপর manage এ ক্লিক করুন, নিচের মত দেখবেন...............

এবার আপনি disk management এ ক্লিক করুন, নিচের মত দেখবেন..................

এখানে আপনি আপনার সবগুলো ড্রাইভ দেখতেছেন। এবার আপনি যে ড্রাইভটি হাইড করতে চান তার উপর রাইট ক্লিক করে

change drive letter and paths... এ ক্লিক করুন, উপরের ছবিটিতে যেভাবে দেখতেছেন।

তার পর নিচের মত দেখবেন.................................

এখন আপনি remove এ ক্লিক করুন, একটি উইন্ডো আসবে, আপনি yes এ ক্লিক করুন।

এবার my computer এ ডুকে দেখুন আপনার ড্রাইভটি খুজে পান কি না????????????????

যদি দেখেন এখনও হাইড হয়নাই তাহলে আপনার পিসিটি একবার রিস্টার্ট করুন, দেখবেন ড্রাইভটি হাইড হয়ে গেছে।

আবার যদি ড্রাইভটি ফিরিয়ে আনতে চান তাহলে শুধু remove এর জায়গায় add বাটনে ক্লিক করুন,

বাকি সবগুলো নিয়ম আগের মতই। নিচের ছবিটা দেখুন তাহলে বুঝতে পারবেন............

আশা করি বুঝে ফেলেছেন। ও হ্যাঁ ! আপনি add এ ক্লিক করার পরে একটি উইন্ডো আসবে, আপনি ok করুন।

ব্যাস কাজ শেষ। যদি দেখেন কাজ হয়নাই... তাহলে সেই একই ওষুধ!! কম্পিউটার রিস্টার্ট.....................।।

তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

ভাল লাগলে অবশ্যই কমেন্টস করবেন।

প্রথম প্রকাশ আমার  ব্লগে...........................

Level 0

আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks ….. khub e proyojon silo …

কমেন্ট করার জন্য ধন্যবাদ।

Bhai,khub mojar jinesh dilan tah?

Level 0

thnx

thanks to all

Level 2

যদি কোন কারণে মাই কম্পিউটার হাইড থাকে তখন কি করবো???????????????
টিউনের জন্য ধন্যবাদ।

আপনার লেখায় একটা জিনিস বোঝা গেল না, remove করে আমার ফাইল ফোল্ডার সহ যে ড্রাইভটা হাইড হবে, add করলে যখন ড্রাইভটা ফিরে আসবে তখন আমার ফাইল ফোল্ডার গুলো থাকবেতো?

Level 2

cmd কমাণ্ডের মাধ্যমে করতাম। এটি অত্যন্ত সহজ। ধন্যবাদ আপনাকে।

writerbuddha@ ভাই কোন সমস্যা নেই। আপনি পুনরায় add করার পরে আপনার সব কিছুই পেয়ে যাবেন, কারন এটা ১০০% পরীক্ষিত।

সবাইকে ধন্যবাদ কমেন্টস করার জন্য।

খুব ভাল

Level 0

চমৎকার।