জিপির নতুন ফাদ ( সবাই টিউন টি পড়ে সাবধান হইয়া লন ।টিউন টি না পড়ে ফাদে পড়লে আমার দোষ নাই )

টিউন টি করা  হয়েছে জিপির নতুন ফাদ থেকে আপনাদেরকে সাবধান করার জন্য ।

আমার মনে হয় জিপি মানুষরে ঠকানোর জন্য এবং নিজেদের লাভ করানোর জন্য তাদের সব মানুষ

দের লাগাইয়া দিসে ।

তাদের  নতুন ফাদ থেকে আপনাদেরকে সাবধান করার জন্য আমি আমার প্রথম টিউনটি করলাম ।

টিউনটি না করে আর থাকা গেলো না ।

আগেই বলে রাখি এটা পড়ে কেও স্ট্রোক করলে আমি দায়ী না। এটা পড়ার পর যেকোন মানুষ্‌ই

জিপিকে গালাগাল করার জন্য ব্যাকুল হয়ে যেতে পারেন।

হারামীরফোনের নতুন Pay as you Go (P0) এ একজন গ্রাহক 0.01tk/KB

হিসেবে 30 দিনে ভ্যাট সহ 345 টাকা 30 দিনে চার্জ করা হবে।

অর্থাত হিসেব অনুযায়ী এই টাকায় আপনি শুধু 29.99MB ব্যবহার করতে পারবেন।

অথচ বিভিন্ন মিডিয়াতে হারামীরফোনের দাবি করছে "" বর্তমানে প্রচলিত পেগো প্যাকের (পি১)

ট্যারিফ মূল্যের চেয়ে ৫০ ভাগ কম মূল্যে পাওয়া যাবে।"

অন্যদিকে P1 ও আপনি 0.02tk/KB হিসেবে দিনে ভ্যাটসহ 230 টাকা 30
দিনে চার্জ করা হবে।
সে হিসেবে এই টাকায় আপনি শুধু 10MB ব্যবহার করতে পারবেন।
দেখেন হারামীরফোন আগে মুখ দিয়া মানুষের

রক্ত চুষতো বাট এখন দেখছি রক্ত চোষার জন্য তারা জেনারেটর লাগাইয়া দিসে !!!!!

যাইহোক , হারামীরফোন আমাদের রক্ত চুষবে আর আমরা বসে থাকবো  ? না , এরই মধ্যে অনেকে ফ্রি নেট ইউস করে জিপি কে বাস দিতাছে ।

টিটি তে ফ্রি নেট নিয়ে অনেক টিউন হইছে তাই আর এ নিয়ে বললাম না ।

যরা  এখনও বাস দিতে পারেন নাই তারা বইলেন , ফ্রি নেট নিয়ে একটা টিউন করে দিমু ।

এতো সুন্দর একটা টিউন করলাম, আশা করি সবাই জিপির নতুন কি নাম দেওয়া যায় এবং

টিউনটি কেমন হইছে  তা কমেন্টে জানাবেন ।

Level 0

আমি Technology Pagol। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 264 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

gaura phone(GP)

“bejomar phone” ভাই যদি ফ্রী নেট এর টিউন করেন তাহলে যেন নতুন রা ব্যাবহার করতে পারে সে ভাবে করবেন। ভাল থাকবেন।

ধন্যবাদ

আগে জিপি সিম দিয়া দিনে ফাও ফাও ৬০০মেগা নামাইতাম! এখন ১ গিগা নামামু! হালারপুতেগর গুষ্টিরে খাইয়ালবাম!

Level 0

বাঁশ তো দিচ্ছি আনলিমিটিড……….. প্রতিদিন আপ-টু ১ জিবি করে দেওয়া হচ্ছে…. :p

    Level 0

    আমার সব বাশ ভাইঙ্গা গেছে। আমারে একটা শক্ত বাশ পাঠাইয়া দেন [email protected] এই ঠিকানায় যাতে আমিও আবার বাশ দিতে পারি।

Level 0

মা-বাবা এবং ১৪ গুষ্টির দোয়ায় প্রতিদিন ৮০০-৯০০MB করে বাশ দিচ্ছি

এদেরকে বাঁশ দিলেও ঠিক হবে না। তাই অন্য কিছু দেওয়ার চিন্তা করেন।

    @Shopon Khan: ঠিক বলসেন ভাই , বাঁশ দেওয়ার সময় বারবার বাঁশ ভেঙে যায় , মনে হয় এবার সময় এসেছে ইস্পাত আনার ।

