রিজিউম হচ্ছে প্রথম জিনিস যেটি আপনার এবং চাকরী দাতার মাঝে সংযোগ স্থাপন করে। সাধারণত আমরা এটি যেভাবে তৈরি করে থাকিঃ কোন বন্ধু বা পরিচিত কারো রিজিউম নিয়ে সেটা দেখে দেখে কোন রকম সাদা কালো একটা রিজিউম বানিয়ে নেই। অথবা বাজারে প্রিন্টিং এর দোকানের কর্মচারীকে দিয়ে নিজের মূল্যবান রিজিউম টি বানিয়ে নেই। এবং এটিই বিভিন্ন গুরুত্বপূর্ণ কোম্পানির কাছে পাঠাই চাকরীর জন্য।
কিন্তু সেই পুরনো দিন কি আর আছে? এখনো কি বদলাবার সময় হয় নি? নতুন কিছু চেষ্টা করার সময় হয় নি? আর কতদিন বন্ধুর রিজিউম কপি করে রিজিউম বানাবেন? নিজের বুদ্ধিমত্তা আর সৃজনশীলতা কবে দেখাবেন? আমি সেই সুযোগ করে দিচ্ছি। আজ আমি কিছু অনলাইন টুল শেয়ার করবো যেগুলোর সাহায্যে আধুনিক ও দারুন সব ডিজাইনের মান সম্মত রিজিউম বানাতে পারবেন। চলুন জেনে নেই এসব টুল সম্পর্কে আর নিজেই বানিয়ে নেই নিজের একটি অসাধারন রিজিউম।
এসব টুল আপনাকে সুন্দর একটি রিজিউম তৈরি করতে সর্বাত্মক সাহায্য করবে। এদের বেশিরভাগই আপনাকে আপনার রিজিউম PDF আকারে ডাউনলোড করতে দিবে যা প্রিন্ট এর উপযোগী। আপনাকে শুধু আপনার ইনফো গুলো দিতে হবে আর কিছু নয়। এবার আপনার সিভি বানানো হয়ে যাবে চোখের পলকে।
LinkedIn একটি প্রফেশনালদের সাইট। আপনার যদি একটি পরিপূর্ণ LinkedIn প্রোফাইল না থাকে তবে শুরু করার জন্য এটি উত্তম সময়। নিচের বেশিরভাগ টুলই LinkedIn থেকে তথ্য সংগ্রহ করে আপনার সিভি বানাবে। তাই একটা LinkedIn প্রোফাইল থাকা সকল প্রফেশনালদের জন্য বাধ্যতামূলক বলতে পারেন। এটি আপনার অভিজ্ঞতার পরিচয় বহন করে।
LinkedIn আপনার সিভি PDF আকারে ডাউনলোড করার সুযোগ দেয়। এর জন্য আপনাকে আপনার প্রোফাইল এ যেতে হবে। এবং সেখানে 'Edit' বাটন এর পাশের তীর চিহ্নে ক্লিক করুন এবং 'Export as PDF' সিলেক্ট করুন।
➡ লিংকঃ http://www.linkedin.com
আপনার সিভি তে একটু রঙ দিতে চান? DoYouBuzz এর সাহায্যে আপনি বিভিন্ন রঙের সিভি তৈরি করতে পারবেন। আপনার নিজের ইচ্ছে মত রঙ দিতে পারবেন বা ওদের তৈরি টেম্পলেট থেকেও তৈরি করতে পারবেন।
DoYouBuzz এ রেজিস্টার করে আপনি আপনার LinkedIn প্রোফাইল থেকে তথ্য গ্রহণ করতে পারবেন এবং চাইলে নিজে সব তথ্য দিতে পারবেন। আপনার সম্পূর্ণ রিজিউম আপনি PDF, Word অথবা Openoffice এ ডাউনলোড করতে পারবেন। যথেষ্ট নয়? আপনি আপনার অনলাইন প্রোফাইল ও যে কারো সাথে শেয়ার করতে পারবেন। যেমনঃ http://www.doyoubuzz.com/yourname (yourname এ আপনার ইউজার নেম হবে)
➡ লিংকঃ http://www.doyoubuzz.com/us/
