ম্যাক্সিস ট্যাবে সিটিসেল মডেম চালানোর উপায়।

টেকটিউনস এ এটা আমার প্রথম টিউন। কম দাম এবং সাথে মোবাইল ফ্রী থাকায় আমারা অনেকেই ম্যাক্সিস  ট্যাব কিনেছি। কিন্তু এই ট্যাবের সবচেয়ে দুর্বল দিক হল এতে সিম ব্যবহার করা যায় না। ফলে ইন্টারনেট ব্যবহার করার জন্য ভরসা করতে হয় ওয়াইফাই অথবা মডেমের উপর। আবার সেখানেও বিপত্তি, ঢাকার কিছু স্থান এবং বাহিরে খুব কম স্থানে ওয়াইফাই সুবিধা আছে। তাই সবাইকে নির্ভর করতে হয় মডেমের উপর। ম্যাক্সিস ট্যাবের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড হওয়ায় এতে exe ফাইল চলে না। ফলে ট্যাবে মডেম ইন্সটল করা সম্ভব নয়।

আজ আমি আপনাদের দেখাব কীভাবে ম্যাক্সিস  ট্যাবে সিটিসেল জুম আলট্রা মডেম চালাবেন।

ধাপ ০১-

প্রথমে otg cable এর সাথে সিটিসেল জুম আলট্রা মডেম সংযোগ করুন। Connect MODEM with OTG cable.

 

ধাপ-২

Setting menu থেকে more অপশন এ যান। Select Setting menu then Select More option.

ধাপ-৩

Mobile networks থেকে Select accesses point names এ যান। Select Mobile networks then Select accesses point names.

ধাপ-৪

তারপর New APN এ যান। Select New APN.

 

ধাপ-৫

এই ডাটাগুলো  দিন।

Name : Citycell
APN : waps
Username : waps
Password : waps
MCC : 470
MNC : 06

ডাটা গুলো দেবার পর পেজটি সেভ করুন। এবং আপনার ট্যাবটি রিস্টার্ট দিন। After fulfill requirements please save this page then restart your Tab.


ধাপ- ৬

পরবর্তীতে ট্যাবটি ওপেন করে mobile networks option এ যান। After open your tab please go to mobile networks option.

ধাপ-৭

network operator এ যান, তারপর search networks এ যান।

 

কিছুক্ষণ পর আপনার ট্যাবের ব্যাটারি আইকনের পাশে নেটওয়ার্ক বার দেখতে পাবেন । select network operator then search networks.
After that automatically comes network symbol beside of battery symbol.
After completing all steps you can use Internet in this Tablet.

এখন  আরামসে ম্যাক্সিস ট্যাবে সিটিসেল মডেম দিয়ে ইন্টারনেট চালান।

টিউনটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।

অনলাইনে নেটবিল এবং সাথে কিছু পকেট খরচের টাকা আয় করতে চাইলে ঘুরে আসতে পারেন এখান থেকে

 

 

Level 0

আমি duniya amar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ

citycell ছাড়া অন্য অপেরাটরে চালানো যাবে কি

Level 0

ভাই অনেক চেষ্টা করেও বাংলালিংক মডেম দিয়ে কানেক্ট করতে পারছি না। ভাই plz plz আপনার মোবাইল নাম্বার টা আমার ই-মেইলে সেন্ড করবেন। plz ([email protected])

পোস্টটি আমার কাজে লেগেছে। আমার একটা চায়না ট্যাব আছে। ওটা সিম সাপোর্ট করে। এতদিন আমি সিম দিয়েই নেট ব্যবহার করতাম। কিন্তু কোন ভাবেই মডেম দিয়ে নেট কানেক্ট করতে পারতাম না। আজকে আপনার পোস্টটা দেখে চেষ্টা করলাম। ফাটাফাটি ! মানে কানেক্ট হয়ে গেল।
অনেক ধন্যবাদ।
রোজার পরে চায়ের দাওয়াত রইল।

Level 0

জিপি মদেম দিয়ে হবে না ?

Level 0

ভাই আমি অনেক বার চেষ্টা করে পারছিনা । একটু হেলপ করবেন প্লিজ।