ভিজিটর আপনার সাইটে এসে ১ টা টিউন পড়েই চলে যায়? আসুন জেনে নিই ভিজিটরকে কীভাবে বেঁধে রাখা যায়

আপনার নিশ্চয়ই একটা ব্লগ আছে? তাই তো এই পোস্টটি পড়তে প্রবেশ করলেন! যাই হোক, আপনার আমার সবার ব্লগের একটা প্রধান সমস্যা হল, ভিজিটর এসেই চলে যায়! মানে হল, যে টিউনে ল্যান্ড করেছে, সেটা পড়া হলে অন্য পোস্টগুলো আর দেখে না। এতে আপনার পেজ ভিউ অনেক কম হয়। অ্যাড ক্লিক আরও কম হয়! আর আপনার সাইট তত পরিচিত হয় না।

ব্লগিং এর ভাষায় এটাকে বলে, বাউন্স রেট! বেশি বাউন্স রেট মানে খারাপ জিনিস! ভিজিটর ১ টা টিউন পড়েই ফুস! কম বাউন্স রেট ভালো। ভিজিটর অনেক টিউন পড়ে তারপরে গমন করে!

10 Ways To Reduce Your Website’s Bounce Rate Easily

এবার আসি এর সমাধানে। অর্থাৎ, আমরা ভিজিটরকে বাধ্য করব আমাদের সাইটে থাকতে। হাতে পায়ে ধরে রিকোয়েস্ট নিশ্চয়ই করব না। করলেও তা কেনই বা শুনবে ভিজিটর?

আমরা যা করব, তা হল, ভিজিটরকে নিজে থেকেই থাকতে বাধ্য করব। সে যাতে নিজে থেকেই যেতে না চায়! সে যেন আপনার সাইটে অনেকক্ষণ থাকে, পোস্টগুলো পড়ে। এই ব্যবস্থা করব আমরা। কীভাবে? চলুন শুরু করিঃ

১। ক্রস ব্রাউজার কম্প্যাটিবিলিটিঃ আপনার সাইট কি সব ধরনের ব্রাউজারে ঠিকমত ওপেন হয়? হয়ত আপনি গুগল ক্রোম দিয়ে সাইট ম্যানেজ করেন। কিন্তু অপেরা বা ফায়ারফক্সে সাইটের ছ্যারাব্যারা অবস্থা! মানে, টেম্পলেট ভেঙ্গে যায়, এখানে ওখানে উল্টাপাল্টা ভাবে সব উইজেট আসে। এগুলো ঠিক করতে আপনাকে কিছু সাইটের সাহায্য নিতে হবে। যেমন এই সাইটঃ browsershots.org

যদি কোন সমস্যা পান, তাহলে সেটা সমাধানের ব্যবস্থা করুন।

২। লোডিং টাইম কমানঃ আপনার সাইটে এতো কিছু আছে, যে লোড হতেই ১২ টা বেজে যায়! এই উইজেট, সেই উইজেট দিয়ে একেবারে হাট-বাজার বানিয়ে ফেলেছেন, তো মরেছেন! সাইট লোড হতে ১০ সেকেন্ডের বেশি সময় লাগলে ভিজিটর মাঝ পথেই উল্টা ঘুরে হাঁটা ধরবে! মানে, আপনার সাইটের ট্যাব কেটে অন্য সাইটে ঢুকবে। তাই, এ ব্যাপারে সাবধান হন। সাইট ফাস্ট রাখেন। প্রয়োজনে এই সাইট দুটোর সাহায্য নিনঃ https://developers.google.com/speed/pagespeed/insights আর http://tools.pingdom.com/fpt/

৩। পয়েন্ট আকারে টিউন লিখুনঃ এমনভাবে ভেঙ্গে ভেঙ্গে টিউন লিখুন, যাতে ভিজিটর এক নিঃশ্বাসে সবটুকু পড়ে ফেলতে পারে! মানে, পয়েন্টগুলো পড়ে আপনার টিউনে কি আছে, তার সম্পর্কে ধারণা পেয়ে যায়। এতে সে আরও উৎসায়ী হয়ে পুরোটা পড়ে দেখবে। সাথে কিছু সময় বাঁচিয়ে অন্য পোস্টগুলোও দেখবে। যেমন দেখুন, আমি এই পোস্টটা পয়েন্ট আকারে লিখেছি। এবার আপনিই বলুন পার্থক্য আছে নাকি নাই!

৪। ইন্টারলিঙ্ক করুন ব্লগের পোস্টগুলোঃ ইন্টারলিঙ্ক মানে নিশ্চয়ই বোঝাতে হবে না। আপনার এক টিউনের ভিতরে আরেক টিউনের লিঙ্ক রেখে দিন। তবে তা যেন সম্পর্কযুক্ত হয়। তাহলে অন্তত একটা পেজ ভিউ বেশি পাবেন আপনি!

