রোজা রেখে অনেক কাহিল,তার উপর টাইপ করতেও ভাল লাগে না...!! এতদিন কোন পোস্ট করিনি কারণ ভাল কোন topic পাই নাই।
আমার ইউনিভার্সিটির ল্যাব এ ইন্টারনেট স্পীড অনেক বেশী। কাল একটা মুভি ডাউনলোড দিতেছিলাম, ৯০০mb মুভিটা ৮০% হবার পর দেখি ল্যাব বন্ধ করে দিবে।pc গুলাতে deep freeze দেয়া তাই off করে দিলে তা আর কাল পাব না...!! এখন কী করি...!!!
তখনি এই ট্রিক্সটা মাথায় আসল। কথা না বাড়িয়ে কাযে লেগে পরি।
যেভাবে শুরু করবেন...
(বি।দ্রঃ pause & resume এর জন্য link টা resume supported হতে হবে)
১.প্রথমে idm এ ফাইলটাকে pause করুন। ফাইলটা সিলেক্ট থাকা অবস্থায় idm এর tasks মেনুতে Export>to idm export file সিলেক্ট করুন। একটা box আসবে সেখানে export selected file সক্রিয় করে ok চাপুন। save as dialogue বক্স এ আপনার pen drive or removable drive এ যান এবং যেকোন নামে save করুন।
২.এবার idm এর temporary directory তে যেতে হবে । temporary directory কোথায় আছে তা দেখতে downloads>option>save to তে গেলে নিচে দেখবেন path টা দেয়া আছে। সাধারণত location টা এরকম হয় "C:\Users\*your username*\AppData\Roaming\IDM" তবে এটা hidden করা । তাই path টা copy করে explorer এর address bar এ paste করে enter চাপলে সরাসরি ওখানে চলে যাবে ।
৩.ওখানে DwnlData>*your username* এতে সব ডাউনলোডরত ফাইল গুলোর টুকরো অংশ গুলো রয়েছে। সেখান থেকে আপনার pause করা ফাইলটির নামে একটা ফোল্ডার দেখতে পাবেন। পুরো ফোল্ডারটা copy করুন আপনার pen drive এ।
ব্যাস...!! পেয়ে গেলাম download করা অংশটুকু...!! এবার আমার pc তে এসে resume করার পালা...!!
৪.idm এ গিয়ে tasks মেনুতে Import>from idm export file এ যান । pen drive এ export করা(step 1) *.ef2 ফাইলটি সিলেক্ট করে open চাপুন। ওখনে ফাইল টা সিলেক্ট করে Ok চাপুন।
৫.এখন resume download দিন। ডাউনলোড শুরু হলে আবার pause করুন।
৬.এখন C:\Users\*your username*\AppData\Roaming\IDM\Dwnldata\*your username*\ এ গেলে দেখবেন যে ওই নামে একটা ফোল্ডার create হয়েছে। ওই ফোল্ডার এর ভিতরের সব কিছু step 2 এ copy করা ফোল্ডার এর ভিতরের সব কিছু দিয়ে replace করে দিন।
৭.এখন আবার ডাউনলোড resume করে দেখুন যে অন্য pc তে যেখানে ডাউনলোড শেষ হয়েছিল ঠিক সেখান থেকে শুরু হয়েছে।
আমার নিজের bandwidth তো কম তাই এই tricks এর মাদ্ধমে বড় বড় ফাইল গুলো versity,cyber cafe etc জায়গায় শেয়ার করে করে নামাই। তবে সাবধান কেউ versity তে এই কাজ করতে গিয়ে ধরা খাইয়েন না।!!
কোন কিছু না বুঝলে বা কোন সাহায্য লাগলে comment করবেন...!!
আশা করি সবার কাছে ভাল লাগবে। future এ আরো ভাল কোন post পেলে করব যা এখানে কখন করা হয় নি।
আপনারা ইচ্ছা করলে আমার আগের টিউন গুলো দেখতে পারেনঃ
১.খুব সহজেই বানিয়ে নিন নিজের পিসির জন্য একটি টাচ প্যাড আমার সাথে ফ্রী…!!!
২.আপনার firefox কে বানিয়ে ফেলুন password stealer..(hacker)!! কি বিশ্বাস হচ্ছে না,আসুন আমার সাথে…!!
৩.বিদ্যুৎ নাই আর cd rom এর ভিতরে জরুরী সিডি? এখন কী করবেন? আসুন দেখি এই ক্ষুদ্র টিউন…!!!
আর আমিতো আছি ই facebook এ http://facebook.com/rayhanrm
আমি Gomonto Balok। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 105 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ !! ট্রাই করব