সবাই অবাক হচ্ছেন তাই না । এটা কেমন করে সম্ভব !! ক্যামেরা ছাড়া ছবি তোলা আসলে মস্ভব। চলুন দেখি কেমন করে কাজটি করা যায়।
আপনি আপনা কম্পিউটারের ডেকস্টপ এর যে আংশটি ছবি তুলতে চান তা নির্বাচন করুন। এরপর আপনার কীবোডের print screen sysrq বাটনে ক্লিক করুন। এরপর start---programs---paint এ যান এখন
paint অপশন টি open করে ctrl+v চাপুন। এখন দেখেন আপনার desktop এর অংশটি ছবি আকারে চলে এসেছে। এখন তা আপনার মন মত ড্রাইভে সেভ করুন।
তুসিন আহমেদ
আমার ব্লগ সাইট
yahoo mess- [email protected]
আমি তুসিন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 555 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি তুসিন আহমেদ । আমার ব্লগ http://tusin.wordpress.com/ফেইসবুকে আমি facebook.com/tusin.ahmed and yahoo তে [email protected]
টিউন ভাল হইছে BUT আরেকটু মান সম্পন্ন টিউন করার চেষ্টা করুন।