আসুন একমাসের ইন্টারনেট প্যাঁক যতদিন খুশি ব্যবহার করি

আমাদের দেশের ইন্টারনেট সংযোগ এর দাম অনেক বেশি আর মিনি প্যাক গুলোর মেয়াদ যেমন তেমন ডাটা কম । তাই আমাদের অনেক সমস্যা পোহাতে হয় । আমরা না পারি বড় প্যাক কিনতে যেহেতু অত ডাটা আমাদের একমাসে লাগে না, এছাড়া টাকা লাগে বেশি । অল্প টাকায় যে প্যাক গুলো পাই তাতে আমাদের পোষায় না ।

আমরা ইচ্ছা করলে এক মাসের ইন্টারনেট প্যাক দুই তিনমাস বা আরও বেশি সময় ধরে ব্যবহার করতে পারি । আমাদের অনেকের ধারনা এমনকি আমারও ছিল যে এক মাসের ইন্টারনেট প্যাক এক মাসের মধ্যে শেষ করতে হবে । আসলে তা সত্য নয় । আমি গত মাসের জিপি ইন্টারনেট প্যাক আমি এমাসেও ব্যবহার করছি ।

এ জন্যে যা করতে হবে তা হল প্রথমে এক মাসের একটা বড় প্যাক কিনে ফেলুন । চালাতে থাকুন । আপনার কেনা প্যাক এর মেয়াদ শেষ হওয়ার দিন রাত ১২ টার অনেক আগে বা সতর্কতার জন্যে আগের দিন এক মেগাবাইট এর বা অন্য কোন মিনি প্যাক চালু করে দেন । দেখবেন আপনার নতুন ডাটা প্যাক এর মেয়াদ এর সাথে পুরাতন প্যাক এর ডাটা যোগ হয়েছে । অর্থাৎ আপনার আগের মাসের ডাটা ৫০০ এম বি থাকলে আপনার নতুন প্যাক এর পরিমাণ হবে ৫০১ এম বি তিন দিনের জন্যে । এখন আপনার অ্যাকাউন্ট এ পরিমাণ মত টাকা রাখুন যাতে অটো রি-নিউ হয় । অথবা অটো রি-নিউ ফিচার না থাকলে সময় মত একই ভাবে মিনি প্যাক কিনতে থাকুন ।

এভাবে আপনি ১ GB pack ২৫০ এম বি করে চার মাস বা ৫০০ এম বি করে দুই মাস ব্যবহার করতে পারবেন । জিপি তে ১ এম বি= ২.৮৭ ভেট সহ, মেয়াদ তিন দিন । তাই আপনার পরের মাসে শুধু ২.৮৭*১০= ২৮.৭ টাকা খরচ করলেই হবে । সবাই ভাল থাকবেন ।

Level 0

আমি শামীম হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন ছাত্র। আমার ব্লগ ও ওয়েবসিতেঃ http://www.blogger.com/profile/10924095283835412569 http://captcha-entry-job4u.blogspot.com/ http://www.blogger.com/blogger.g?blogID=4545283498644865712#overview/src=dashboard http://webdesignerboy.wordpress.com http://online1place.wordpress.com আমার ফেসবুকঃ www.facebook.com/shamim.hoque1 আমার google plus: https://plus.google.com/102651530958306602492/posts


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এইটা তো আমি অনেক আগে থেকেই করে আসতাছি.. আর মেয়াদ শেষ হওয়ার দিনই যে আপনাকে আর এরকটা প্যাকেজ নিতে হবে তার কোন নিয়ম নাই.. আপনি ইচ্ছা করলে ২ দিন পরও আবার মিনি প্যাক চালু করতে পারবেন আর সেক্ষেত্রেও আপনার ডাটা এড হয়ে যাবে..

    @Zahid: ভাই, আপনি কি সিউর যে কয়েকদিন পর প্যাকেজ নিলেও ডাটা যোগ হবে? 🙂

      Level 0

      @মোস্তাফিজুর ফিরোজ: হ্যা ভাই.. আমি নিজেই ব্যবহার করি। মাঝে মাঝে আমার প্যাকেজ নিতে ২/১ দিন দেরি হয়ে যায়।কিন্তু তাতে কোন সমস্যা হয় না।

package পরিবর্তন করলে কি স্পিড একই থাকবে না পরিবর্তন হবে???

    Level 0

    @Shahriar Hasan: প্যাকেজ পরিবর্তন করলে স্পিড এর কোন সমস্যা হয় না।

Level 2

Vai, parle gp chara onno gulor information den.

