জেনে নিন কম্পিউটারের সব কিছু, হয়ে যান কম্পিউটারের বস।

সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভাল আছি। আজকে আপনাদের যে বিষয়টা বলব তা সম্পর্কে অভিজ্ঞরা জানেন। কিন্তু যারা নূতুন তারা জানেন না। কিন্তু আশা করি সবাই আমার এই টিউনটা পড়বেন। এখন কথা বাড়িয়ে কাজ নেই। চলুন যা করলে কাজ হবে তা করি।

আমরা কী কখনও ভেবেছি, কম্পিউটার এত সব কাজ করে কিন্তু কিভাবে। কিভাবে সে সব কিছু মনে রাখে। না কী সব কিছু সে আমাদের ক্লাসের পন্ডিত ছাত্রদের মত মুখস্থ করে? আসলে কম্পিউটার মানুষের মত এত পন্ডিত না। সে কোন কিছু মুখস্ত করতে পারে না বা নিজে তেকে বলতেও পারে না করতেও পারে না। তাহলে এত কিছু কিভাবে করে? হ্যা এই প্রশ্নের উত্তর খুব সহজ, সে সব কিছু লিখে রাখে। এখন হয়তবা বলতে পারেন কোথায় লিখে রাখে আমি “.doc, .txt” ইত্যাদি সকল ফরমেটের ফাইল সার্চ দিয়ে দেখলাম কিন্তু কোনো ফাইলেও তো দেখতে পারলাম না Start বাটনে ক্লিক দিলে Start মেনু ওপেন হবে। এই কথা ঠিক যে আপনি এটা বুঝতে পারবেন না যদি না এই বিষয়ে গবেষণা বা লেখাপড়া করেন। কেননা কম্পিউটারের বুদ্ধি নাই আর আপনার বুদ্ধি আছে যার কারণে আপনি ভালভাবে লিখতে পারেন অনেক কিছু সাজিয়ে গুজিয়ে যা বেচারা কম্পিউটার পারে না। তাহলে কী কোন উপায় নেই যার মাধম্যে আমরা কম্পিউটারের লিখাগুলো দেখতে পারব। হ্য উত্তর হল আছে। একটা জিনিস মনে রাখবেন মানুষ পারে না এমন কোন কাজ নেই তো উপায় থাকবে না কেন? এখন কথা হল আপনি হয়তোবা লিখাগুলো বুঝতে পারবেন না কেননা আপনি যে ভাষায় লিখা পড়া করেন তা হল মানুষের ভাষায় আর বেচারা কম্পিউটার মেশিনের ভাষয় শিক্ষিত। আপনি যদি এই মেশিনের ভাষায় দক্ষ হন তাহলে এই কাজগুলো কোন ব্যাপারি না। তো মেশিনের ভাষায় কিভাবে লেখাপড়া শিখবেন? এই প্রশ্নের উত্তর আমার কাছে নাই। কেননা আমি এই ভাষায় শিক্ষা লাভ করি নাই। আর যা পারি তা খুবি সামান্য যার দ্বারা কম্পিউটারের একটা কথাও বুঝতে পারব না। তবে এর লিখা সব কথাই পড়তে পারি আপনারাও কী পড়তে চান?

