কম্পিউটারে একটু ভিন্নতা আনুন ছোট্ট একটু কাজ করে

সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। সবার কম্পিউটারের আউটলুক প্রায় একি রকম। এক জিনিস কয়দিন ভাল লাগে বলুন। আমার কিন্তু এক জিনিস দেখতে ভাল লাগে না। তাই একটু পরিবর্তন আনার জন্য এই টিউন করা। হয়ত এটা অনেকের জানা কিন্তু তারপরো অনেকের উপকার আসবে এটা নিশ্চিত।

আপনার ফোল্ডারের ব্যাকগ্রাউন্ড এর রং কী? নিশ্চই সাদা। এখন তেকেই ভাবতে শুরু করুন কী রঙ্গে সাজাবেন আপনার আপনার কম্পিউটারের ব্যাকগ্রাউন্ড। কেননা একটু পরেই আপনার কম্পিউটারের ফোল্ডারের ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে আপনার পছন্দের রঙ্গে। তবে চিন্তার কোন কারণ নাই। এত ভাবারও কারণ নাই। কেননা পরিবর্তনও করতে পারবেন যখন খুশি তখন নিজের ইচ্ছে মত। তাহলে আর কথা না বাড়িয়ে কিভাবে কাজটা করবেন তা বলে দেই।

প্রথমে Desktop এ রাইট ক্লিক করুন এবং Properties নির্বাচন করুন এবং Appearance ট্যাব এ যান। তারপর Advanced বাটনে ক্লিক করুন। Item কম্ববক্সে ক্লিক করুন, window নির্বাচন করুন। এবার আপনার পছন্দের কালার বসিয়ে দিন color1 ও color2 এর দুইটি বক্সে। এখন কাজ শেষ হয়ে গেল তাই ok বাটনে ক্লিক করে ফিরে আসুন। এবার কোন ফোল্ডার অপেন করেন দেখুন এর ব্যাকগ্রাউন্ড এর কালার পরিবর্তন হয়ে গেছে। যদি বুঝতে কোন সমস্যা হয়, আমাকে জিজ্ঞেস করতে পারেন আশা করি সমস্যা সমাধান করতে পারব। এই টিউনের প্রথম প্রকাশ দেখতে চাইলে এই লিংকে ক্লিক করতে পারেন। টিউনটি পড়ার জন্য ধন্যবাদ, অনুগ্রহপূর্বক আপনার মূল্যবান মন্তব্য প্রদান করুন।

উৎস ও বিস্তারিতঃ- http://www.tfortechnic.blogspot.com

Level 0

আমি ফাগুন রেইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 401 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তির সাথে আপডেটেড থাকতে চাই। কখনও সফল আর কখনো...। বেসিকালী ওয়েব ডেভলাপমেন্ট এবং উইন্ডোজ ফোন এপস নিয়ে কাজ করা হয়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নতুন কিছু নাই।।।

হয় নাই তো ? color1 বক্সে লাল কালার দিসি। color2 বক্সেতো কিছু দেওয়া যায় না।যাইহোক, তারপর ফোল্ডার এর ভিতরে গেলাম। সাদা background সাদাই থেকে গেল, লাল আর হইল না। আমার কম্পিউটারতো মনে হয় সাদা মনের কম্পিউটার হইতে চায়, এরে লাল করি কিভাবে ?
আর একটা কথা, poperties-Appearance – Item এর ঘরে destop select আছে।
তোমার কম্পিউটার hang এর ২ পর্ব কই ?

(অনেক সময় অনেক কঠিন জিনিস জানি, কিন্তু সোজা জিনিস জানি না, যেমন আজকের টিউনের মত সোজা কাজ জানি না )

ভালো THANX

Level New

Well done,excellent.Thank you brother go ahead>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>.

Level 0

simple but excellent
go ahead man

Level 0

I was’t successful. Need help . My OS is windows 7 (I having problem with my Avro ……. Eroor 429…………. So I’m back in English……………….)

    আমি win 7 ব্যবহার করি নাই। তাই বলতে পারলাম না। আপনি আগে সফটওয়্যারটি Uninstall করুন এবং পরে আবার Install করুন দেখুন কাজ হয় কী না।
    যদি কাজ না হয় তাহলে Your Uninstaller সফটওয়্যারটি ব্যবহার করে আবার Uninstall করুন। এই সফটওয়্যার টি পাবেন http://www.somrajjo.tk এর সফটওয়্যার পেইজে।
    যদি তারপরো কাজ না হয় তাহলে উইন্ডোজটি রিইন্সটল করুন। আশা করি কাজ হবে