এখন কারেন্ট নিউজ দেখুন আপনার ডেস্কটপে !

পিসিতে নেট আছে অথচ নিউজ সাইট গুলো ভিজিট করেন না এমন খুব একটা দেখা যায় না । আমি আজ আপনাদের সবার জন্য নিয়ে এসেছি একটা চমৎকার নিউজ Tickr অ্যাপ, যা ব্যবহার করলে কোন সাইট ব্রাউজ না করেও সরাসরি আপনার ডেক্সটপ এ স্ক্রল হিসেবে সব শেষ হেডলাইন গুলো দেখতে পারবেন।

এই অ্যাপ টির নাম হল Desktop Tickr,    ডাউনলোড 

৩৭১ কিলোবাইট এর ছোট্ট অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে যথারীতি ইন্সটল করুন। তারপর নিচের ধাপ গুলো অনুসরণ করুন ।

  • অ্যাপটি ওপেন করুণ , (একটা ডিফল্ট টিকার আসবে এটাকে কনফিগার করতে হবে)
  • বামপাশে মেনু বাটনে ক্লিক করে File -> Manage Feed এ প্রবেশ করুন
  • এখন RSS News Feed লাগবে, তাই আপনার পছন্দনীয় Feed Url দিয়ে Add প্রেস করুণ।
  •  যেমন BdNews 24 এর জন্য http://bdnews24.com/?widgetName=rssfeed&widgetId=1150&getXmlFeed=true
  • BdNews24 Home নামে নতুন Feed টি টিকমার্ক করে ওকে প্রেস করে বের হয়ে আসুন।
  • তারপর Tools -> Dock -> Bottom চেপে ডেস্কটপে ডক করুন।
  • তাছাড়া Tools-> Option এর মাধ্যমে আপনি এর Colour, Opticity, Update Time পরিবর্তন করতে পারেন।
আমার এই টিউন টি নতুনদের জন্য, তাই বিস্তারিত বুঝিয়ে বললাম। ভাল থাকবেন সবাই।

Level 0

আমি তারিক আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 86 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

In three words I can sum up everything I've learned about life : it goes on...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক সুন্দর পোস্ট। ধন্যবাদ ভাই।

ভাই , এটা ব্যাবহার করে বাংলা দেখা যায় কি ?? আমি বাংলায় নিউজ দেখতে পারছি না। ব্লক ব্লক হয়ে যায়

    Level 0

    @খালেদ জাহিদ: এটা খুব সম্ভবত বাংলা ইউনিকোড সাপোর্ট করে না।
    তবে আমি চেষ্টা করছি বাংলা নিউজ স্ক্রল ব্যাবহার করতে। পেলে অবশ্যই শেয়ার করব। মন্তব্যের জন্য ধন্যবাদ।

বাংলা দেখা যায় কি ?

thanks

Level 0

Thanks,
but bangla dekha jay na.

আমি বাংলা দেখতে পাচ্ছি।
Prothom-alo: http://www.prothom-alo.com/rss
try করে দেখেন হয় কিনা!

Level 2

darun jinisss.thanksss vaiii

Level 0

জটিল একটা জিনিস শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ! প্রথম আলো দিয়ে বাংলা দেখা যাচ্ছে 🙂

vrinda.ttf ফন্ট ইন্সটল করলে হয়। কিন্তু বাংলা ওয়েবসাইট গুলোতে লেখা ভাংগা ভাংগা আসে। আবার আনইন্সটল করলে ওয়েব পেইগে লেখা ঠিক হয়ে যায় কিন্তু desktop ticker এ বাংলা দেখায় না …

    Level 0

    @রাকিব: কি আর করা, চান্সে ইংলিশ টা শিখা হইল। ধন্যবাদ কমেন্টের জন্য।

use korte chailam kintu parlam na…afsus…box box ase