না দেখলে চরম মিস !!
জিপি এতো দিনে একটি
ভাল কাজ করেছে।
২.৮৮ টাকায় ৭ মেগাবাইট
( ক্লিক প্যাকেজ ) একটিভ
করতে ডায়াল
করুন *500*80#
মেয়াদ ৫ দিন
যেহেতু জিপি নেটের দাম
কমানো শুরু করেছে তাই
জিপি কে অনেক ধন্যবাদ।
তবে তাদের উচিৎ আমাদের
৫০ টাকায় ১ জিবি দাবি
মেনে নেয়া।

    Level 0

    @abdullah009: ভাই এই তথ্য কোথায় পেলেন..আমি তো তাদের ওয়েব সাইটে এই ব্যপারে কোন তথ্য পেলাম না…

১ জিবি ৪ মাস !!! আমার তো ১ জিবি ৪-৫ দিনেই লাগে । তাও আবার নরমাল ইউজ । এমনও দিন যায় ১ জিবিতে হয় না ।

Level 0

এইটাকে কি বলে জানেন? “কীপ্টামি” 😛

Amr month e 50gb up data lage broad band chara kaj hobena amr 😛

আমার তো এক মাসে ২০ গিগার কমে হয়না! প্রতি মাসে মুভিই নামাই ১৫/১৬ গিগার!!!!

Level 0

ভাই কেউ আমাকে একটু জানাবেন যে gp তে ৫১২ বা ১ এমবি এর কোন প্যাকেজ আছে কি না থাকলে কি ভাবে সেটা এ্যাক্টিভ করবো, একটু জানাবেন, আর যদি ৫১২ বা ১ এমবি না থাকে সেক্ষেত্রে কি ভাবে আমার gp লাইন এর স্পীডটা বাড়ানো যাবে? কারন এখন যে লাইন টা ব্যাবহার করি তার স্পীড যাচ্ছে তাই বেশির ভাগ ক্ষেত্রেই ১/৭ কেবি এর উপরে স্পীড উঠেনা, আমি gp র মডেম দিয়ে নেট ব্যাবহার করি।

    Level 0

    @shonzim: না ভাই জিপির স্পিড অনুযায়ী কোন প্যাকেজ নাই..

    @shonzim: ফোনকে মডেম হিসেবে ব্যাবহার করুন । ভাল স্পীড পাবেন । এটা যে কোন অপারেটরের জন্য প্রযোজ্য ।

Level New

teletalk e ki hobe? ami jodi 128kbps এর 30gb package e shesh howar 2 din agee 512 kbps er ekta package active kori tahole ki 30gb gula use 512kbps e use korte parbo???

কবি নীরব । আমি শুধু আমার অভিজ্ঞতা ভাগ করেছি আপানাদের সাথে । সব operator হবে আশা করি । তবে আপনি দুই ধরনের দুইটি মিনি প্যাক কিনে দেখেন দুইটার পরিমাণ যোগ হয় কিনা । অথবা বর্তমান চলতি প্যাক এ আরেকটি মিনিপাচক চালু করে ছেঁক করে নিন । ধন্যবাদ সবাইকে ।

৭ দিন পর TT তে আসলাম | আর শুধু এই পোস্টে কমেন্ট করার জন্যই লগইন করলাম | টিউনার ভাই, আজকালকার দিনে এইসব মান্ধাতার আমলের গল্প শুনাইলেন ?? ২৫০ এমবি তে তো একদিনের ব্রাউজই হয় না | অবশ্য আপনার কোন দোশ নাই | আপনি জিপির স্পীড এর কাছে হার মেনেছেন | যাই হোক সবাইকে রিকুয়েস্ট,, এই হারামীর ফোন থেকে দুরে থাকুন |

purai faul purai

আমার তো এক মাসে 38 গিগার কমে হয়না

ভাইয়ারা আপনারা দেখছি অনেক মেতে গেছেন । এত মাতামাতির কি আছে ? যারা গরীব, যাদের জন্যে এই পোস্ট তাদের কাজে লাগবে । আপনাদের ত মাথা ব্যাথা হওয়ার কথা না । অনেক বেশি নেট ব্যাবহার করেন, ভারি ভারি প্যাকেজ ব্যাবহার করেন এতে গরবের কিছু নাই । বুকে হাত দিয়ে বলেনতো কারা কারা GSM নেটওয়ার্ক এ মাসে ৫ জি বি এর বেশি ব্যবহার করেন ? আর এক জিবির কথা বলছি দেখে এক জিবিই হতে হবে আমন তো না । এক মাসে ৫ জি বি কিনেন পরের মাসে ১ বা ৩ জি বি অথবা মিনি প্যাক কিনেন আপনাদের প্রয়োজন মত । আমি বুজতে পারি নাই আপনাদের এত টুকু বুদ্ধির উদয় হবে না । আর হবেই বা কেমনে যারা অনেক অনেক গিগার মালিক তারা আছেন ফ্রি ইন্টারনেট আর ধান্দায়, বুদ্ধি গজানোর সময় কই :p

Ki kon 1 gb hai hai ata kibhabe sombob banglalion use kori Monthly 80-90 gb download kori 1 gb to koek ghontar bepar. ha..ha…ha