আমরা ইচ্ছা করলে এক মাসের ইন্টারনেট প্যাক দুই তিনমাস বা আরও বেশি সময় ধরে ব্যবহার করতে পারি । আমাদের অনেকের ধারনা এমনকি আমারও ছিল যে এক মাসের ইন্টারনেট প্যাক এক মাসের মধ্যে শেষ করতে হবে । আসলে তা সত্য নয় । আমি গত মাসের জিপি ইন্টারনেট প্যাক আমি এমাসেও ব্যবহার করছি ।
এ জন্যে যা করতে হবে তা হল প্রথমে এক মাসের একটা বড় প্যাক কিনে ফেলুন । চালাতে থাকুন । আপনার কেনা প্যাক এর মেয়াদ শেষ হওয়ার দিন রাত ১২ টার অনেক আগে বা সতর্কতার জন্যে আগের দিন এক মেগাবাইট এর বা অন্য কোন মিনি প্যাক চালু করে দেন । দেখবেন আপনার নতুন ডাটা প্যাক এর মেয়াদ এর সাথে পুরাতন প্যাক এর ডাটা যোগ হয়েছে । অর্থাৎ আপনার আগের মাসের ডাটা ৫০০ এম বি থাকলে আপনার নতুন প্যাক এর পরিমাণ হবে ৫০১ এম বি তিন দিনের জন্যে । এখন আপনার অ্যাকাউন্ট এ পরিমাণ মত টাকা রাখুন যাতে অটো রি-নিউ হয় । অথবা অটো রি-নিউ ফিচার না থাকলে সময় মত একই ভাবে মিনি প্যাক কিনতে থাকুন ।
এভাবে আপনি ১ GB pack ২৫০ এম বি করে চার মাস বা ৫০০ এম বি করে দুই মাস ব্যবহার করতে পারবেন । জিপি তে ১ এম বি= ২.৮৭ ভেট সহ, মেয়াদ তিন দিন । তাই আপনার পরের মাসে শুধু ২.৮৭*১০= ২৮.৭ টাকা খরচ করলেই হবে । সবাই ভাল থাকবেন ।
শামীম
আমি শামীম হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন ছাত্র। আমার ব্লগ ও ওয়েবসিতেঃ http://www.blogger.com/profile/10924095283835412569 http://captcha-entry-job4u.blogspot.com/ http://www.blogger.com/blogger.g?blogID=4545283498644865712#overview/src=dashboard http://webdesignerboy.wordpress.com http://online1place.wordpress.com আমার ফেসবুকঃ www.facebook.com/shamim.hoque1 আমার google plus: https://plus.google.com/102651530958306602492/posts
এইটা তো আমি অনেক আগে থেকেই করে আসতাছি.. আর মেয়াদ শেষ হওয়ার দিনই যে আপনাকে আর এরকটা প্যাকেজ নিতে হবে তার কোন নিয়ম নাই.. আপনি ইচ্ছা করলে ২ দিন পরও আবার মিনি প্যাক চালু করতে পারবেন আর সেক্ষেত্রেও আপনার ডাটা এড হয়ে যাবে..