IDM এ ডাউনলোডরত ফাইল pause করে,resume করুন অন্য পিসিতে এবং বাকিটুকু ডাউনলোড করুন…!!

রোজা রেখে অনেক কাহিল,তার উপর টাইপ করতেও ভাল লাগে না...!! এতদিন কোন পোস্ট করিনি কারণ ভাল কোন topic পাই নাই।
আমার ইউনিভার্সিটির ল্যাব এ ইন্টারনেট স্পীড অনেক বেশী। কাল একটা মুভি ডাউনলোড দিতেছিলাম, ৯০০mb মুভিটা ৮০% হবার পর দেখি ল্যাব বন্ধ করে দিবে।pc গুলাতে deep freeze দেয়া তাই off করে দিলে তা আর কাল পাব না...!! এখন কী করি...!!!

তখনি এই ট্রিক্সটা মাথায় আসল। কথা না বাড়িয়ে কাযে লেগে পরি।

যেভাবে শুরু করবেন...

(বি।দ্রঃ pause & resume এর জন্য link টা resume supported হতে হবে)

১.প্রথমে idm এ ফাইলটাকে pause করুন। ফাইলটা সিলেক্ট থাকা অবস্থায় idm এর tasks মেনুতে Export>to idm export file সিলেক্ট করুন। একটা box আসবে সেখানে export selected file সক্রিয় করে ok চাপুন। save as dialogue বক্স এ আপনার pen drive or removable drive এ যান এবং যেকোন নামে save করুন।

export

২.এবার idm এর temporary directory তে যেতে হবে । temporary directory কোথায় আছে তা দেখতে downloads>option>save to তে গেলে নিচে দেখবেন path টা দেয়া আছে। সাধারণত location টা এরকম হয় "C:\Users\*your username*\AppData\Roaming\IDM" তবে এটা hidden করা । তাই path টা copy করে explorer এর address bar এ paste করে enter চাপলে সরাসরি ওখানে চলে যাবে ।

temporary folderfolders inside IDM

৩.ওখানে DwnlData>*your username* এতে সব ডাউনলোডরত ফাইল গুলোর টুকরো অংশ গুলো রয়েছে। সেখান থেকে আপনার pause করা ফাইলটির নামে একটা ফোল্ডার দেখতে পাবেন। পুরো ফোল্ডারটা copy করুন আপনার pen drive এ।

copy the partial downloaded parts
ব্যাস...!! পেয়ে গেলাম download করা অংশটুকু...!! এবার আমার pc তে এসে resume করার পালা...!!

৪.idm এ গিয়ে tasks মেনুতে Import>from idm export file এ যান । pen drive এ export করা(step 1) *.ef2 ফাইলটি সিলেক্ট করে open চাপুন। ওখনে ফাইল টা সিলেক্ট করে Ok চাপুন।

importimport 2

৫.এখন resume download দিন। ডাউনলোড শুরু হলে আবার pause করুন।

৬.এখন C:\Users\*your username*\AppData\Roaming\IDM\Dwnldata\*your username*\  এ গেলে দেখবেন যে ওই নামে একটা ফোল্ডার create হয়েছে। ওই ফোল্ডার  এর ভিতরের সব কিছু step 2 এ copy করা ফোল্ডার এর ভিতরের সব কিছু দিয়ে replace করে দিন।

replace files with copied files

৭.এখন আবার ডাউনলোড resume করে দেখুন যে অন্য pc তে যেখানে ডাউনলোড শেষ হয়েছিল ঠিক সেখান থেকে শুরু হয়েছে।

আমার নিজের bandwidth তো কম তাই এই tricks এর মাদ্ধমে বড় বড় ফাইল গুলো versity,cyber cafe etc জায়গায় শেয়ার করে করে নামাই। তবে সাবধান কেউ versity তে এই কাজ করতে গিয়ে ধরা খাইয়েন না।!!

কোন কিছু না বুঝলে বা কোন সাহায্য লাগলে comment করবেন...!!

আশা করি সবার কাছে ভাল লাগবে।  future এ আরো ভাল কোন post পেলে করব যা এখানে কখন করা হয় নি।
আপনারা ইচ্ছা করলে আমার আগের টিউন গুলো দেখতে পারেনঃ

১.খুব সহজেই বানিয়ে নিন নিজের পিসির জন্য একটি টাচ প্যাড আমার সাথে ফ্রী…!!!

২.আপনার firefox কে বানিয়ে ফেলুন password stealer..(hacker)!! কি বিশ্বাস হচ্ছে না,আসুন আমার সাথে…!!

৩.বিদ্যুৎ নাই আর cd rom এর ভিতরে জরুরী সিডি? এখন কী করবেন? আসুন দেখি এই ক্ষুদ্র টিউন…!!!

