সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। সবার কম্পিউটারের আউটলুক প্রায় একি রকম। এক জিনিস কয়দিন ভাল লাগে বলুন। আমার কিন্তু এক জিনিস দেখতে ভাল লাগে না। তাই একটু পরিবর্তন আনার জন্য এই টিউন করা। হয়ত এটা অনেকের জানা কিন্তু তারপরো অনেকের উপকার আসবে এটা নিশ্চিত।
আপনার ফোল্ডারের ব্যাকগ্রাউন্ড এর রং কী? নিশ্চই সাদা। এখন তেকেই ভাবতে শুরু করুন কী রঙ্গে সাজাবেন আপনার আপনার কম্পিউটারের ব্যাকগ্রাউন্ড। কেননা একটু পরেই আপনার কম্পিউটারের ফোল্ডারের ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে আপনার পছন্দের রঙ্গে। তবে চিন্তার কোন কারণ নাই। এত ভাবারও কারণ নাই। কেননা পরিবর্তনও করতে পারবেন যখন খুশি তখন নিজের ইচ্ছে মত। তাহলে আর কথা না বাড়িয়ে কিভাবে কাজটা করবেন তা বলে দেই।
প্রথমে Desktop এ রাইট ক্লিক করুন এবং Properties নির্বাচন করুন এবং Appearance ট্যাব এ যান। তারপর Advanced বাটনে ক্লিক করুন। Item কম্ববক্সে ক্লিক করুন, window নির্বাচন করুন। এবার আপনার পছন্দের কালার বসিয়ে দিন color1 ও color2 এর দুইটি বক্সে। এখন কাজ শেষ হয়ে গেল তাই ok বাটনে ক্লিক করে ফিরে আসুন। এবার কোন ফোল্ডার অপেন করেন দেখুন এর ব্যাকগ্রাউন্ড এর কালার পরিবর্তন হয়ে গেছে। যদি বুঝতে কোন সমস্যা হয়, আমাকে জিজ্ঞেস করতে পারেন আশা করি সমস্যা সমাধান করতে পারব। এই টিউনের প্রথম প্রকাশ দেখতে চাইলে এই লিংকে ক্লিক করতে পারেন। টিউনটি পড়ার জন্য ধন্যবাদ, অনুগ্রহপূর্বক আপনার মূল্যবান মন্তব্য প্রদান করুন।
উৎস ও বিস্তারিতঃ- http://www.tfortechnic.blogspot.com
আমি ফাগুন রেইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 401 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তির সাথে আপডেটেড থাকতে চাই। কখনও সফল আর কখনো...। বেসিকালী ওয়েব ডেভলাপমেন্ট এবং উইন্ডোজ ফোন এপস নিয়ে কাজ করা হয়।
নতুন কিছু নাই।।।