এ্যান্ড্রয়েডে পাসওয়ার্ড ভুলে গেলে কী করবেন- জেনে নিন !

বর্তমানে প্রায় সবাই এ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোন ব্যবহার করে থাকে । এ্যান্ড্রয়েড চালিত ফোনগুলোতে রয়েছে অনেক ধরনের সুবিধা । আর এরই অংশ হিসেবে ফোনটি নিরাপদ রাখার ক্ষেত্রে রয়েছে কয়েক ধরনের সুবিধা যেমন- পাসওয়ার্ড, প্যাটার্ন লক, পিন লক । এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় সিকিউরিটি সিস্টেমটি হচ্ছে ‘প্যাটার্ন লক’ , এটি অনেকেই ব্যবহার করে থাকে । আবার এটি ভুলেও যায় অনেকে । যেকারনে ফোনটিকে পুনরুদ্ধার করার জন্য ফ্ল্যাশ বা পুনরায় অপারেটিং সেটআপ দিতে হয় । আর এটি করার জন্য অর্থও খরচ করতে হয় । কিন্তু, এবার কারও কাছে না গিয়ে আপনি নিজেই এই কাজটি করতে পারেন । আর এজন্য :-

১. প্রথমে ভলিউমের (আওয়াজ কমান-বাড়ানোর) বাটন দুটি চেপে ধরুন

২.  ফোন অন-অফ করার  বাটনটি চেপে ধরে রাখুন, যতক্ষণ না পর্যন্ত ফোনটি চালু হয় ।

৩.এরপর দেখবেন চারটি অপশন আসবে, তার মধ্য থেকে রিসেট ফ্যাক্টরি সেটিংস্-এ চাপুন । এটি করার জন্য অপশন পছন্দের জন্য ভলিউমের বাটনগুলো এবং অন-অফ করার বাটনটি
পছন্দ করার জন্য ব্যবহার করতে হবে ।
৪. এরপর কিছুক্ষন অপেক্ষা করতে হবে, ফোনটি রিস্টার্ট হওয়া পর্যন্ত ।
ধন্যবাদ!

Level 0

আমি sumon.ahmed86। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই সব ডাটা যে হারাইতে হবে সেটা তো বললেন না?

Level 2

কাজের পোষ্ট তবে আপনার জ্ঞ্যান এ বিষয়ে খুব ই সীমিত ।

এটা শুধু ‍নির্দিষ্ট কয়েকটা মডেল এর সেট এর জন্যই প্রযোজ্য । একেক টা সেট এর জন্য এর কি প্যাটার্ন টা একেক রকম । তবে প্রসেস টা সবার ই একই । হার্ড রিসেট এন্ড ডাটা ওয়াইপ আউট ।

    @Nahid: আমার মনে হয় আমার আপনার জ্ঞানের পরিধি সীমিত কারণ, সব সেটের না বলুন ওএস (অপারেটিং সিস্টেম)-এর ক্ষেত্রে ভিন্নতা আছে । আর হ্যা, কিছু সেটে ক্ষেত্রে উপরের নিয়মের পাশাপাশি হোম বাটনটিও চাপতে হয় । আশা করি, বুঝতে পেরেছেন ।

      Level 2

      @সুমন ভাই: আমি অতটা জ্ঞানী না । আমার কাছে গত ৪ দিন আগে একটা এলজি সেট নিয়ে আসছিল একটা ছোট ভাই । ওর প্যাটার্ন প্রবলেম ।

      আমি ২ দিন মাথা গরম করে কোন সলুশান খুঁজে পাইনি । পরে একটা ফোরামে দেখলাম ।

      ব্যাক বাটন, ডাউন বাটন আর পাওয়ার বাটন চেপে ধরে করতে হবে । কিন্তু এর সিস্টেম টা এরকম । ডাউন+পাওয়ার, স্ক্রিন ফ্ল্যাশ করার সাথে সাথেই ব্যাক বাটন । আর ভাইব্রেশন এর সাথে সাথে পাওয়ার বাটন ছেড়ে দিতে হবে । আর ব্যাক বাটন চাপতে থাকতে হবে র‌্যান্ডমলি ।

      আপনার কাছে এটা কি রকম মনে হচ্ছে জানি না । কিন্তু আমার কাছে তো অন্যগুলার মত মনে হয়নি ।

Level 0

hasi pailo

Level 0

এটা শুধু দামি মোবাইলের জন্য কম দামি কোন মোবাইলে কাজ করে না ।

    @sapon: কমদামি মোবাইলে আবার এ্যান্ড্রয়েড চলে নাকি, ভাই? কমদামি মোবাইল তো নকিয়া 1100 কে বলে তাই না?

@অচেনা পথিক রনি: বিক্রয়.কম এ এড দেন। যত্তসব আজাইরা কমেন্ট!?!?!

Level 0

সনি এরিকসন R800i এর ক্ষেত্রে কি করব?

Level 0

@অচেনা পথিক রনি: কি দরকার ভাই বুঝলাম না? ২০০৫ থেকে ফেসবুক চালাই ফ্রেন্ড মাত্র ১৭৫ জন। কখনো দরকার হয়নি বেশী ফ্রেন্ড করার কিন্তু আপনার এতো দরকার হয়ে গেল??? লাভটা কি সেটা আমাদের সাথেও শেয়ার করেন আমরাও ফ্রেন্ড বাড়াই।