বলতে গেলে আমরা সবাই এখন উইন্ডোজ সেভেন ব্যাবহার করে থাকি কিন্তু টেক টিউনসে এ নিয়ে খুব কমই টিউন করা হয়ে থাকে, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি registry tweak এর মাধ্যমে কিভাবে উইন্ডোজ সেভেন faster shut down করা যায় - .
1. Start এ ক্লিক করুন এবং search box এ regedit টাইপ করুন এবং regedit এ click করুন ।
2. regedit এ browse করে নীচের Location এ যান,
HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control
3. এখন ডান দিকের বক্সে WaitToKillServiceTimeout এ right click করে Modify তে ক্লিক করুন।
4. এখানে default value হিসেবে 12000 দেয়া আছে ২০০০ – ২০০০০ এর মধ্যে পছন্দ অনুযায়ী number টাইপ করুন। OK করুন।
টাইপ করুন ২০০০ দুই সেকেন্ডের জন্য ১৫০০০ পনের সেকেন্ডের জন্য ২০০০০ বিশ সেকেন্ডের জন্য।
5. regedit ক্লোজ করুন এবং পিসি রিস্টার্ট করুন.
ভালোলাগলে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।
আমি fnchowdhury। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ এতে কম্পিউটার এর ক্ষতি হবে না ত?