এটি আমার ৫০ তম টিউন, অন্তত একবার টোকা দিয়ে যান নিশ্চয়ই ভাল লাগবে!!

আসসালামু-আলাইকুম,

দেখতে দেখতে 50 টা টিউন করেই ফেললাম !!!

আজ আমার ৫০ তম টিউন ।

আমার ইচ্ছা আজ আপনাদের কিছু চমৎকার জিনিস দেব ।

তো আসুন শুরু করি...

রাইট ক্লিকেই Uninstall Program এনে দিই ??

রাইট ক্লিকে Uninstall এনে দিলে মন্দ হয় না ।

কষ্ট করে Control Panel-এ ঢুকে Uninstall করতে হবে না ।

এর জন্য প্রথমে এই সফটওয়্যারটি  Download করে Install করুন ।

এরপর দেখবেন আপনার রাইট ক্লিকে Uninstall অপশন যুক্ত হয়েছে।

এখন আপনি যেই সফটওয়্যার Uninstall করতে চান তার ওপর রাইট ক্লিক করে Uninstall-এ ক্লিক করুন ।

এরপর নতুন Screen আসবে । Standard Uninstall-এ ক্লিক করুন ।

ব্যস......

কিছু fb shortcut নিয়ে নিন, কাজে লাগতে পারে...

http://i.picresize.com/images/2013/07/30/Hvo9S.png

কিছু Notepad-এর খেলা হয়ে যাক !!

বন্ধুর পিসি দিয়েই শুরু করি !!!!
 

এবার Noteppad বারবার খুলবে আর বন্ধ হবে । 😛  😆

প্রথমে আপনার Notepad খুলুন...

এবার নিচের Code টা কপি/পেস্ট করুন ।

@ECHO off
:top
START %SystemRoot%\system32\notepad.exe
GOTO top

এবার Save করুন anyname.bat নামে । যেমনঃ tech.bat or apple.bat ইত্যাদি...

😀 এবার বন্ধুর পিসিতে send করে দিন। 😀 😀

কাজটি নিজের পিসিতে করতে যাবেন না।

এবার Notepad দিয়েই পিসির Speed টা বাড়িয়ে নিন
 

প্রথমে Notepad খুলে Code টা কপি-পেস্ট করুন...

mystring=(80000000)

এরপর save করুন boostup.vbe নামে ।

যখন আপনার মনে হবে কম্পিউটার slow, তখন এই File-এ ডাবল ক্লিক করবেন ।

রাইট ক্লিকে আপনার নাম এনে দিন
 

Notepad ওপেন করে Code-টি লিখুন...

Windows Registry Editor Version 5.00

[HKEY_CLASSES_ROOT\DesktopBackground\Shell\name]
@="<Your Name here>"
"Icon"="imageres.dll,206"
"Position"="Top"

[HKEY_CLASSES_ROOT\DesktopBackground\Shell\name\command]
@="Control userpasswords"

এবার save করুন name.reg দিয়ে ।
এবার File-এ ডাবল ক্লিক করে ডেস্কটপে এসে রাইট ক্লিক করে দেখুন যাদু !!!
কিভাবে নাম রিমুভ করবেন ???
হুমমমম...নাম রিমুভ করতে চান ?
ঠিক আছে,
Step--1
প্রথমে চাপুন (winkey+R) , এবার লিখুন Regedit.
এবার এই ঠিকানায় যানঃ HKEY_CLASSES_ROOT\DesktopBackground\Shell\name
এবার,
name ডিলিট করে দিন...
আজকের মত Notepad এখানেই শেষ করছি।

আপনার Android-কে I-Phone 5 বানিয়ে ফেলুন !

Fake iPhone 5 - screenshot thumbnail   Fake iPhone 5 - screenshot thumbnail

Fake iPhone 5 - screenshot thumbnail   Fake iPhone 5 - screenshot thumbnail   Fake iPhone 5 - screenshot thumbnail

এখান থেকে App টি নিয়ে নিন ।

কয়েকটি চমৎকার Mozilla Add-ons

Common add-on গুলোর (যেমনঃAdBlock Plus, WOT, Cool Previews) কথা আমরা কম-বেশি সবাই জানি ।

তাই আজ নিয়ে এলাম কিছু Uncommon চমৎকার Add-on..

