রক্ত দিন জীবন বাঁচান , এক ব্যাগ রক্ত পারে একটি জীবন বাঁচাতে ,(not a tunes,its a life)

আমি জানি না এই পোস্ট  টিটির সাথে সামঞ্জস্যপুর্ণ কিনা (মতামত)।. তার পরও আমার কাছে মনে হয়েছে এটা টেকি/নন টেকি সবার সাথে শেয়ার করা উচিৎ।

রক্ত দিন জীবন বাঁচান। আপনার এক ব্যাগ রক্ত পারে একটি জীবন বাঁচাতে। তাই আসুন নিজে যুক্ত হোন অন্যকে যুক্ত হতে উৎসাহিত করুন। আপনার নাম মোবাইল  নম্বর  ও আপনার অবস্থান বিডি ব্লাড এর ডাটাবেসে যুক্ত করুন এবং গড়ে তুলুল দেশের বৃহত্তম রক্ত দাতাদের ডাটাবেস।

পোস্টটি শেয়ার করুন , ভালো কাজে স্প্যাম করলে দোষ নেই।

http://bdblood.com/index.php

রক্তদানের উপকারিতা

১. রক্তদান স্বাস্থ্যের জন্য উপকারী। কারণ রক্তদান করার সঙ্গে সঙ্গে আপনার শরীরের মধ্যে অবস্থিত ‘বোন ম্যারো’ নতুন কণিকা তৈরির জন্য উদ্দীপ্ত হয়। রক্তদানের ২ সপ্তাহের মধ্যে নতুন রক্তকণিকা জন্ম হয়ে এই ঘাটতি পূরণ করে। আর বছরে ৩ বার রক্তদানকারীর শরীরে লোহিত কণিকাগুলোর প্রাণবন্ততা বাড়িয়ে দেয়।

২. রক্তদানের মাধ্যমে নিজেকে সুস্থ রাখার স্পৃহা জন্মে।

৩. নিয়মিত স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে বিনা খরচে জানা যায় নিজের শরীরে বড় কোনো রোগ আছে কিনা। যেমন : হেপাটাইটিস-বি, হেপাটাইটিস-সি, সিফিলিস, এইচআইভি (এইডস) ইত্যাদি।

৪. সম্প্রতি ইংল্যান্ডের এক গবেষণায় দেখা গেছে, নিয়মিত স্বেচ্ছায় রক্তদানকারী জটিল বা দুরারোগ্য রোগ-ব্যাধি থেকে প্রায়ই মুক্ত থাকেন।

৫. নিয়মিত রক্তদানকারীর হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক কম ।

৬. মুমূর্ষু মানুষকে রক্তদান করে আপনি পাচ্ছেন মানসিক তৃপ্তি। কারণ, এত বড় দান যা আর কোনোভাবেই সম্ভব নয়।

৭. রক্তদান ধর্মীয় দিক থেকে অত্যন্ত পুণ্যের বা সওয়াবের কাজ। পবিত্র কোরআনের সূরা মায়েদার ৩২ নং আয়াতে আছে, ‘একজন মানুষের জীবন বাঁচানো সমগ্র মানব জাতির জীবন বাঁচানোর মতো মহান কাজ।’

রক্তদানের যোগ্যতা

১. ১৮-৬০ বছর বয়সী সব সুস্থ মানুষ রক্তদান করতে পারেন।

২. ৪৫ কেজির বেশি ওজনের সব মানুষই রক্তদান করতে পারেন।
৩. যিনি গত ৪ মাসের মধ্যে রক্তদান করেননি তিনি রক্তদান করতে পারেন।

প্রিয় টেকটিউনস এডমিন স্প্যাম মনে হলে আমি আন্তরিক ভাবে দুঃখিত , তবে এইটা জানি ভালো কাজে স্প্যাম করলে দোষ নেই।
আমি জানি Top Bangla Technology Social Network, Blogging Platform & Online Community টেকটিউনস সবার উপরে ...।
তাই এই খানে শেয়ার করলাম ......

Level 0

আমি cmsajib। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

01710171121


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

সুন্দর পোষ্ট ।

Level 0

upokari [ppost