বাঁশ দেওয়ার সময় যদি বারবার বাঁশ ভেঙে যায় তাহলে আমাকে মন করিয়েন । শক্ত শক্ত বাঁশ এনে দিমু ।

    Level 0

    @Technology Pagol: ভাই শক্ত একখান বাঁশ দরকার । জলদি সাপ্লাই করেন ।

    Level 0

    ভাই আমার একটা শক্ত বাশ লাগবো। আমার বাশ খালি ভাইঙ্গা যায়। PD-Proxy, gp mms সব বাশ ভাইঙ্গা গেছে। [email protected] একটা শক্ত বাশ পাঠাইয়া দিয়েন জিপিরে বাশ দেওয়ার জন্য।

Bar bar Bas diya ki lav. Aram to pai na. Jodi akbar dita partam………

32 dat fele ditam.

বাঁশ তো দিচ্ছি আনলিমিটিড……হারামীরফোনকে

    Level 0

    কোন বাশটা দিতাছেন একটু জানাইলে ভাল হয় যদি প্রকাশ্যে জানাইতে সমস্যা হয় তাইলে [email protected] ঠিকানায় জানাইয়েন।

Level 0

vai china mobile a free net trics dan.bas dimu@

Level New

gp modem babohar kori. kivabe free babohar korbo pls janan.

Level 0

আমিও বাঁশ দিতে চাই, সবচেয়ে সহজ এবং কার্যকর পদ্ধতি কোনটা প্লিজ লিংক দেন

গ্রামীনফোনের সবচেয়ে ফালতু ইন্টারনেট প্যাকেজ হল p1.10MB এর দাম 230 টাকা প্রতি kb .02 পয়সা হিসাবে।আপনারা যারা এই প্যাকেজে ধরা খেয়েছেন তারা এই গ্রামীনফোনকে বাশ দেয়ার জন্য ফি্ ইন্টারনেট ব্যাবহারের কৌশল অবলমবন করূন এবং বাশ দিতে থাকুন।

দেশ থেকে কিভাবে জিপি কে তাড়ানো যায় তার একটা উপায় বের করা দরকার।

Level 0

দেশের মানুষরে সরকারই বাশ দিতে চায় ! ….এখানে তাদের (gp) একচেটিয়া ব্যবসা…..সরকার কি এসব দেখতে পায় না?

gp website hack kora uchit.

আমরা সবাই মিলে একটা নতুন করে আন্দোলন করতে পারি। সেটা হচ্ছে যাদের যাদের(বন্ধু-বান্ধবী, আত্মীয়-স্বজন, বাবা-মা, আঙ্কেল-আন্টি) জিপি সীম আছে সবাই মিলে একটা দিন ঠিক করে যেই দিনে সবাই একসাথে একই সময়ে জীপি সীমটা ফেলে দিতে পারি অথবা নতুন আন্দোলনের মাধ্যমে সরকারের কাছে আন্দোলন করতে পারি যেন মোবাইল পোর্টেবিলিটি চালু করে। যাতে করে নাম্বার পরিবর্তন না করে নেটওয়ার্ক পরিবর্তন করতে পারি। আর না হলে ওদের টfওয়ারের পাশে দিয়ে যাওয়ার সময় প্রত্যেকদিন একবার করে পস্রাব করে দিন।

    @জোবায়ের রাসেল: ওদের টfওয়ারের পাশে দিয়ে যাওয়ার সময় প্রত্যেকদিন একবার করে পস্রাব করে দিন। ভাই হাসি পাইলও এই কথা তা শোনে

      Level 0

      কিন্তু সমস্যা হইল ওগো বেশির ভাগ টাওয়ার উচা উচা বিল্ডিং এর উপর আমার প্রসাব তো এত উচুতে উঠবো না কি করা যায়???

জিপিরে আছাটা বাশ দিতেছি প্রতিদিন ৭০০-৮০০ মেগা বাইট করে আশা করি ভবিষ্যতে আরো দিব পাশে থেকো হারামিফোন …

আমিও বাঁশ দেয়া পাবলিক। তয় এত বেশি বেশি না daily ২০০-২৫০mb। ভাই দুঃখের কথা কি বলব…গতকাল থেকে pc suit থেকে connect হচ্ছেনা। দেখায় – failed to establish a network connection। আপনাদের কেউ কি এই ধরনের সমস্যায় পড়সেন? প্লিজ কারো কাছে solution থাকলে help করেন।

পিসি সুইট Uninstall করে আবার নতুন করে Install করেন …

    @Md Al-amin Khan: করসি সাথে সাথেই কিন্তু কাজ হয় না। আর কোনো way কি আসে?

