চলুন বুটেবল পেনড্রাইভ তৈরি করি আমরা নিজেরাই খুউব সহজে (চিত্রসহ বিস্তারিত)

আজ অনেক দিন পর টেকটিউনস এ পোস্ট দিচ্ছি, আসলে ব্যক্তিগত কারণে খুব ব্যস্ত থাকার জন্য আজকাল আর কম্পিউটার খোলার সময় ই পাই না । যাক আজে বাজে কথা বলে আপনার বা আমার কারোর ই গুরুত্বপূর্ণ সময় নষ্ট করব না ; একেবারে মুল কথায় চলে আসি ।

হেডিং দেখেই নিশ্চয় বুঝে গেছেন আজকে আমি কি নিয়ে পোস্ট করছি ; হম ঠিক ই বুঝেছেন আজকে কিভাবে পেনড্রাইভ এর মাধ্যমে অপারেটিং সিস্টেম ইন্সটল করা যায় সেই নিয়েই টিউন করছি ।

পেনড্রাইভ এর মাধ্যমে অপারেটিং সিস্টেম (উইন্ডোজ ৭ অথবা উইন্ডোজ ৮) ইন্সটল করার জন্য আমাদের কয়েকটি জিনিস এর প্রয়োজন

১) IMG BURN নামক সফটওয়্যারটি

২) RUFUS নামক সফটওয়্যারটি

আর সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হল ৩) উইন্ডোজ ৭ অথবা ৮ এর সেটআপ ফাইল ।

তো চলুন এবার মুল কাজ করি । উপরের সফটওয়্যার গুলো ডাউনলোড করে নিন প্রথমেই (ডাউনলোড করতে সফটওয়্যার গুলোর নাম এর উপর ক্লিক করুন) ।

IMG BURN SOFTWARE টা ডাউনলোড করা হলে ইন্সটল করে নিন এরপর সফটওয়্যারটা রান করুন ।

এরপর Create image file from file/folders অপশন সিলেক্ট করুন ।

এরপর নতুন উইন্ডো তে ফোল্ডার এর ছবি দেওয়া অপশনটা সিলেক্ট করুন ।

এরপর আবার নতুন একটা উইন্ডো খুললে যে ফোল্ডার এ আপনি আপনার উইন্ডোজ ৭ অথবা ৮ এর সেটআপ টা রেখেছেন সেটা সিলেক্ট করুন ।

এরপর তার নিচে থাকা Destination এর পাশে থাকা ফোল্ডার এর ছবিতে ক্লিক করুন আর আপনি যেখানে আপনার উইন্ডোজ এর .iso image টা রাখতে চান সেটা সিলেক্ট করুন ।

সবশেষে আপনি তার নিচে থাকা ছবিতে (build অপশন এ) ক্লিক করুন ।

এরপর যতক্ষণ না .iso ফাইলটা তৈরি হচ্ছে ততক্ষণ ওয়েট করুন । .iso ফাইল তৈরি হয়ে গেলেই আপনি প্রাথমিক কাজ সম্পন্ন করে ফেলেছেন ।

  

এরপর আসি দ্বিতীয় ধাপ এ ।

আপনার পেনড্রাইভটাকে কম্পিউটার এ প্রবেশ করান আর সর্বপ্রথম এই একবার ফরম্যাট করে নিন ।

এবার RUFUS সফটওয়্যারটা রান করান ।

এরপর Create a bootable disk using এর পাশে থাকা ছবিতে ক্লিক করে সেই iso file টা সিলেক্ট করুন যেটা আপনি একটু আগেই create করলেন ।

সবশেষে Start এ ক্লিক করুন আর ওয়েট করুন যতক্ষণ না bootable pendrive তৈরি হচ্ছে ।

 

 

 

ওয়াও ! দেখুন তো আপনি কত সহজেই বুটেবল পেনড্রাইভ তৈরি করে ফেললেন তাই না ?

তাহলে কি দরকার ব্ল্যাংক ডিভিডি কিনে নিয়ে উইন্ডোজ ইন্সটল দেবার ?

