আসসালামুয়ালাইকুম। অনেক দিন পরে টেকটিউনসে টিউন করছি। আমাদের অনেকেরই ফটোশপ ও ইলাস্ট্রেটরে বাংলা লিখতে সমস্যায় পড়তে হয়। কেননা ফটোশপ ও ইলাস্ট্রেটরে সচরাচর নিয়মে বাংলা লিখা যায় না। আজ আমি আপনাদের দেখাব কিভাবে অভ্র কীবোর্ড ব্যবহার করে ফটোশপ ও ইলাস্ট্রেটরে খুব সহজে বাংলা লেখা যায়। যা যা লাগবে তা হল শুধুমাত্র অভ্র কীবোর্ড সফটওয়্যার আর বাংলা ANSI ফন্ট। যাদের কম্পিউটারে ইন্সটল করা আছে তাদের তো হলই, যাদের নেই তারা এই লিঙ্ক থেকে ডাইরেক্ট ডাউনলোড করে নিন (১১.৮ এমবি) অথবা এইখান থেকে ডাউনলোড করুন এবং ইন্সটল করুন এবং দরকার হলে পিসি রিস্টার্ট করুন।
চলুন তাহলে শুরু করা যাক। স্টেপ গুল ফলো করুনঃ-
নিচের ছবি গুলা দেখুন এবং এই অনুসারে কাজ করুনঃ
আশা করি সবার খুব ভাল লেগেছে। কোন সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারেন অথবা ভাল লাগলেও কমেন্ট করে জানিয়ে আমাকে উৎসাহ দিবেন কেননা আমি টিটি এর সবচেয়ে কম বয়সী টিউনার!!!।
আমার পারসনাল ব্লগঃ All With Coding
Programming, Web Development, Blogging Widgets, Software Development Tutorial, Android App Development Tutorial, Tips and tricks ইত্যাদির উপরে টিউটোরিয়াল পাবেন। সময় পেলে প্লিস ঘুরে আসবেন।
আল্লাহ হাফেজ।
আমি মেহবুবুল হাসান আল কাভী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দারুণ লেখা। অনেক ধন্যবাদ।