এখন কম বেশি আমরা সবাই জেনুইন উইন্ডোজ এক্সপি,ভি্সতা বা সেভেন ব্যবহার করি এবং অনেকেই অটোমেটিক আপডেট চালু করে রাখি।যার ফলে দিনে দুএক বার নিচের ডায়ালগ বাক্সটির সাথে দেখা হয় যা কিনা খুবিই বিরক্তি কর।
বিরক্তি কর এই রিস্টার্ট থেকে আমরা খুব সহজেই বাচঁতে পারি ডাবল ক্লিক করে।
১. * নতুন নোটপ্যাড ওপেন করুন।
২. * নিম্নলিখিত কোডটি কপি পেষ্ট বা টাইপ করুন।
net stop wuauserv
৩. * এবার Save as type এ All Files এবং নামে stop this.bat লিখে সেভ করুন।
৪. * এবার যখন রিস্টার্ট এর ডায়ালগ বাক্সটি আসবে তখন আপনি ব্যাচ ফাইলটি ডাবল ক্লিক করে স্বয়ংক্রিয় রিস্টার্ট থামাতে পারবেন।
আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........
আমিও মাঝেমাঝে বিরক্ত হই।সময় মত কাজে লাগব ধন্যবাদ ভাই আপনারে।