৫। অ্যাড বসান বুঝে শুনেঃ অতিরিক্ত অ্যাড বসিয়ে হিতে বিপরীত করে ফেলবেন না। অ্যাড এর চাপে পেজ লোড না হলে কিন্তু আমও যাবে, ছালাও যাবে! আর সঠিক জায়গায় অ্যাড বসান। যাতে ভিজিটরের চোখে পড়ে। আবার সে বিরক্তও না হয়।

৬। ব্লগের নেভিগেশন ঠিক রাখুনঃ ব্লগের মেনু বার, পেজ নেভিগেশন উইজেট এগুলো আছে তো? শুধু থাকলেই হবে না, যথেষ্ট আকর্ষণীয় হতে হবে, যাতে চোখে পড়ে।

৭। সার্চ বক্স রাখুনঃ সাইটের ডানপাশে উপরের দিকে একটা সুন্দর সার্চ বক্স রাখুন। এতে অনেক সহজে আপনার ভিজিটরকে কাঙ্ক্ষিত টিউনে নিয়ে যেতে পারবেন।

৮। কি-ওয়ার্ড ঠিকমত বসানঃ টিউনে রিলেটেড কি-ওয়ার্ড ব্যবহার করুন। আবোল-তাবোল কি-ওয়ার্ড দিয়ে ভিজিটর এনে খাবার দিতে না পারলে কিন্তু তারা থাকবে না!

৯। মনমাতানো ডিজাইন করুনঃ আগে দর্শনদারি, পরে গুণবিচারী। আপনার সাইটের ডিজাইন যদি পাগল করা হ্য়, ভিজিটর একটু হলেও বেশি সময় থাকবে আপনার সাইটে।

১০। যত চিনি, তত মিষ্টিঃ আপনার সাইটে ভিজিটর যে কারণে এসেছে, তাকে সেই জিনিস দিতে চেষ্টা করুন। সে কি চায়, তা বুঝতে চেষ্টা করুন। আপনি যদি আপনার টিউনের মাধ্যমে আপনার ভিজিটরকে খুশি করতে পারেন, তবে আর কিছুই লাগবে না। সে নিজেই অন্য পোস্টগুলো পড়বে। আপনি তখন তাকে তাড়ালেও সে যাবে না আপনার সাইট থেকে!

ভালো লাগলে এরকম আরও টিপস পেতে ভিজিট করুন আমার ওয়েবসাইট HITBANGLA.COM

১ টা টিউন পড়ে চলে যাবেন না আশা করি! তাহলে এতো কষ্ট করে এই পোস্টটা লেখাই জলে যাবে!

Level 0

আমি ডাঃ সুজন পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 160 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুবি গুরুত্বপূর্ন একটি পোস্ট ।অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই

Level 0

ভাই ধন্যবাদ আপনাকে। ভাই আপনি আমাকে google backlink তৈরী করতে পারে এমন 5 টা ব্যাকলিঙ্ক তৈরীর সাইট দিতে পারবেন ? আমার কাছে যেগুলো আছে, ওইগুলো দিয়ে শুধু bing এর ব্যাকলিঙ্ক তৈরী হচ্ছে। আপনার উত্তরের অপেক্ষায় রইলাম। ‍আপনি আমার ব্লগটিও একনজরে দেখতে পারেন, শুধু bing এর ব্যাকলিঙ্ক তৈরী হইছে। গুগল এর কোন ব্যাকলিঙ্ক তৈরী হই নাই। আমার সাইটি http://foodsworld.info

Level 0

Thank you very much for making this helpful post. Hope from now we can keep visitors more time then previous.

Feel free to visit my blog: Health Insurance Port

Level 0

Thanks for nice advice about visitor.
Can you advice about my site http://www.dailynecessary.com/

nice post doctor!!!

So nice

সব ঠিকই বলেছেন কিন্তু একটু চেষ্টা করলেই বাউন্স রেট কমানো যায় , আমার ব্লগের বাউন্স রেট ধীরে ধীরে কমে যাচ্ছে কারন আমার পোষ্ট গুলো লিংক পোষ্ট এবং এর মাঝে অন্য পোষ্ট গুলো ঠিক ইন্তারলিঙ্ক না, পোষ্ট গুলোর লিংক দিয়ে দিয়েছি বেশ আকর্ষণীয় করে তাতেই কাজ শেষ, আগে বাউন্স রেট ছিল ৬৬ এখন ৪৫ এবং কমছে ।

প্রিয়তে যুক্ত করলাম।