আস সালামু আলাইকুম !
কেমন আছেন !
আসা করি সবাই ভাল। আমি আজ অনেক দিন পর এলাম। হোক না দেরিতে তারপরো তো এলাম। চলেন আজ একটা নতুন জিনিস শিখাই। আগে তো আমি আপনাদেরকে দেখালাম লেবু দিয়ে আগুণ ধরান ! ভয় পাবেন না LED লাইটের আগুণ ! তারপর এবার আসুন আপনার NOKIA মোবাইল দিয়ে আগুন ধরিয়ে দেই ! কি ভয় পেলেন ! তারপর আগুন ! বরফ দিয়ে আগুন ধরান ? অবাক হবার কিছু নাই, আগুন ধরবেই। তারপর আলু দিয়ে আগুন ধরান ! কি ভয় পেলেন ! তাপর আরেকটা মজার পোষ্ট লিফটেরও দুটি চোখ আছে ! আসেন দেখে যান ! এত গুলা আগুনের পোষ্ট আজকে না হয় আবার আগুন দিয়ে শুরু করি । আমি যখন HSC তে পড়তাম তখন আমি এই পোস্টটার প্রেক্টিকাল করে ছিলাম । আমি কখনোই মুখস্ত করে পড়ার পক্ষে ছিলাম না। আমি সব সময় প্র্যাকটিস করে দেখার ট্রাই করতাম। তো একদিন ভাবলাম seebeck effect এর প্রাকটিসটা তো ইজি । করে দেখতে পারি। তখন একটু নেটেও ঘাটাইলাম। তারপর প্রাকটিকালটা করলাম।সীবেক ক্রিয়া এর সংজ্ঞা ছিল ঃ ভিন্ন ধাতুর তৈরি দুটি তারের প্রান্ত পরস্পর সংযোগত করে বর্তনি তৈরি করে সংযোগস্তল দুটিকে ভিন্ন তাপমত্রায় রাখলে উস্নতার পার্থক্যের কারনে একটি তড়িৎ চালক শক্তির উদ্ভব হবে, এবং বর্তনিতে তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে, এই ক্রিয়াকে সীবেক ক্রিয়া বলে।{তপন সার এর বইয়ের সংজ্ঞা ,হুবহু না হলেও মোটামুটি এমন সংজ্ঞাটা। আমার এক ফ্রেন্ড কে বললাম মাসেজ করে দিতে সে দিলো। উল্লেখ্য যে আমি আমার দোকানে বসে বসে পোষ্টটা করতেছি} এই সংজ্ঞা থেকে কেউ কিচ্ছু বুচ্ছেন ? কচু টাইপের সংজ্ঞা (আমি অবজ্ঞা করতেছিনা, জাস্ট ফান করলাম)।আমি একটা সংজ্ঞা বানাইছিলামঃ ভিন্ন ধাতুর দুটি তারকে পরস্পর সংযোগ করলে এবং এদের যে কোন প্রান্তে আগুন বা বরফ দিলে কারেন্ট এর সৃষ্টি হয়, একে সীবেক ক্রিয়া বলে। {আমার শঙ্গাটা কেমন হলো ! আমারটাও লোতা টাইপের সংজ্ঞা । কচু আর লতা কেউ কেউ চিনলেও অনেকেই চিনবেনা । হা হা হা (emo খুজে পাইতছিনা ! তাই দিলাম না )} । আমাদের সারেরা প্রেক্টিকাল করাইলে ভাল হতো।
প্রথমে কি করতে হবে জানেন ?
১। কপার এর তার
২। জিঙ্ক এর তার
যে কনো দুই ধরনের তার হতে হবে ।
৩। বরফ বা আগুন ।
৪। একটা voltmeter (যদি থাকে , না থাকলে করজ করে আনবেন)
এখন আমাদের কাজ শুরু করি
প্রথমে তার দুইটা তাতাল দিয়ে সংযোগ দিবেন । অথবা পেচিয়ে দিবেন ।
অথবা কয়েল বানাইতে পারেন, কয়েল এর মতো বানাইলে রিজাল্ট ভাল পাবেন।
এখন এই তার দুইটার সাথে ভোল্টমিটারের সংযোগ দিন। এবার যে কনো এক প্রান্তে আগুন ধরিয়ে কয়েক সেকেন্ড রাখেন, অথবা বরফ লাগিয়ে রাখেন দেখবেন ভোল্টমিটারের কাটা ঘুরে যাবে ।নিছের পিক দেখেন।
{কাটার দিকে লক্ষ করেন}
{কাটার দিকে লক্ষ করেন}
{কাটার দিকে লক্ষ করেন}
ভাল থাকবেন।
আমি R!zwan B!n Sula!man। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 348 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I don't have anything extra ordinary to share with you.
welcome back bro. good post. Keep it continue