Windows explorer এর যে কোন একটি window ওপেন করুন এবং উপরের বামপাশের Organize tab এ ক্লিক করুন। এবার drop-down মেনু হতে Folder and Search Options টি সিলেক্ট করুন । View tab ক্লিক করে “Show Hidden Files and Folders” এই অপশনটি select করে OK করুন(একাজটি আপনি কন্ট্রোল পেনেলে ফোল্ডার অপশনে গিয়েও করতে পারেন)। আবার Windows explorer এর যে কোন একটি window ওপেন করুন এবং address bar এ নীচের বোল্ড করা লেখাটুকু কপি করে পেস্ট করুন এবং এন্টার করুন।
\Windows\globalization\MCT\
এখন যে উইন্ডোটি ওপেন হবে এতে ৫টি different folder আছে প্রতিটি ফোল্ডারে একটি করে থিম বিদ্যমান আছে। থিম গুলো ইনস্টল করার জন্য থিম ফোল্ডারে ঢুকে থিম আইকনে ডাবল ক্লিক করুন এবং উপভোগ করুন।
আমি fnchowdhury। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পাইলাম না ভাই 🙁 ,অন্য কোন Way থাকলে বলেন।আমার Windows>Globalization এ কোন MCT নামের ফোল্ডার নাই। 🙁