যেভাবে খুশী সেভাবেই কম্পিউটারকে ব্যবহার করুন

আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আসছি তা দেখে অনেকেই খুশী হবেন কেননা এটা তাদের অনেক কাজে লাগবে আবার অনেকেই বিরক্ত হবেন। কেননা অনেকেই এই বিষয় সমন্ধে জানেন। এখন আর কথা না বললেই ভাল। টিউনটা পড়েই দেখুন না খুশী হন না বিরক্ত হন।

যদি এমন হয় কী বোর্ড ছাড়া কম্পিউটার তবে কেমন হবে। সমস্যা নেই লেখা লিখি? সবি করতে পারেন আগের মতই। আবার যদি এমন হয় মাউস ছাড়া কম্পিউটার। কেমন লাগবে। তবে মাউস ছাড়া কম্পিউটার অনেক ক্ষেত্রে চিন্তা করা সম্ভব যদিও একটু ধীরে ধীরে কাজ করতে। না কীবোর্ড বা মাউস ছাড়াই কম্পিউটার চালাবেন তাও আবার দ্রুত গতিতে। কিন্তু কিভাবে? প্রথমে কী বোর্ড ছাড়া কম্পিউটারের কথাই বলি, প্রশ্ন উঠবে কী বোর্ড ছাড়া কিভাবে লেখা লেখির মত গুরত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করবেন। হ্যা উইন্ডোজ এই কথা মাথায় রেখেই আপনাদের জন্য তাদের প্যাকেজের সাথে একটা প্রোগ্রাম দিয়ে দিয়েছে যা দ্বারা কী বোর্ড ছাড়াই লেখালেখির সব কাজ করতে পারবেন। এই প্রোগ্রামটির নাম হল On Screen Keyboard । এই প্রোগ্রামটি ব্যবহার করে আপনি সহজেই কী বোর্ড এর কাজ করতে পারেন মাউস দিয়ে। এই প্রোগ্রামটিও আপনি সহজেই চালু করতে পারেন এবং সহজেই ব্যবহার করতে পারবেন। যাদের লিখালিখার গতি কম তারাও এই প্রোগ্রামটি ব্যবহার করতে পারেন লিখালিখির জন্য। এখন কিভাবে চালু করবেন এই প্রোগ্রাম। এটি চালু করার অনেক উপায় আছে। তার মধ্যে একটি উপায় বলে দিচ্ছি। প্রথমে  Start—Program files—Accessories—Accessibility এ যান এবং On-Screen Keyboard এ ক্লিক করুন। দেখবেন একটি কী বোর্ড এর মত প্রোগ্রাম চালু হবে। এখন ঐ কী বোর্ড এর আকার ধারণকারী প্রোগ্রামের কোন বাটনে ক্লিক করলে আপনার কম্পিউটারে সেই লিখা আসবে(যদি ওয়ার্ড প্রসেসিং অথবা লিখালিখির কোন প্রোগ্রাম চালু তাকলে।)। তবে আপনি যদি সত্যি সত্যিই কী বোর্ডকে বিচ্ছিন্ন করে দেন তাহলে আপনাকে আর একটি কাজ করতে হবে আর তা হল BIOS এ গিয়ে ফ্লপি ডিস্কে স্টার্ট আপ খোজা বন্ধ করতে হবে তবে আপনার যদি ফ্লপি থাকে তাহলে এই কাজটি করতে হবে না।

এখন আসা যাক মাউস ছাড়া কম্পিউটার এর কথা। এটা খুব সহজ, আমরা অনেকেই এভাবেই কম্পিউটারে কাজ করি। তাই এখানে নুতুন করে কিছু বলার নেই। তবে কিছু কথা বলছি আরো দ্রুত কাজ করার জন্য। যদি এমন হয় এক ক্লিকের মাধ্যমেই যেকোন প্রোগ্রাম চালু হয় তাহলে কেমন হবে? হ্যা এটা সম্ভব আর এই কাজটা করলে আপনার কাজের গতিও অনেক বেরে যাবে। এর জন্য প্রথমে আপনাকে যে প্রোগ্রামকে কীবোর্ডের এক ক্লিকের মাধ্যমে চালু করবেন সেই প্রোগ্রামের একটা shortcut নিতে হবে। এর জন্য ঐ প্রোগ্রামের উপর মাউস দিয়ে রাইট ক্লিক করতে হবে এবং Create Shortcut এ ক্লিক করতে হবে। তারপর ঐ shortcut এর উপর মাউস দিয়ে রাইট ক্লিক করতে হবে এবং Properties নির্বাচন করতে হবে। এর পর Shortcut ট্যাব এ যান এবং দেখুন Shortcut key এর পাশে একটি বক্স আছে। ঐ স্থানে আপনার নির্বাচিত কী টি বসিয়ে দিন। তবে মনে রাখবেন আপনি যে কী ই দেন না কেন, ঐ প্রোগ্রাম চালু করতে হলে Alt+Ctrl+ঐ কী তে চাপ দিতে হবে। এর মাধম্যে শুধুমাত্র যে ফোল্ডারকে এক ক্লিকে চালু করতে পারবেন তা নয় আপনি যে কোন ফোল্ডারকেও এই পদ্ধতিতে চালু করতে পারেন। টিউনটি পড়ার জন্য ধন্যবাদ। যদি বুঝতে সমস্যা হয় এই লিংকে যেতে পারেন আর তারপরও সমস্যার সমাধান না হলে আমাকে জিজ্ঞেস করতে পারেন।

আশা করি টিউনটি ভাল লাগল। যদি ভাল লাগে আশা করি জানাবেন এবং তাতে খুশি হব। ভাল থাকবেন, শুভ রাত্রি।

উৎস ও বিস্তারিতঃ- http://www.tfortechnic.blogspot.com

Level 0

আমি ফাগুন রেইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 401 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তির সাথে আপডেটেড থাকতে চাই। কখনও সফল আর কখনো...। বেসিকালী ওয়েব ডেভলাপমেন্ট এবং উইন্ডোজ ফোন এপস নিয়ে কাজ করা হয়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সাধারণ, কিন্তু অত্যন্ত কাজের একটি জিনিষ।
ধন্যবাদ আপনাকে।

Level New

সহমত ও ধন্যবাদ।

Question/Puzzle: my keyboard’s “O” isn’t working and I have no mouse then how I will run the “On Screen Keyboard”?

    এর জন্য আসলে কোন তথ্য আমার জানা নাই। আপনার যেহেতু কোনটাই নাই তো কি করা যায়। তবে আমার মতে আপনি আগে on screen keyboard চালু করে o টাইপ করুন এবং ঐ O টা কপি করে রাখুন। যখন প্রয়োজন হবে তখন আবার পেস্ট করুন। আপনি বলেছেন আপনার O বাটন কাজ করছে না। কিন্তু আপনি তো কমেন্টে O লিখেছেন। এটা কিভাবে লিখলেন?