আপনি কি আপনার বন্ধুকে একটু আতঙ্কিত করতে চান? চাইলে এটা বেশ কাজে দেবে। কাজটা খুবই সাধারণ, কয়েকটা Step এর মাধ্যমেই এটা আপনি করতে পারবেন। Just Victim একটা Icon এ ক্লিক করলেই Error Message আসবে আর কিছুক্ষণের মধ্যেই তার পিসি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। আসুন তাহলে দেখি কিভাবে এটা করবেন।
আগে একটা কথা বলা উচিত এটা আসলে সত্যিকার অর্থে ভাইরাস না, এটা একটা Shutdown Program.
এই মজার কাজটার জন্য কেবল নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ
shutdown -s -t 10 -c "Virus Detected!! This computer is hacked by Mahadi!"
তারপর Next এ ক্লিক করুন।
এখানে 10 নির্দেশ করছে কত সময়ের মধ্যে কম্পিউটারটি Shut Down হয়ে যাবে। এখানে 10 দেওয়ার মানে হচ্ছে 10 সেকেন্ডের মধ্যে কম্পিউটার Shut Down হবে। আপনি যদি আরও বেশি বা কম দিতে চান তাহলে 10 এর জায়গায় অন্য সংখ্যা লিখুন। Icon এ ক্লিক করার সাথে সাথে কম্পিউটারে যে Message টি আসবে সেটি হচ্ছে "Virus Detected!! This computer is hacked by Mahadi!!!". আপনি ইচ্ছা হলে নিজের মত করে এটি পরিবর্তন করতে পারেন।
বাহ! Fake একটা Internet Explorer তৈরি করে ফেললেন সহজে! যেই লোক এই ফাদে পা দিবে কয়েক সেকেন্ডের মধ্যেই তার কম্পিউটার বন্ধ হয়ে যাবে। জিনিসটা আপনার বন্ধুকে পাঠিয়ে দিন কোন ফাইলের সাথে, আর বলেন একটু Icon টাতে ক্লিক করতে। এভাবে বোকা বানিয়ে দিন তাকে আর আপনি মজা লুটেন !!!
সবশেষে একটা কথাঃ
এই কাজটির মাধ্যমে আপনি যে কারো সাথে আপনি মজা করতে পারেন। কিন্তু এমন সময় করবেন না, যখন কেউ কোন গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকে। কারণ সেই সময় করলে সে ব্যক্তি তার গুরুত্বপূর্ণ ডাটা হারাতে পারে, যার জন্য আপনি দায়ী থাকবেন।
আমি মেহেদি হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 276 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুন্দর টিউন !! যারা মানুষের সাথে খারাপ ব্যবহার করে তাদের সঙ্গে এরুপ মজা করা দরকার!!!