আসসালামু আলাইকুম। পবিত্র রমযানের শুভেচ্ছা সেই সাথে আগাম ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আসা করি ভালোই আছেন। এইবার কাজের কথায় আসি।
নেইমচিপ দিচ্ছে মাত্র $0.98 ডলারে একটি .com/.net/.org ডোমেইন। তবে কিছু শর্ত আছে। আপনাকে একটি নির্দিষ্ট লিঙ্কের মাধ্যমে যেতে হবে। একটি নতুন অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এবং ওই অ্যাকাউন্ট থেকে এই মূল্য দিয়ে একটি মাত্র ডোমেইন কিনতে পারবেন। যদি একাধিক ডোমেইন কিনতে চান, তবে বাকি গুলির মূল্য পুরাটা দিতে হবে। এবং আপনার পেপাল/পেওনিয়ার থেকেও একবারই এইমুল্লে কিনতে পারবেন। একাধিক অ্যাকাউন্ট করলেও পেপাল/পেওনিয়ার একই ইউজ করতে পারবেন না।
প্রথমে এই লিঙ্কে ক্লিক করুন।
এরকম একটি পেজ ওপেন হবে। লাল দাগ দেয়া বক্সে ক্লিক করুন।
এবার একটি নতুন অ্যাকাউন্ট ওপেন করতে হবে। সব তথ্য দিয়ে Create Account ক্লিক করুন [ বিদ্রঃ এই অফারটি শুধুমাত্র নতুন কাস্টমারদের জন্য তাই আপনার যদি আগের কোন একাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কোন কুপন কোড পাবেন না। আপনাকে অবশ্যই নতুন একটা একাউন্ট খুলতে হবে]
এবার coupon code টি কপি করে আপনার কাঙ্ক্ষিত ডোমেইন নেম লিখে সার্চ করুন
এবার Add to Cart ক্লিক করুন
নির্দিষ্ট বক্সে coupon code টি পেস্ট করেদিন। Apply চাপুন
এবার Checkout করে মূল্য পরিশধ করে দিন । নিয়ে নিন আপনার ডোমেইন।
যাদের হোশটিং নাই, তারা নেমচিপ এর ফ্রী হোশটিং অর্থাৎ ডিফল্ট সেটিংস করে রাখবেন। পরবর্তীতে হোশটিং কিনে DNS এড করে নিবেন।
এটা আমার প্রথম পোস্ট , ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ।
আমি osamajik। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আপনি কি ক্রয় করেছেন নাকি এমনিতে দিয়ে দিছেন