তাহলে প্রথমে Start—Run এ যান এবং লিখুন “Regedit” এবং এন্টার বোতামে চাপ দিন। সাথে সাথে চলে আসবে Registry Editor নামে একটি প্রোগ্রাম। যদিও পোগ্রামের নামটির শেষে Editor লিখাটি যুক্ত আছে কিন্তু আমার মতে একে না বুঝে Edit না করাই উত্তম। তবে এর সাহায্যে আপনি অনেক মজার কাজ করতে পারেন। উদাহরণ শুনবেন, আপনি এর সাহায্যে আপনার কম্পিউটারের প্রসেসর এর নাম আপনার নামে করে দিতে পারেন। খুব হাসি পাচ্ছে তাই না, আবার মনে করছেন কী সব আজে বাজে কথা বলছি। না আসলে আপনি যেকোন জিনিসের নাম ও কাজের ধরণ পরিবর্তন করতে পারবেন এর সাহায্যে। আমি আজকে কোন কাজের ধরণ পরিবর্তন করিয়ে দিচ্ছি না এটা আপনাদেরি করতে হবে। কেননা অনেক কাজি করা যায় কোনটা রেখে কোনটা বলব তা বুঝতে পারছি না। তারপরও একটা উদাহরণ না দিলেই নয়। তবে উদাহরণটার প্রয়োগ সবাই করতে পারবেন না। শুধুমাত্র যারা উইন্ডোজ এক্সপি ব্যাবহার করেন তাদের ক্ষেত্রেই এই উদাহরণটি প্রযোজ্য। আপনি কী লক্ষ করে দেখেছেন কিছু কিছু ফাইল বা ফোল্ডার আছে যার নাম পরিবর্তন করা যায় না। এই ধরণের ফোল্ডারের মধ্যে Recycle Bin হল একটি। আপনি চেষ্টা করে দেখতে পারেন কিন্তু সাধারণ নিয়মে যে পারবেন না এই কথা নিশ্চিত। কিন্তু এই কাজটি আপনি Registry Editor এ গিয়ে সহজেই করতে পারেন। এর জন্য প্রথমে Registry Editor চালু করুন উপরিউক্ত নিয়মে। এবং  My Computer\HEKY_USERS\S-1-5-21-117609710-630328440-839522115-500\software\microsoft\windows\shellnoroam\muicache\এই এড্রেসে যান। এবং @c:\windows\system32\shell32.dd,-8964 এই নামের উপর ডাবল ক্লিক করুন এবং ঐ স্থানে আপনার কাঙ্কিত নামটি বসিয়ে দিন। শেষ, কাজ শেষ। এবার এই প্রোগ্রামটি বন্ধ করে Desktop এ যান এবং দেখুন আপনার Recycle Bin এর নাম পরিবর্তন হয়ে গেছে। ভাবছেন এই সবগুলো আমার মুখস্থ। না এর কিছু আমার মুখস্থ না, আর আমার দ্বারা এত বড় এড্রেস মুকস্থ করা সম্ভব না। তাহলে এখানে এই এড্রেস দিলাম কিভাবে এর জন্য আমি সার্চ দিয়েছি Recycle Bin লিখে, প্রথম একটা ফলাফল আসল, নাম পরিবর্তন করলাম কিন্তু কাজ হল না তারপর আবার ঐ ফলাফলটি আগের নামে পরিবর্তন করে দিলাম পরে আবার সার্চ দিলাম আর একটি আসল, এভাবে করতে তাকলাম কিছুক্ষণ পরে কাঙ্কিত ফলাফলটি আসল মানে ফলাফল এর নাম পরিবর্তনের মাধম্যে Recycle Bin এর নামও পরিবর্তন হল। আমি সব কাজের জন্য এই নিয়মি অবলম্বন করি। জানি না আপনাদের তা পছন্দ হবে কি না। আজ এই বিষয়ে আর কথা বাড়াব না। হ্যা শুধু একটা কথা বলে রাখি কম্পিউটারে যাই দেখুন না কেন সার্চ দেন ফলাফল পাবেন এবং এর মান পরিবর্তনও করতে পারবেন তবে না বুঝে কখনই করবেন না এর ফলে হিতে বীপরিত হতে পারে। এই বিষয়ে বুঝতে সমস্যা হলে এই লিংকে যেতে পারেন।

কষ্ট করে টিউনটি পড়ার জন্য ধন্যবাদ। যদি টিউনটি উপকারে আশে আমার লিখা সার্থক হবে। যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন।

উৎস ও বিস্তারিতঃ- http://www.tfortechnic.blogspot.com

Level 0

আমি ফাগুন রেইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 401 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তির সাথে আপডেটেড থাকতে চাই। কখনও সফল আর কখনো...। বেসিকালী ওয়েব ডেভলাপমেন্ট এবং উইন্ডোজ ফোন এপস নিয়ে কাজ করা হয়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো টিউন ধন্যবাদ।

ধন্যবাদ ভাই দারুন টিউন করার জন্য।
http://nod32-eset.co.cc এটা ভাই আমার সাইট।প্লিজ ভিজিট

টিউনটি ভালো তবে বেশী পেচিয়ে ফেলেছেন। কাজের চেয়ে কথা জেন বেশীনা হয় সেদিকে নজর দিলে ভাল করবেন। ধন্যবাদ………

হূমম ফাগুন ভালো টিউন…….. ধন্যবাদ, আর এভাবেই এগিয়ে যাও

আনেক, ধন্যবাদ একটি আসাধারন টিউন করার জন্য।

nice

Level New

ধন্যবাদ একটি আসাধারন টিউন করার জন্য।

Thanks for you tune

নতুন্দের জন্য কাজে আসবে আপনার টিউনটি।

আপনাকে ধন্যবাদ।