Slow কম্পিউটার করে নিন Fast [পর্ব-৯] :: কিছু নিয়ম মেনে চলুন

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন

Slow কম্পিউটার করে নিন Fast

আসসালামুআলাইকুম ।  আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন ।  ভালো থাকাটাই সব সময়ের প্রত্যাশা ।  অনেকদিন পর এ টিউন এ হাত দিলাম, কথা না বাড়িয়ে শুরু করছি আজকের পর্ব ।  ইতিপূর্বে কম্পিউটার ফাস্ট করার পদ্ধতি এবং ভালো রাখার টিপস নিয়ে অনেক আলোচনা করেছি । আজ আরো কিছু কিঞ্চিত আলোকপাত করার চেষ্ঠা করব । বিভিন্ন কারণে কম্পিউটার স্লো হয়ে থাকে । তার মধ্যে উল্লেখযোগ্য কারণ মাত্রাতিরিক্ত ও অপ্রয়োজনীয় সফটওয়্যার ইন্সটল,  অপ্রয়োজনীয় ফাইল তৈরী হওয়া এবং অচেনা কিছু ভাইরাসের সংক্রমণ ।  অনেকেই জানি, আবার কেউ কেউ জানিনা । জানা অজানার মাঝে আমি আরেকটি জানাতে চাই। কম্পিউটার এ বারবার সমস্যা হওয়া, ভাইরাস এর আক্রমনসহ আযাচিত সমস্যা থেকে পরিত্রাণ পেতে আপনাকে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে ।  চলুন দেখি

সে নিয়ম কানুন গুলো কি কি হতে পারে

  •     কম্পিউটারে অপ্রয়োজনীয় সফটওয়্যার ইন্সটল করে রাখবেননা
  •     অতিরিক্ত ফাইল জমতে দিবেন না
  •     অবশ্যই এন্টিভাইরাস এর লাইসেন্স কপি ব্যবহার করবেন ।
  •     প্রতিনিয়ত এন্টিভাইরাস আপডেট রাখবেন
  •     প্রতি সপ্তাহে অন্তত একবার আপনার ব্রাউজারের কুকিসগুলো মুছে ফেলবেন, নয়তো ইন্টারনেট-এ ভালো স্পীড পাবেন না।
  •     আপনার ইন্টারনেট এ নিয়মিত  স্পীড  পেতে নিচের টিপসটি ফলো করুন...

রান এ গিয়ে লিখুন gpedit.mscতারপর এন্টার দিন...

Computer
Configuration এ গিয়ে Administrative
Template এ যান ।

তারপর Networkএ গিয়ে QoS
Packet Scheduler এ ক্লিক করুন...
এখানে বাম পাশে

Limit Reservable Bandwidth এর প্রোপার্টিজ এ যান ।

 

Enable সিলেক্ট করে Bandwidth
Limit 0 করে ওকে করুন ।
এরপর কম্পিউটার রিস্টার্ট করলে নেট এ অনেক স্পিড পাবেন ।

  •   আপনার ব্রাউজারের পুরনো হিস্টোরী  মুছে ফেলুন, বেশীদিন পূর্বের হিস্টোরী না রাখাই ভালো, এতে ব্রাউজার দ্রুত কাজ করবে ।
  •  আপনার কম্পিউটার মাঝে মাঝে যদি ডিসপ্লে না আসে তবে ধরে নিবেন আপনার সিস্টেম ইউনিট-এ প্রচুর ময়লা জমেছে, র‌্যাম ঠিকমত কাজ করছে না ।  র‌্যাম খুলে আবার লাগান ।  ৩ মাস পরপর আপনার মাদারবোর্ড, পাওয়ার সাপ্লাই ইউনিট ও র‌্যাম পরিষ্কার রাখলে আপনার কম্পিউটার দীর্ঘমেয়াদী হবে ।
  •  কম্পিউটারের জরুরী ফোল্ডার গুলোকে কমপ্রেস কিংবা রার করে রাখবেন তাহলে ভাইরাস কিংবা অন্য কোন কারণে ফাইল করাপ্ট হলেও রার কিংবা জিপড ফোল্ডার আনজিপ করে প্রয়োজনীয় ফাইল পুনরুদ্ধার করতে পারবেন ।
  •  টাস্কবারের অপ্রয়োজনীয় প্রোগ্রাম অফ করে রাখুন, এসব চালূ থাকলে আপনার কম্পিউটার চালু হতে এবং বন্ধ হতে প্রচুর সময় নিবে ।
  •  কন্ট্রোল প্যানেল এর পাওয়ার অপশন-এ হাইবারনেট অপশনটি চালু করে রাখতে পারেন, এতে করে যেকোন জরুরূ মুহুর্তে সকল প্রোগ্রাম বন্ধ না করেই ৫-১০ সেকেন্ডে কম্পিউটার অফ করতে পারবেন । পরে আবার অন করলে ৫-১০ সেকেন্ডেই পূর্ববর্তী অবস্থা ফিরে পাবেন ।
  •  আপনার যদি এন্টিভাইরাস এর লাইসেন্স কপি নাও থাকে তবে ১ মাসের ট্রায়াল ব্যবহার করতে পারেন, এতে অন্তত ১ মাস নিশ্চিন্তে থাকতে পারবেন ।  এক্ষেত্রে ক্যাস্পারস্কাই এন্টি ভাইরাস ব্যবহার করতে পারেন।
  • আপনার কম্পিউটার ভালো থাকা অবস্থায় একটি সিস্টেম রেস্টোর পয়েন্ট তৈরী করে রাখুন,  এতে কম্পিউটার কোন সময় বিপর্যস্ত হলে কিংবা উইন্ডোজ সমস্যা করলে রেস্টোর পয়েন্ট এর মাধ্যমে পূর্বের ভালো অবস্থানে ফিরিয়ে আনতে  পারবেন ।

স্টার্ট মেনু থেকে নিম্নের নির্দেশনা অনুযায়ী সিস্টেম রেস্টোর-এ গিয়ে  রেস্টোর পয়েন্ট সিলেক্ট করতে পারবেন।

  •  নতুন কোন পেন ড্রাইভ লাগালে সেটি স্ক্যান না করে কাজ করবেন না ।
  •  আপনার কম্পিউটারের ড্রাইভ কিংবা ফোল্ডারে ডাবল ক্লিক করে ঢুকার চেষ্টা করবেন না, সবসময় এক্সপ্লোর করে ঢুকবেন, এতে অসাবধানতা বশতঃ ভাইরাস তৈরী ও ছড়ানোর হাত থেকে রেহায় পাবেন ।
  •  সর্বোপরি টেকটিউনস এর বিজ্ঞ ভাইদের পরামর্শ  ফলো করুন ।  আশা করি আপনি আপনার সকল সমস্যার সমাধান পাবেন এবং করণীয় কাজগুলো করতে পারবেন অনেক দ্রুত ও স্বাচ্ছন্দে ।

আর পরবর্তী টিউন-এ আরো টিপস দেয়ার চেষ্টা করব। আমাকে খুঁজে পাবেন সবখানে সবসময় ...

লিঙ্কটি থেকে ঘুরে আসতে পারেন।
সবার জন্য শুভ কামনা ।

Level 2

আমি ওবায়েদ উল্লাহ আইমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 350 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Computer Science & Engineering www.facebook.com/aimanbd


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সেট আপ দেয়া জরুরি হয়ে পড়ছে পিসি র জন্য. কিন্তু cd rom নস্ট। পেন দ্রেইভ দিয়ে কিভাবে সেট আপ দেব বলবেন কি?