সবাইকে শুভেচ্ছা ও সালাম ।
আইডিএম আমরা মোটামুটি সবাই ব্যবহার করি । মাঝে মাঝে নিত্য নতুন সমস্যায়ও পড়ি । আমি ছোট্ট একটা সমস্যা ও সমাধান নিয়ে আজ টিউন করতে বসলাম । আগেই বলছি এটা সবার ক্ষেত্রে কাজে নাও লাগতে পারে , কারণ সমস্যাটা আইডিএম এর না । সমস্যাটা সার্ভিস প্রোভাইডারের । আমার ক্ষেত্রে যার নাম কিউবি । প্যাচাল বাদ দিয়ে আগে দেখি সমস্যাটা কি -
মনে করেন আগামীকাল ছুটি । রাত ১২ টার সময় অনেক আশা নিয়ে ১জিবি একটা মুভি ডাউনলোড দিয়ে রেখে ঘুমাইতে গেলেন, আগামীকাল সকালে উঠেই মুভিটা দেখবেন । সকালে ঘুম ঘুম চোখ নিয়ে পিসির দিকে তাকানোর সাথে সাথে আপনার ঘুম টুম সব গায়েব ! অবাক বিস্ময়ে লক্ষ্য করলেন মুভিটা ১৫০ এমবি পর্যন্ত যাওয়ার পড়ে আর সামনে অগ্রসর হতে পারে নাই ! আর আইডিএম আপনাকে শুভ সকাল জানাচ্ছে এইভাবে -
এইরকম সমস্যায় আর কেউ পড়েছেন কিনা জানিনা, তবে আমি এ ব্যাপারে বেশ অভিজ্ঞ ! এরকম হওয়ার কারণ- আমার কিউবি বস রাতের বেলা ৪-৫ মিনিটের জন্য লাইন অফ করে দেয় । কিজন্যে অফ করে জানা নাই । আবার কানেক্শন আসে কিন্তু আইডিএম রাগ করে থাকার কারণে আবার অটোমেটিক ডাউনলোড শুরু করতে অস্বীকৃতি জানায় !
আসেন এইবার আইডিএম এর মাথা ঠান্ডা করি ।
এজন্য আপনাকে Queues অপশনটা ব্যবহার করতে হবে । এটা অনেকেই ব্যবহার করেন নিশ্চই । এই অপশনটা আপনাকে একটার পর একটা ফাইল ডাউনলোডের সুবিধা দেয় । এটা আইডিএম এর বাম দিকে একদম নিচে আছে -
আপনার ফাইলগুলো যদি অটোমেটিক Queues এ এ্যাড না হয় তাহলে ডাউনলোড সাময়িক cancel করে ফাইলের উপর রাইট ক্লিক করে Add to queue>Main download queue তে ক্লিক করুন ।Add to queue অপশনটা না পেলে বুঝবেন ফাইল queue তে অ্যাড আছে । এবার বাম দিকের নিচের Main download queue এ ডাবল ক্লিক করুন । নিচের ছবির মত Number of retries... ঘর টাতে টিক চিহ্ন দিয়ে বড়সড় অংকের সংখ্যা বসিয়ে দিন ।
আর যদি একটার পর একটা ফাইল ডাউনলোড করতে চান তাহলে পাশের Files in the queue অপশনটাতে ক্লিক করুন । এই অপশনটাতে Download _ files in the same time সংখ্যাটা ১ করে দিন । নিচের দিকের তীর চিহ্নগুলোর সাহায্যে কোন ফাইল আগে পরে ডাউনলোড করবেন তা ঠিক করা যাবে । ক্রস চিহ্ন দিয়ে ফাইল queues থেকে রিমুভ করা যাবে ।
ব্যস্ কাজ শেষ । আইডিএমের মাথা এখন ঠান্ডা ! এখন "Start now" এ ক্লিক করে নিশ্চিন্তে ঘুমাতে যান । কানেকশন বন্ধ হয়ে গেলেও আবার যখন আসবে তখন আইডিএম অটোমেটিক ডাউনলোড শুরু করবে । আমি আমার নেট কানেক্শন কয়েকবার বন্ধ আর চালু করে ট্রাই করলাম । ডাউনলোড আবার শুরু হতে ৩০ সেকেন্ড থেকে ১ মিনিটের মত সময় লাগতে পারে । তবে আপনার ফাইলের অটোমেটিক রিজিউম ক্যাপাবিলিটি থাকতে হবে । আপনার Queues এ একটা ফাইল থাকলেও সমস্যা নাই । [জিপি ফ্রী নেটে যাদের বারবার ডিসকানেক্ট হয় তারা এটা ট্রাই করে দেখতে পারেন।]
সবাই ভালো থাকবেন । কষ্ট করে টিউন পড়ার জন্য ধন্যবাদ । 🙂
আমি Skylark। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
mice tune, kaje laglo , nirbatchito korlam