৪.খুব সহজেই Google Play Store কে ধোকা দিয়ে বোকা বানিয়ে তার গুপ্তধন থেকে নামিয়ে নিন সব Android apps তাও আবার PC তে…!!! কী বিশ্বাস হচ্ছে না এটি সব থেকে সহজ নিয়ম!!!

৫.বন্ধুদের বোকা বানিয়ে দিন!!!কম্পিউটার প্রসেসর এর নাম পরিবর্তন ট্রিকস...!!(যারা জানেন তার প্রবেষ করবেন না))

আর আমিতো আছি ই facebook এ http://facebook.com/rayhanrm

Level 0

আমি Gomonto Balok। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 105 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ !! ট্রাই করব

পুরাই ঠাণ্ডা মানে CO0O0OL জিনিস দিছেন ভাই . . . . . 😀

চরম কাজের পোস্ট দিয়েছেন ভাইয়া।
এখনি Try করবো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    apnakeo many thanku..!! try kore dekhen prblm hole janaben..

Level 0

জটিল কাজের টিউন করছেন ভাই ! পিডিএফ করে রাখলাম, ভবিষ্যতে কাজে লাগবে । থ্যাংকু 🙂

oi folder er loaction a kisui show kore na

    bhai apne tahole show hidden files ok kore nin….!! oi folder e sob hidden kora ta to agei bolsi..!

Level 2

sera idm triks thankss vaii

Level 0

ধন্যবাদ ভাই। এটাই খুজছিলাম…

    thanku bhai….!!! apnara ja khujen tai e deyar chesta kori..!!

IDM backup Manager দিয়েও করা জায়… যেহেতু সফটওয়্যার ছাড়া তাই থ্যাংকস 😛

Level 0

হে হে হে এত কিছুর কি দরকার ছিল? IDM এর Back-up সফটওয়্যার টা দিয়া Backup নেন Than যার PC তে মন চায় Restore করে দেন। মামলা Dismiss !!!
Sorry for spoiling Your post brother @ rayhanrabbi.

    i didnt mind…!! bhai eta ami kono software charai korechi er mane apni software er kaz ta nijei korte paren…!!

Level 2

চরম জিনিস। Tnx vai,,

অজস্র ধন্যবাদ।

Level 0

অসাধারন পোস্ট….সোজা প্রিয়তে রাখলাম…আসলে অনেক কিছুই আমাদের হাতের নাগালে থাকে কিন্তু ব্যবহার করিনা, প্রতিকুল পরিবেশ-পরিস্থিতি বাস্তব শিক্ষাক্ষেত্র, দেখা যায় মহান মনীষীরা কিন্তু তৈরী হয় প্রতিকুল পরিবেশে, যেমন কলম্বাস, কবি নজরুল,হিটলার,সাদ্দাম,টলস্টয়, আরো অনেকে…তবে আলোচ্য বিষয় হচ্ছে…পোস্ট এর সত্ত্বাধিকারী কিন্তু পরিস্থিতির শিকার তাই উনি ইহার প্রয়োজনীয়তা বেশী উপলদ্ধি করেছেন…তদ্রুপ উনার মতো ভুক্তভোগী অন্যদের ও বেশ কাজে দেবে এই পোস্ট…

    aaaa!!!! bhai apni ki lekhok naki??? jai hok thankx 4 com..!!

জটিল একটা টিউন করেছেন ভাই…। সোজা প্রিয়তে রাখলাম…। এইরকম দারুণ টিউনের জন্য অসংখ্য ধন্যবাদ…।।।

Level 0

nice tune..many many thanks

পোস্টটা অনেক ভাল হইসে । এর আগে আমি আইডিএম ব্যাকআপ ম্যানেজার দিয়ে কাজ চালাতাম । এখন আর শর্ট হল ধন্যবাদ ভাই আপনাকে ।

    kaz ta apnar jonno sohoj korte pere valo laglo…!! thankx.!!

Level 0

অসাধারন পোস্ট
সোজা প্রিয়তে রাখলাম thanks
পোস্টটা অনেক ভাল হইছে

থাঙ্কাস থাঙ্কাস থাঙ্কাস থাঙ্কাস থাঙ্কাস

দারুন । এরকম আরও চাই ।

    erokom e kori & inshAllah aro korbo…!!!

Level 2

জঠিল, তবে কাজের। ধন্যবাদ।

Level 0

ভাই IDM এ মাঝেমাঝে 99% ডাউনলোড হউয়ার পর Error দেখায় ও File Delete হয়ে যায় , কি করব ??

onnnk sundor hoice