Image Download II

এটা দিয়ে webpage-এর সব Image এক ক্লিকেই ডাউনলোড করতে পারবেন ।

Restart Firefox

Mozilla-তে Restart-এর কোন অপশন নেই । এই Add-on দিয়ে Mozilla রিস্টার্ট দিতে পারবেন ।

Youtube Grid View

আপনার Youtube ব্যবহারের অভিজ্ঞতাই বদলে যাবে ।

Youtube-এ সার্চ করলে রেজাল্ট আসবে এমনভাবে...

YouPop

Video -তে না ঢুকেই Video'র Preview দেখে নিতে পারবেন।

ADD-ON গুলো ডাউনলোড করতে নামের ওপর ক্লিক করুন।

আর কনভার্টার খোঁজা লাগবে না, Video Convert করুন VLC দিয়ে

প্রথমে VLC open করে Ctrl+R চাপুন । এরপর এমন Screen আসবে...

এরপর ভিডিও Add করুন,

এরপর কোথায় রাখবেন browse করে চিত্রে দেখান কাজগুলো করুন,

Start-এ ক্লিক করলে আপনার কাজ শেষ...

বিশ্বের সবচেয়ে ছোট OS কি জানেন ??

Kolbri OS হল বিশ্বের সবচেয়ে ছোট Graphical OS.

এর Basic OS মাত্র 1.4 mb 😛

আর Featured OS 3 mb 😆

দেখে নিন কিছু ScreenShot..

চালাতে কি কি লাগবে ??

-->> হে হে হে... 8 mb Ram.... 😛 আপনার দাদার কম্পিউটার দিয়েও চালাতে পারবেন 😛 😛 😛

কি ডাউনলোড করবার মন চায় ??? নিচের ছবিতে mouse দিয়ে একটা  বাড়ি মারেন...

সবশেষে নিয়ে নিন Latest সব সফটওয়্যার

Browser

Chrome Google Chrome 28

Firefox Firefox 22

Explorer Explorer

Opera Opera

Anti Virus

AVG Eset Antivirus

Avast! Avast 8

Others

WinRAR Winrar 4.20

Skype Skype 6.6

Everything Everything

CCleaner CCleaner

DAEMON Deamon Tools

আজ আর না । হাত ব্যথা করছে । আর হ্যাঁ, আপনার টিউনটি ভাল লাগলে একটা অন্তত কমেন্ট করবেন, উৎসাহ দিবেন । আমার ত্রুটিগুলো ছোটভাই মনে করে ধরিয়ে দেবেন।

বিদায়...

Level 0

আমি মল্লিক গালিব শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 103 টি টিউন ও 1799 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মল্লিক গালিব শাহরিয়ার, কম্পিউটার-প্রকৌশল বিভাগ, আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হাফ সেনচুরী মারলেন ভাই . . 😀

ধন্যবাদ প্রথম কমেন্টের জন্য… আমি এজন্যই অপেক্ষা করছিলাম !!!! 😛

VLC -এর ট্রিকে ছবি Add হচ্ছে না 🙁

কি করি ?????

Level 0

chorom tune hoise bro ……..chaliye jan ……..khub valo laglo tune ta pore……..

শুভ কামনা।
সেঞ্চুরীর অপেক্ষায় রইলাম।

valo hoisay vi ! amar onak kajay lagbay….

Level 0

Get 49 thanks from my side.

Congrats for ur 50.

Tomer 50 tomo tune e amer dua roylo

Congratzz

Level 0

৫০ তম টিউনের জন্য অভিনন্দন !! টিউনটা চমৎকার হয়েছে ! 🙂

Congrats vai! 🙂

শুভেচ্ছা শুভেচ্ছা শুভেচ্ছা শুভেচ্ছা শুভেচ্ছা শুভেচ্ছা শুভেচ্ছা

Half century মারার জন্য congrats……………. আর পোস্টটা ও চরম হইসে……….

