আজকের সফটওয়্যারটির নাম Inpaint.
আজকের সফটওয়্যারটির কাজ হলো কোনো ছবির ভিতরের কোনো অবজেক্ট (গাছ,বাড়ি,গাড়ি ইত্যাদি) সম্পূর্ণ নিখুঁত ভাবে মুছে ফেলা। একাজটি ফটোশপেও করা যায় কিন্তু এ কাজটি নিখুঁত ভাবে তারাই করতে পারেন যারা ফটোশপে এক্সপার্ট। 😈
বরাবরের মতই আজো বলছি, আগে সফটওয়্যারটি দেখুন পরে ডাউনলোড করুন। এজন্য সিরিয়াল সহ ডাউনলোড লিংক পোষ্টের সর্বশেষে দেওয়া আছে।
তো আসুন শুরু করি। 😮
########################################################################
নিজের ছবি দুটোকে দেখুন।
এখানে দেখছেন উইন্ডোজের লোগো সম্বলিত একটি ওয়ালপেপার,
আর এখানে সেই ছবিকেই দেখছেন কিন্তু এর মধ্যে কিছু কিছু নাই বলে মনে হয়, তাই না?
হা হা হা এখানে তো লোগোটাই নেই!!!! লোগোটা আজকের সফটওয়্যার এর মাধ্যমে নিখুঁত ভাবে “গুম” (!) হয়ে গেছে। 😆
এখন তাহলে বুঝতে পারছেন যে আজকের সফটওয়্যার এর কাজ টা কি।
এখন কিভাবে কাজটা করলাম সেটাই দেখাচ্ছি।
Steps:
১। প্রথমে সফটওয়্যারটি ওপেন করুন। সিরিয়াল চাইবে। ডাউনলোড ফোল্ডার থেকে সিরিয়ালটি কপি-পেষ্ট করে নিয়ে ফুল ভার্সন একটিভ করুন।
সফটওয়্যারটি দেখতে এম.এস অফিস ২০০৭ এর মতই চমৎকার।
২। একটি ছবি ওপেন করুন।
ছবিটি ওপেন করার পর সিলেক্ট অপশন থেকে পলিগন টি নির্বাচন করুন। এতে আপনি মাউসের সাহায্যে ছবির “গুম” করার অংশটুকু সিলেক্ট করতে পারবেন।
আর রেক্টেনগল দ্বারা চতুর্ভূজ আকৃতির সিলেক্ট শন তৈরি হবে।
৩। এখন মাউসের বাম বাটনের সাহায্যে লোগোটির চারপাশে সুন্দর করে একটি সিলেক্টশন তৈরি করুন (যেহেতু এখানে আমি লোগোটাকে বাদ দিবো তাই লোগোকে সিলেক্ট করলাম। অন্য ছবির ক্ষেত্রে আপনি অন্যটি বাছুন)
৪। সিলেক্টশনটি সম্পূর্ণ হলে একটি বড় মাপের সিলেক্টশন তৈরি হবে।
৫। সর্বশেষে আপনাকে Inpaint অপশন থেকে Run কমান্ডটি প্রেস করতে হবে।
এরপর নিজেই দেখুন ম্যাজিকটা। লোগোটি (সিলেক্টকৃত অবজেক্ট) আসতে আসতে ছবির সাথে নিখুঁত ভাবে “গুম” হয়ে যাবে।
“গুম” হওয়ার প্রসেস আপনি সফটওয়্যারটির সর্বনিচে দেখতে পারবেন।
প্রসেস এর স্পিড নির্ভর করবে ছবির রেজুলেশন এবং আপনার পিসির গতির উপর।
এরপর লোগোটি “গুম” হলে ফাইলটি সেভ করুন।
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
ডাউনলোড লিংক:
http://www.tunerpage.com/archives/102623
আশা করি আজকের সফটওয়্যার জোনটি আপনাদের কাছে ভালো লেগেছে! গেমস জোনের মতোই আরো চমকপ্রদক সফটওয়্যার নিয়ে আমি গেমওয়ালা এসে পড়বো সফটওয়্যার জোন নিয়ে!
@@@@@@#################
বি:দ্র: “গুম” কথাটি এই পোষ্টে শুধু রসিকতার জন্য ব্যবহৃত হয়েছে। দয়া করে এটাকে কেউ অন্য ভাবে নিবেন নাহ।
$$$$$$$$%%%%%%%%%%%%%%
😛 ধন্যবাদ। 😛
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
direct link den na vai! 😡