আজ অনেক দিন পর টেকটিউনস এ পোস্ট দিচ্ছি, আসলে ব্যক্তিগত কারণে খুব ব্যস্ত থাকার জন্য আজকাল আর কম্পিউটার খোলার সময় ই পাই না । যাক আজে বাজে কথা বলে আপনার বা আমার কারোর ই গুরুত্বপূর্ণ সময় নষ্ট করব না ; একেবারে মুল কথায় চলে আসি ।
হেডিং দেখেই নিশ্চয় বুঝে গেছেন আজকে আমি কি নিয়ে পোস্ট করছি ; হম ঠিক ই বুঝেছেন আজকে কিভাবে পেনড্রাইভ এর মাধ্যমে অপারেটিং সিস্টেম ইন্সটল করা যায় সেই নিয়েই টিউন করছি ।
পেনড্রাইভ এর মাধ্যমে অপারেটিং সিস্টেম (উইন্ডোজ ৭ অথবা উইন্ডোজ ৮) ইন্সটল করার জন্য আমাদের কয়েকটি জিনিস এর প্রয়োজন
১) IMG BURN নামক সফটওয়্যারটি
২) RUFUS নামক সফটওয়্যারটি
আর সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হল ৩) উইন্ডোজ ৭ অথবা ৮ এর সেটআপ ফাইল ।
তো চলুন এবার মুল কাজ করি । উপরের সফটওয়্যার গুলো ডাউনলোড করে নিন প্রথমেই (ডাউনলোড করতে সফটওয়্যার গুলোর নাম এর উপর ক্লিক করুন) ।
IMG BURN SOFTWARE টা ডাউনলোড করা হলে ইন্সটল করে নিন এরপর সফটওয়্যারটা রান করুন ।
এরপর Create image file from file/folders অপশন সিলেক্ট করুন ।
এরপর নতুন উইন্ডো তে ফোল্ডার এর ছবি দেওয়া অপশনটা সিলেক্ট করুন ।
এরপর আবার নতুন একটা উইন্ডো খুললে যে ফোল্ডার এ আপনি আপনার উইন্ডোজ ৭ অথবা ৮ এর সেটআপ টা রেখেছেন সেটা সিলেক্ট করুন ।
এরপর তার নিচে থাকা Destination এর পাশে থাকা ফোল্ডার এর ছবিতে ক্লিক করুন আর আপনি যেখানে আপনার উইন্ডোজ এর .iso image টা রাখতে চান সেটা সিলেক্ট করুন ।
সবশেষে আপনি তার নিচে থাকা ছবিতে (build অপশন এ) ক্লিক করুন ।
এরপর যতক্ষণ না .iso ফাইলটা তৈরি হচ্ছে ততক্ষণ ওয়েট করুন । .iso ফাইল তৈরি হয়ে গেলেই আপনি প্রাথমিক কাজ সম্পন্ন করে ফেলেছেন ।
এরপর আসি দ্বিতীয় ধাপ এ ।
আপনার পেনড্রাইভটাকে কম্পিউটার এ প্রবেশ করান আর সর্বপ্রথম এই একবার ফরম্যাট করে নিন ।
এবার RUFUS সফটওয়্যারটা রান করান ।
এরপর Create a bootable disk using এর পাশে থাকা ছবিতে ক্লিক করে সেই iso file টা সিলেক্ট করুন যেটা আপনি একটু আগেই create করলেন ।
সবশেষে Start এ ক্লিক করুন আর ওয়েট করুন যতক্ষণ না bootable pendrive তৈরি হচ্ছে ।
ওয়াও ! দেখুন তো আপনি কত সহজেই বুটেবল পেনড্রাইভ তৈরি করে ফেললেন তাই না ?
তাহলে কি দরকার ব্ল্যাংক ডিভিডি কিনে নিয়ে উইন্ডোজ ইন্সটল দেবার ?
বিশেষ দ্রষ্টব্যঃ আপনার কাছে যদি আগে থেকেই .iso ফাইল তৈরি করা থাকে তাহলে প্রথম ধাপটা বাদ দিয়ে দিন ।
আজ এ পর্যন্তই দেখা হবে আগামীতে ; ভাল থাকবেন সবাই । ধন্যবাদ ।
ফেসবুক এ আমি : http://www.facebook.com/ochenaakasherniltara
আমি Raja Banerjee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 264 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ওয়াও অসাধারণ হয়েছে। আসলেই টিউন করলে এরকমই করা চাই, জাতে করে প্রিয়তে রাখতে সবাই বাধ্য হয়, আমি এটা প্রিয়তে রাখলাম, ধন্যবাদ, রামজানুল মুবারাক আপনার জন্য শুভহক।