    @Ghost Hunter: আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আশাকরি এভাবে সবসময় সাপোর্ট দিবেন…

Level 0

খুব সুন্দর টিউন, আপনাকে ধন্যবাদ

অসাধারণ টিউন
অনেক দিন পরে টিটিতে একটি ভালো টিউন পেলাম

চালিয়ে যান

………….. অনেক ধন্যসহ। আমারও আম্পের মত হইবার মুঞ্চায়।

দোয়া করি ভাই একদিন শচীন তেন্ডুল্কার কেও ছারিয়ে জান।

    @Salman Nahid: আপনাদের দোয়া সাথে থাকলে ইন-শা-আল্লাহ আরও অনেক দূর এগিয়ে যাব ।

    অনেক ধন্যবাদ খুব সুন্দর একটা কমেন্টের জন্য…

সুন্দর টিউন,অর্ধ শতকের শুভেচ্ছা

Level 0

মামা অনেক অনেক ধন্যবাদ তোমাকে। এরকম ভাল ভাল উপকারি পোষ্ট চাই………..

    @podinapata: আপনাকেও অনেক ধন্যবাদ, আশাকরি আরও সুদর সুন্দর পোস্ট আপনাদের উপহার দিতে পারব…

Level 0

Sotti Apnader Moto Valo Tuner Achen Bolei Amra Blog Goli Sobai Ato Valo Bashe.

Level 0

ধন্যবাদ

৫০ তম পোষ্টের শুভেচ্ছা। os এর ব্যাপার তা আরাকটু খোলাসা করবেন। ওন্যান্য সফ্ট এর মতো উইন্ডোজ এর সফ্ত না সম্পুর্ন আলাদা অপারেটিং সিসটেম?

    @কনফিউজ: আপনাকে অনেক ধন্যবাদ।
    আর হ্যাঁ, KOLBRI সম্পূর্ণ আলাদা একটা OS..

darun 1ta ntun jinish

ধন্যবাদ 😀 😀

Level 0

চরম 🙂

Hello Excel Expert.
I want to write a comment in excel footer without using header & footer option. I want to write the comments using code. My question ” HOW CAN I WRITE THE CODE & WHERE I WRITE THE CODE” for Example I want to write “Powered by Tareq” when I print the excel sheet then print the “Powered by Tareq” in the footer. It will be printable but not visible.

I also collect the code from net but any body can change it from header & footer. can you help me?

Level 0

৫০ তম পোষ্টের শুভেচ্ছা। os এর ব্যাপার তা আরাকটু খোলাসা করবেন। ওন্যান্য সফ্ট এর মতো উইন্ডোজ এর সফ্ত না সম্পুর্ন আলাদা অপারেটিং সিসটেম ?

    @MERAHRA: Many many thanks for congratulate me !!

    Yape, This OS is different from any other OS..

    এটা সম্পূর্ণ আলাদা একটি OS..

========Moderator ভাই, আমার অনেক screenshot উধাও হয়ে গেছে… কিছু করেন======

৫০তম টিউনের জন্য শুভেচ্ছ । আশা রাখি অচিরেই সেঞ্চুরী তে পা রাখবেন !

খারাপ লাগল, কেন?

এতগুলা ভালো পোষ্ট এতদিন লুকিয়ে রাখলেন কেন?
হাফ সেঞ্চুরি করবেন বলে?

সব শেষে বলছি- অসাধারন হয়েছে, থেঙ্ক ইউ বেরী মাচ্

সুন্দর একটা টিউন উপহার দেয়ার জন্য ধন্যবাদ…….

ভাল টিউন হয়েছে 🙂

    @দিহান: Thank u brother… 😛

    আপনার টিউন আমার খুব ভাল লাগে…

valo hoise