অনেক সময় অনেক প্রয়োজনে আমাদের পিসির যেকোনো একটি ড্রাইভ যেটিতে আমরা পারসোনাল ডাটা সংরক্ষণ করে থাকি তা লুকিয়ে / লক করে রাখতে হয়। তখন দেখা যায় যে পিসিতে ড্রাইভ লুকানোর কোনো সফটওয়্যার নেই! মেজাজ খারপ? ব্যাপার না! 😉
বি:দ্র: টিপসটি পিসি এক্সপার্টদের জন্য। নতুন ব্যবহারকারীরা ট্রাই না করাই উত্তম!
স্টেপস:
> র্স্টাট মেনু থেকে রান কমান্ডে ক্লিক করে লিখুন regedit, রেজিস্টি এডিটর পর্দা আসবে।
> এখন এই ফোল্ডারগুলোতে একে একে যান। ধৈর্য্য রেখে আস্তে আস্তে খুঁজুন:
HKEY_CURRENT_USER > Software > Microsoft > Windows > Current Version > Policies > Explorer
> Explorer ফোল্ডারের ভিতর একটি নতুন ভ্যালু খুলুন। এরপর ভ্যালুর ধরন দিবেন DWORD Value
> নতুন ভ্যালুর নামকরণ করুন:
ড্রাইভ লুকাতে চাইলে নাম দিন : NoDrives
ড্রাইভ আবারো আনতে নাম দিন: NoViewOnDrive
> NoDrives ভ্যালুটির উপর এন্টার দিন অথবা ডাবল ক্লিক করুন। নিচের মতো পর্দা আসবে:
> এবার হলো আসল কাজ:
Value Data অংশে নিচের যেকোনো একটি ড্রাইভের ভ্যালু কপি পেস্ট করে দিন যেই ড্রাইভটি লুকাতে চান:
A = 1 B = 2 C = 4 D = 8 E = 10 F = 20 G = 40 H = 80 I = 100 J = 200 K = 400 L = 800 M = 1000 N = 2000 O = 4000 P = 8000 Q = 10000 R = 20000 S = 40000 T = 80000 U = 100000 V = 200000 W = 400000 X = 800000 Y = 1000000 Z = 2000000
মানে হচ্ছে যদি আপনি E ড্রাইভটি লুকাতে চান তাহলে ভ্যালু লিখুন 10
> এবার ok তে ক্লিক করে পিসি রির্স্টাট দিন। ব্যাস হয়ে গেল! 😮
আবার যদি লুকানো ড্রাইভটি ফিরিয়ে আনতে চান তাহলে ভ্যালুর সংখ্যা 0 (শুণ্য) লিখে পিসি রির্স্টাট দিতে হবে। 🙂
টেকটিউনসে অথবা অন্যান্য যেকোনো ব্লগে ইমোশন ব্যবহার করতে পারেন। নিচের চার্টটি সংগ্রহে রেখে দিন কাজে লাগবে! 🙄
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
Corom jinis,, Tnx,,,,,,