আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভাল আছেন। অনেকদিন পর লিখতে বসলাম। আজকে আমি দেখাব কিভাবে ব্লগে পাঠকদের জন্য Welcome Message(ওয়েলকাম মেসেজ) যুক্ত করতে হয়। কাজটি অত্যন্ত সহজ হলেও একটি ব্লগের জন্য এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ।
তো চলুন যুক্ত করে নিই। নিচের ধাপগুল অনুসরণ করুনঃ
১) প্রথমে আপনার ব্লগার ব্লগ ওপেন করুন তারপর > Layout এ যান নীচের চিত্রে দেখুন । >
২) এবার Add a Gadget এ ক্লিক করু। নীচের চিত্রের দেখুন >
৩ ) তারপর Html/Java Script এ ক্লিক করুন। নীচের চিত্রের দেখুন >
২) এবার যে বক্স ওপেন হবে সেখানে নিচের কোড গুল পেস্ট করবেন । তারপর Save এ ক্লিক করবেন। প্রয়োজন হলে একটি Title দিবেন।
<!-- AddThis Welcome BEGIN -->
<script type="text/javascript" src="//s7.addthis.com/js/300/addthis_widget.js#pubid=ra-51ab57c5299e2867"></script>
<script type='text/javascript'>
addthis.bar.initialize({'default':{
"backgroundColor": "#000000",
"buttonColor": "#098DF4",
"textColor": "#FFFFFF",
"buttonTextColor": "#FFFFFF"
},rules:[
{
"name": "AnyOther",
"message": "If you enjoy this page, do us a favor:",
"action": {
"type": "button",
"text": "FB Page",
"verb": "link",
"url": "http://facebook.com/"
}
}
]});
</script>
<!-- AddThis Welcome END -->
Customization:
উপরের কোড এর লাল রঙ করা অংশে আপনার কাঙ্ক্ষিত এইচটিএমএল কালার কোড , নীল রঙ করা অংশে আপনার মেসেজ , সবুজ রঙ করা অংশে আপনার বাটনের নাম, গোলাপি রঙ করা অংশে আপনার এফবি পেজ/ অন্য কিছুর লিঙ্ক বসিয়ে দিন।
ব্যাস , কাজ শেষ। ব্লগ রিফ্রেশ করে দেখুন কাজ হয়ে গেছে।
সমস্যা হলে কমেন্ট করুন, সাহাজ্য করার চেষ্টা করব।
পোস্টটি উপকারে আসলে শেয়ার / কমেন্ট করুন।
***পোস্টটি আমার ব্লগ থেকে আমার লিখা পোস্ট হতে টিটি নিয়ম অনুসারে কপি পেস্ট করা ***
আমি Unkn0wn। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 511 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তথ্য প্রযুক্তি পছন্দ করি। আইসিটি ডিভাইস এর সাথে সর্বক্ষণ থাকতে চেষ্টা করি। এইতো আর কি!
খুব ভালো হয়েছে…
আমার ব্লগের জন্য কিছু পরামর্শ দিন http://greatpen.blogspot.com/