টিউন টি করা হয়েছে জিপির নতুন ফাদ থেকে আপনাদেরকে সাবধান করার জন্য ।
আমার মনে হয় জিপি মানুষরে ঠকানোর জন্য এবং নিজেদের লাভ করানোর জন্য তাদের সব মানুষ
দের লাগাইয়া দিসে ।
তাদের নতুন ফাদ থেকে আপনাদেরকে সাবধান করার জন্য আমি আমার প্রথম টিউনটি করলাম ।
টিউনটি না করে আর থাকা গেলো না ।
আগেই বলে রাখি এটা পড়ে কেও স্ট্রোক করলে আমি দায়ী না। এটা পড়ার পর যেকোন মানুষ্ই
জিপিকে গালাগাল করার জন্য ব্যাকুল হয়ে যেতে পারেন।
হারামীরফোনের নতুন Pay as you Go (P0) এ একজন গ্রাহক 0.01tk/KB
হিসেবে 30 দিনে ভ্যাট সহ 345 টাকা 30 দিনে চার্জ করা হবে।
অর্থাত হিসেব অনুযায়ী এই টাকায় আপনি শুধু 29.99MB ব্যবহার করতে পারবেন।
অথচ বিভিন্ন মিডিয়াতে হারামীরফোনের দাবি করছে "" বর্তমানে প্রচলিত পেগো প্যাকের (পি১)
ট্যারিফ মূল্যের চেয়ে ৫০ ভাগ কম মূল্যে পাওয়া যাবে।"
অন্যদিকে P1 ও আপনি 0.02tk/KB হিসেবে দিনে ভ্যাটসহ 230 টাকা 30
দিনে চার্জ করা হবে।
সে হিসেবে এই টাকায় আপনি শুধু 10MB ব্যবহার করতে পারবেন।
দেখেন হারামীরফোন আগে মুখ দিয়া মানুষের
রক্ত চুষতো বাট এখন দেখছি রক্ত চোষার জন্য তারা জেনারেটর লাগাইয়া দিসে !!!!!
যাইহোক , হারামীরফোন আমাদের রক্ত চুষবে আর আমরা বসে থাকবো ? না , এরই মধ্যে অনেকে ফ্রি নেট ইউস করে জিপি কে বাস দিতাছে ।
টিটি তে ফ্রি নেট নিয়ে অনেক টিউন হইছে তাই আর এ নিয়ে বললাম না ।
যরা এখনও বাস দিতে পারেন নাই তারা বইলেন , ফ্রি নেট নিয়ে একটা টিউন করে দিমু ।
এতো সুন্দর একটা টিউন করলাম, আশা করি সবাই জিপির নতুন কি নাম দেওয়া যায় এবং
টিউনটি কেমন হইছে তা কমেন্টে জানাবেন ।
আমি Technology Pagol। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 264 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
gaura phone(GP)