আজ আমি আপনাদের জন্য একটি চমৎকার সফটওয়্যার এনেছি যার সাহায্যে মাত্র একটি ক্লিকের মাধ্যমে ঘোলা ছবি পরিস্কার করতে পারবেন এবং পরিস্কার ছবিকে আরো সুন্দর করতে পারবেন। 🙂
সিডিতে যখন এই লেখা দেখলাম তখন তো বিশ্বাসই করতে পারছিলাম না। তবে সফটওয়্যারটি ইন্সটল দেবার পর নিজের কিছু ছবি দিয়ে যখন ট্রাই করলাম তখন তো আমি “টাসকি” খেয়ে গেলাম। 😯
যা হোক এখন টিউন এ আসি। আজকের সফটওয়্যারটির নাম Ashampoo Photo Optimizer 3.
প্রথম প্রথম আমি ভেবেছিলাম যে এটা দিয়ে ভার্চুয়াল ভাবে চুলে শ্যাম্পু লাগানো যায়! 😀
তবে আসুন দেখাই কিভাবে ঘোলা ছবি পরিস্কার করবেন এবং পরিস্কার ছবিকে আরো সুন্দর ও জীবন্ত করবেন। 😮
Steps:
১। সফটওয়্যারটি ইন্সটল করে সিরিয়াল দিয়ে ফুল ভার্সন একটিভ করে নিন (কাজের জিনিস কখনোই ফ্রি তে পাওয়া যায় নাহ!) 😥 ।এর পর সফটওয়্যারটি চালু করুন।
২। এরপর ছবি ব্রাউজার থেকে একটি ঘোলা ছবি ওপেন করুন।
ছবিটি ওপেন করার পর ছবি এডিটিং অপশন গুলো সচল হবে।
a) Optimize
b) Color Correction
c) Effects
d) Correct Red Eyes
যেহেতু এই সফটওয়্যারটি শুধু মাত্র ঘোলা ছবি পরিস্কার করার জন্য তৈরি তাই এতে তেমন কিছু ইফেক্টস নাই।
৩। এখন আর কিছু করতে হবে নাহ সরাসরি Optimize বাটনে ক্লিক করুন আর পার্থক্য বুঝে নিন!
এরপর ছবিটি সেভ বাটনে ক্লিক করে সেভ করে নিতে পারেন।
আপনারা হয়তো এই পোষ্টে পার্থক্য টা বুঝেন নি । তাই আমি নিচে কয়েকটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি ।
ছবিগুলো সবোর্চ্চ রেজুলেশন এবং হাই কোয়ালিটিতে সেভ করা:
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
ডাউনলোড লিংক :
http://www.tunerpage.com/archives/102087
আশা করি আজকের এই পোষ্ট আপনাদের ভাল লেগেছে।
😛 ধন্যবাদ। 😛
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
জটিল 😀