ভাই বাঁশ দিতে দিতে এখন আমাদের এলাকায় আর কোনো বাঁশ অবশিষ্ট নেই…হা হা হা

Level 0

আমি ভাই বাঁশ দিতে পারছি না। কোন কিছু ডাউন লোড করতে পারছি না। ৩ মিনিট পর পর লাইন কেটে যায় তাই শুধু ব্রাউজ করি । অটো রি কানেক্ট সফট ইউজ করি তার পরও লাইন কেটে গেলে ডাউন লোড বন্ধ হয়ে যায়।

ভাই জিবনে অনেককে অনেক বাশ দিছি তবে জিপিকে বাশ দিতে যে এত মজা…………….. গত 1 তারিখ থেকে জিপি-এমএমএস দিয়ে আমার দুটি পিসি দিয়ে প্রায় 25 জিবি বাশ দিছি আপানার হিসাব মতে জদি প্রতি কেবি/.01 টাকা হয় তবে কত টাকার বাশ দিছি হিসাব করেন, 2,69,824 টাকা মাত্র আর যদি কেবি/.02 হয় তবে 5,24,288 টাকা মাত্র।

Level 0

এটা দেখে নিতে পারেন। আমি তো ধুমাইয়া নামাচ্ছি !

http://21virtuallibrarybd.tk/2013/06/post-num/178

Level 0

bai ami aktana 5din dore dece akon rojar mash ta aktu bisram niche

অ্যান্ড্রয়েড বাঁশ কিভাবে দিবো জানাবেন ভাই ।

Level 0

gp mms bada jode onno kono vaba free net use kora ji toba bolben
[email protected]

Level 0

stupid operator

Level 2

gp রে ………….. খান খান করতে পারতাম

Level 0

GP Ekta rajakar!

মনে হয় সবাই হারামির ফোনরে প্রচুর বাঁশ দিসে । যত দিন ১ জিবি ৫০ টাকা না হবে তত দিন আমরা জিপি কে বাস দিতে থাকব ।

IPHONE এ FREE নেট চালানোর একটা ব্যবস্থা করে দেন। দেখি আমিও একটু বাশ দিবার পারি নাকি।
[email protected]

Level 0

Vai ami to apnader bas deoar sobdo sune moja paitasi.
ami broadband use kori tai bas dite partasina. tobe android er sohoj kisu thakle janaben.
ami o lomba bas dibo.

Level 0

সিনিয়র ভায়েরা আপনাদের দোয়ায় লাগে আপনারা গ্রামীণফোণের কঠিন বাঁশ দেওয়ার ব্যবস্থা প্লিজ।

free net er upre achi….ar bash ditachi

    Level 0

    ভাই আমারে একটা বাশের ব্যবস্থা কইরা দেন আমিও বাশ দিমু [email protected] ‍এই ঠিকানায় পাঠাইয়া দিয়েন।

Level 0

ভাইয়া আমি tt-তে নতুন …তইয় বলি কি জিপিকে বাঁশ না দিয়া হারামীরকে এইডস ভাইরুস দিয়া দেন দেশ থেকে পালাবে আর BD-তে আস্ত না অতএব আমারে একটা ভাইরাসের ব্যবস্থা কইরা দেন আমিও বাশ দিমু [email protected] ‍এই ঠিকানায় পাঠাইয়া দিয়েন। খুব সহজ ভাষই আমি স্যামসাঙ গালাক্স্যি এস৫৩৬০ বাব্যহার করি । Pls Pls Plsssssssssssssssssssssssssssssssss!
অপেক্ষাই রইলাম ………………ভাইয়া

আচ্ছা, এতো বাঁশ আপনারা পান কোথায় বলুন তো?

Sign up free and get free facebook like,twitter followers and much more and also earn money from

http://addlikefast.com/

Level 2

আমি এখন বিদেশে আছি আমিও জিপিকে বাঁশ দেয়ার জন্য সমস্ত প্রস্তুতি নিয়েছি। অপেক্ষা শুধু দেশে আসার।