মোবাইল কিনে প্রতারিত আর না। জেনে নিন আপনার দামি মোবাইলটি আসল কিনা।

মোবাইল ফোন এখন আমাদের জীবনের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে আছে। আপনি আপনার দৈনন্দিন জীবন মোবাইল ছাড়া কোনভাবেই চিন্তা করতে পারবেন না। এটা সারা বিশ্বে প্রচুর পরিমাণে ব্যবহৃত হচ্ছে এবং অবশ্যই বাংলাদেশেও।বাংলাদেশের যে কোন মানুষের হাতেই এখন মোবাইল পাওয়া যায়। কিন্তু অনুতাপের বিষয় হচ্ছে অনেক নকল ও কম গুনাগুন সম্পন্ন মোবাইল চীন থেকে প্রচুর পরিমাণে বাংলাদেশে আমদানি করা হচ্ছে। এসব মোবাইল কোয়ালিটি খুবই বাজে, কিন্তু বিক্রি করছে আসল মোবাইল এর দামে। মো্বাইল ফোন বিজনেসম্যান এসোসিয়েশন এ প্রেসিডেন্ট নিজামুদ্দিন জিতু বলেছেন, প্রায় ১০ মিলিয়ন সেট প্রতি বছরে বাংলাদেশে প্রবেশ করে। এখান থেকেই বোঝা যাচ্ছে বাংলাদেশের অনেক মোবাইল ব্যবহারকারী প্রতারিত হচ্ছে। আপনার মোবাইলটাও যে নকল না তা কিন্তু আপনার বুঝতে অনেক কষ্ট হবে। এখন আমাদানি কারকরা এতো পরিমাণ দক্ষ যে তারা IMEI নাম্বারটাও নকল করতে পারে।

আপনার মোবাইল এর IMEI নাম্বার আসল কি নকল তা জানতে পারলেই বুঝবেন আপনার সেটটি নকল কিনা।

ফেসবুকে মোস্ট ওয়ান্টেড টিপস নিন 

আপনার মোবাইল থেকে *#06# চাপুন। আপনার মোবাইলের পর্দায় যে নাম্বারটা দেখাবে তা চেক করার জন্য একটি ওয়েবসাইটে সাবমিট করতে হবে। ওয়েবসাইটের লিংকটা আমার ফেসবুক পেজে পাবলিশ করা আছে।  ওখান থেকেও নিয়ে নিতে পারেন।

আপনি ওয়েবসাইটে প্রবেশ করে নিচের চিত্রের মতো দেখতে পাবেন।

আপনার IMEI নাম্বারটি ভ্যালিড হলে নিচের মতো দেখাবে

আর নকল কিংবা ইনভ্যালিড হলে নিচের মতো দেখাবে।

ভালো লাগলে লাইক ও কমেন্ট দিয়ে উৎসাহ দিয়েন। আরও ভালো কিছু দেয়ার চেষ্টা করবো।ফেসবুকেও মোস্ট ওয়ান্টেড টিপস নিন

Level 0

আমি apon16। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

apnar facebook page k jabe? aikhane dile ki hoito link ta???

apner kache keu gia ki apner pae dhorche tune korar jonno,herogiri dekhan na?ki ghontar tune korshen je apner fb page theke link nea lagbe????so parle apner nam(APON16) ta change koree den”POR420″,

    Level 0

    @amirhamza321: moja pailam…por420 nam ta kharap na…ager comment e link ta maira disi…..eibar khushi tohhhh

Level 0

ধুর শালা মর গিয়া তুই । রোজার দিন গালি দিলাম না ।

    Level 0

    @Jubayer: কোন ব্যাপার না। গালি আপনি দিতেই পারেন। কিন্তু কেন দিলেন বুঝতে পারলাম না।

রোজার দিনে আর ফাজলামি করার জায়গা পেলো না।

কি একেবারে পুস্ট দিসে তার আবার লিংক তার ফেসবুকে ঢুকে নিতে হবে যার যার লিংক লাগবে এই নিন লিংক : http://imei-number.com/imei-validation-check/ আশা করি এই রকম ফালতু ব্যাবহার আর ভবিষ্যতে করবেন না ।

    Level 0

    @Md Al-amin Khan: হাহাহা আপনি তো আমার দেয়া লিংকটাই দিয়ে দিলেন বস। আপনি দেখেন নাই আমি লিংকটা কমেন্টে মাইরা দিসি।

Level 0

tnxx. boss…tune up……..

এত এত মোবাইল কোম্পানির আইএমইআই ওই সাইট ক্যামনে জানব? বিশেষ কইরা আমাগো ওয়ালটন।

Level 0

symphone w20 ime decelam ta to vaild koilo….

ভাই ধন্যবাদ টপিকটি সামনে আনার জন্য। তবে,
প্রথমত, আপনার লিঙ্কটির লিঙ্কিং করাটা ভুল হয়েছে (techtunes.io এর পর “//” পরে গিয়েছে)।
দ্বিতীয়ত, আপনার দেয়া সাইট-টির “wot” রেটিং বিপদজনক, তাই ওই সাইটটির পরিবর্তে http://www.imei.info এই সাইটটি ব্যবহার করে দেখতে পারেন।
আবারো ধন্যবাদ।

আমার কাছে মারুফ ভাইয়ের লিংকটাই functional মনে হয়েছে।
ধন্যবাদ মারুফ ভাই।

Level 0

thanks a lot @apon 16 vai. i think you are gr8.