এর সাহায্যে আপনার অনলাইন রিজিউম তৈরি করতে পারবেন। এবং অনলাইন এ স্টোর ও থাকবে। যে কাওকে আপনার রিজিউম এর লিংক দিয়ে তাকে আপনার রিজিউম দেখাতে পারবেন। এটা দেখতে কিছুটা এমন হবেঃ resume.com/username । আপনার রিজিউম এ আপনি ইচ্ছে মত সেকশন বসাতে পারবেন। ওদের সাজেশন টুল এর সাহায্য ও নিতে পারেন। আপনার রিজিউম সম্পন্ন হলে এটি পাবলিশ ও সবার সাথে শেয়ার করতে পারবেন শুধু মাত্র একটি লিংক এর সাহায্যে। এছাড়াও আপনি আপনার রিজিউম টি PDF বা Word doc এ ডাউনলোড করতে পারবেন।
➡ লিংকঃ http://www.resume.com/
এই হচ্ছে আরেকটি রিজিউম মেকার যেটি ১৭ টি ভাষা সাপোর্ট করে। এটি কিছুটা শূন্যস্থান পুরন এর মত। সব কিছু দেয়া থাকবে শুধু শূন্যস্থান এ আপনার তথ্য দিবেন। আপনি চাইলে নিজের ইচ্ছে মত সেকশন যোগ করতে পারেন বা পুরানো সেকশন গুলো এডিট করতে পারেন।
সেকশন গুলো ইচ্ছে মত আগে পিছেও নিতে পারবেন। আপনার সিভি সেভ করতে এবং পরবর্তীতে আবার ব্যবহার করতে চাইলে রেজিস্টার করতে হবে। অথবা আপনি সরাসরি সিভি টি ডাউনলোড করে রাখতে পারেন।
➡ লিংকঃ http://cvmkr.com/
এটি আরেকটি অনলাইন রিজিউম মেকার টুল যেটিতে রেজিস্ট্রেশন করার প্রয়োজন পরে না। আপনি সরাসরি আপনার রিজিউম তৈরি করতে পারবেন। কিন্তু সমস্যা হল এটিতে অন্য কোন ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশান থেকে তথ্য নিতে পারবেন না। সব নিজে দিতে হবে। তবে এটা ব্যবহারের ক্ষেত্রে সহজ।
এই টুল টি আপনাকে ধাপে ধাপে আপনার লেখাপরা, কর্মস্থল, পূর্ব কর্মস্থল ইত্যাদি তথ্য দিতে বলবে। এবং রিজিউম বানানো শেষ হলে সেটি PDF এ ডাউনলোড করে নিতে পারবেন।
➡ লিংকঃ http://www.onlinecvgenerator.com/
LiveCareer রিজিউম মেকার এ অনেক ধরনের সুবিধা আছে যা আপনি কল্পনা করতে পারবেন না। রেজিস্টার করে রিজিউম সেভ করতে পারবেন। শত শত টেম্পলেট থেকে পছন্দ করে রিজিউম বানাতে পারবেন। আগের বানানো রিজিউম ইম্পোরট করে তা এডিট করতে পারবেন। এতে বানান চেক করা সহ আরো অনেক ফিচার আছে এতে।
এটি আপনাকে লেখার ফরম্যাটিং, মার্জিন, স্পেসিং ইত্যাদি এডিট করতে দিবে, যেন আপনার প্রয়োজন মত এবং মনের মত রিজিউম বানাতে পারেন। রিজিউম তৈরি হয়ে গেলে আপনি ইমেইল করতে পারবেন, সেভ করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন, DOC, PDF, HTML, TXT, RTF এই ৫ টি ফরম্যাট এ ডাউনলোড ও করতে পারবেন।
➡ লিংকঃ http://www.livecareer.com/
এটি ব্যবহার করার জন্য আপনাকে একটি একাউন্ট খুলতে হবে। পেইড একাউন্ট এ আপনাকে বেশি সুবিধা দেয়া হবে, তবে ফ্রী একাউন্ট দিয়ে কাজ করা যাবে। রেজিস্টার করার পর আপনি পুরানো রিজিউম আপলোড করে এডিট করতে পারেন, বা টেম্পলেট থেকে নতুন রিজিউম বানাতে পারেন, অথবা একদম স্কেচ থেকে সম্পূর্ণ নতুন রিজিউম তৈরি করতে পারেন। এটি আপনার LinkedIn প্রোফাইল থেকে তথ্য নিতে পারবে।