বিশেষ দ্রষ্টব্যঃ আপনার কাছে যদি আগে থেকেই .iso ফাইল তৈরি করা থাকে তাহলে প্রথম ধাপটা বাদ দিয়ে দিন ।

আজ এ পর্যন্তই দেখা হবে আগামীতে ; ভাল থাকবেন সবাই । ধন্যবাদ ।

ফেসবুক এ আমি : http://www.facebook.com/ochenaakasherniltara

Level 0

আমি Raja Banerjee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 264 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ওয়াও অসাধারণ হয়েছে। আসলেই টিউন করলে এরকমই করা চাই, জাতে করে প্রিয়তে রাখতে সবাই বাধ্য হয়, আমি এটা প্রিয়তে রাখলাম, ধন্যবাদ, রামজানুল মুবারাক আপনার জন্য শুভহক।

Level 0

টিউনার ভাই Pendrive দিয়ে Operating Sytem Install করতে অনেক সময় লাগে। Disc দিয়ে করা ভাল না?
এছাড়াও এই কাজটি “Ultra ISO” Software দিয়ে অনেক সহজে করা যায় না?

    @SENAT1831: আমার কাছে যেভাবে তৈরি করা সহজ মনে হয়েছে আমি সেভাবেই দেখিয়েছি । আর পেনড্রাইভ থেকে ডিস্ক দিয়ে বেশি দ্রুত সেটাপ দেওয়া যায় এটা আমি মানতে পারলাম না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বললে আমি যখন ডিস্ক দিয়ে উইন্ডোজ ৮ এর সেটআপ দিয়েছিলাম তখন সময় লেগেছিল ৩০ মিনিট এর মত কিন্তু যখন পেনড্রাইভ দিয়ে দিলাম তখন সময় লাগল ১৫ মিনিট এর মত । মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে ।

      Level 0

      @মানুষ: @মানুষ: টিউনার ভাই কিছু মনে করবেন না। সবার Pendrive এর Speed তো সমান নয়। আমার Pendrive এর Speed একটু কম হতে পারে, আপনার পুরা উল্টো ঘটেছে আমার সাথে 30 min লাগছে Pendrive দিয়ে আর খুব বেশী হলে 15 min লাগছে DVD দিয়ে (Windows 8)। হোক না কয়েক মিনিট কম বেশী, তাতে ত কিছু এসে যায়না Operating System বলে কথা।
      আপনার এই টিউনটি Laptop বা Notebook ব্যবহারকারীদের যাদের DVD Drive অকার্যকর বা যারা External DVD Drive ব্যবহার করে Operating System Install করার জন্য তাদের জন্য অনেক উপকারী। আমি এটা জানি যে ভাল Pendrive (Speed ভাল) সেটা দিয়ে Operating system Install করার জন্য উত্তম। ধন্যবাদ আপনাকে….

সহজ ভাবে xp pendrive boot kora ji ki

Level 0

@খান বাপ্পী: এটা দেখে নিতে পারেন ।
http://21virtuallibrarybd.tk/2013/07/post-num/330

Level 0

ধন্যবাদ আপনার পোস্টটির জন্য। খুব ভাল একটি পোস্ট কিন্তু আমার মনে হয় এর চেয়েও সহজ একটি পদ্ধতি আছে।

vai etto jhamelar drkar ki.. run e gia cmd diai to kora jay .. eisob iso filer kno drkar nai.. direct file copy kore pendrive e paste kore dilei hoy. goto 1year dhore ei system ei windows setup dicchi.. 14 minits er mto lage total.. jhamela cara…

Level 0

চমৎকার পোষ্ট ! 🙂

“এরপর আবার নতুন একটা উইন্ডো খুললে যে ফোল্ডার এ আপনি আপনার উইন্ডোজ ৭ অথবা ৮ এর সেটআপ টা রেখেছেন সেটা সিলেক্ট করুন ।”

1 . ভাই এখানে সেটআপ ফাইল গুলো আমার পিসিতে কি আগে থেকেই থাকবে না ডিভিডি থেকে কপি করে কোথাও রাখতে হবে।

2. আমি যদি সেটাপ ফাইল গুলো কপি করে পিসির কোথাও না রেখে সরাসরি ডিভিডি দিয়েই আইএসও বানাতে চাইলে কি হবে না (আমার ডিভিডি রম এ 7/8 এর ডিভিডি কপি হয় না অন্য সব কিছু কপি হয় তাই বললাম।)

    @Reaz Ul Islam: অবশই হবে তবে সেক্ষেত্রে আপনাকে Create image file from disc অপশনটা সিলেক্ট করতে হবে (প্রথম ছবিতে দেখুন) ।

Level 0

সুন্দর পোস্ট ভালো লেগেছে।

Level 0

দরকারি Post. Thanks

পরিশ্রমের জন্য ধন্যবাদ।

vai windows XP er jonno kichu thakle bole.plez

এই পেনড্রাইভে কি অন্য কোন ডাটা রাখা যাবেনা? নাকি শুধু বুটেবল ড্রাইভ হিসেবেই ব্যবহার করতে হবে?