রিজিউম টি পরে ব্যবহারের জন্য সেভ করে রাখতে পারেন বা PDF ফরম্যাট এ ডাউনলোড করতে পারেন।
➡ লিংকঃ http://resunate.com/
আরেকটি রিজিউম মেকার যা আপনার LinkedIn প্রোফাইল থেকে তথ্য নিতে দেয়, আবার বিভিন্ন টেম্পলেট, ফন্ট, রঙ দিয়ে নিজের রিজিউম ও তৈরি করতে দেয়। খেয়াল রাখবেন এখানে কিছু টেম্পলেট ফ্রী আর কিছু টেম্পলেট এর জন্য সামান্ন পরিমান খরচ করতে হয়। আপনার রিজিউম PDF বা DOC এ সেভ করতে পারবেন।
➡ লিংকঃ http://www.jobspice.com/
Resumesimo অন্যগুলো থেকে কিছুটা সৃজনশীল। এটি আপনার রিজিউম এ সামান্য রঙের ছোয়া দিয়ে একে প্রাণবন্ত করে তোলে। টেম্পলেট নিরধারন করে আপনার তথ্য পুরন করুন অথবা LinkedIn বা Facebook প্রোফাইল থেকে তথ্য নিন।
PDF ফরম্যাট এ আপনার রিজিউম ডাউনলোড করে নিতে পারবেন বা আপনাকে দেয়া লিংক এর সাহায্যে অনলাইন এ সবার সাথে শেয়ার করতে পারবেন।
➡ লিংকঃ http://resumesimo.com/
এখানে রিজিউম তৈরি করার জন্য আপনাকে একটি ফ্রী একাউন্ট রেজিস্টার করে নিতে হবে। একাউন্ট টি আপনার রিজিউম সেভ এবং পরে আবার এডিট করতে দিবে। এটি ফর্ম পুরন করার মত করে প্রতিটা সেকশন এ আপনার তথ্য নিবে। আপনার ইচ্ছে মত কয়েকটি টেম্পলেট থেকে আপনার পছন্দের টি বেছে নিতে পারেন।
আপনার রিজিউম টি সেভ করে রাখতে পারেন অথবা প্রিন্ট করতে পারেন। HTML ও TXT ফরম্যাট এ ডাউনলোড ও করতে পারবেন।
➡ লিংকঃ http://www.howtowritearesume.net/
টুল গুলো আপনার কেমন লাগলো? কি ভাবছেন, এগুলোর সাহায্যে একটি রিজিউম বানাবেন নাকি? বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে আর কত কাগজের উপর ভরসা করে বসে থাকবেন? নিজেকে আপডেট করুন, যুগের সাথে তাল মিলিয়ে চলুন। আজই একটি রিজিউম বানিয়ে ফেলুন উপরের টূল গুলোর সাহায্যে। দেরি না করে একটি টুল পছন্দ করুন এবং সেটি দিয়ে আপনার রিজিউম টি বানিয়ে ফেলুন। আর রিজিউম বানিয়ে টিউমেন্ট এর মাধ্যমে অবশ্যই শেয়ার করবেন কিন্তু! যেন অন্যরা আপনার রিজিউম দেখে অনুপ্রানিত হয়।
ধন্যবাদ সবাইকে সময় নিয়ে আমার টিউন পড়ার জন্য। আপনার মূল্যবান মতামত টিউমেন্ট এর মাধ্যমে জানাতে ভুলবেন না!
আপনার একটি টিউমেন্ট আমায় ১০ টি টিউন করার অনুপ্রেরণা দেয়।
নিয়মিত আমার টিউনের আপডেট পেতে চাইলে সাবস্ক্রাইব করুনঃ টেকটিউনস » কম্পিউটার লাভার
কম্পিউটার লাভার (রাকিবুল হাসান)
ফেসবুক ~ টুইটার ~ গুগল প্লাস
আমি কম্পিউটার লাভার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 101 টি টিউন ও 1258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Also known as "Raiku Saiko". React.js & Javascript Developer. Former Wordpress Developer, Front-end Designer. Technology Addicted.
thx