আমরা নানা কারণে মাঝে মাঝে আমাদের বিভিন্ন ধরণের ফাইল বা ডকুমেন্ট ফেলে দেই। আর আমাদের সেই মুছে দেওয়া বিভিন্ন ধরণের ফাইল বা ডকুমেন্ট সাধারণত রিসাইকেল বিনে যেয়ে জমা হয়। আর রিসাইকেল বিন যেহেতু ডেক্সটপে থাকে সেহেতু প্রায়ই আমাদের প্রাইভেসি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে। আর এ সমস্যা থেকে আমরা ইচ্ছা করলেই মুক্তি পেতে পারি এবং ডেক্সটপ থেকে খুব সহজেই রিসাইকেল বিনটি সরিয়ে দিতে পারি। আর এজন্য প্রথমে run এ গিয়ে gpedit.msc লিখতে হবে। তারপর বামের মেনু থেকে User Configuration>Administrative Templates>Desktop নির্বাচন করতে হবে। এবার ডান পাশে যে অপশনগুলো দেখা যাবে, তা থেকে Remove Recycle Bin icon from desktop এ ডাবল ক্লিক করতে হবে। এবার মেনু থেকে এনাবল করে বেরিয়ে আসতে হবে। তাহলে দেখা যাবে ডেক্সটপে আর রিসাইকেল বিন নেই।
উইন্ডোজ চালু ও বন্ধ হওয়ার সময় যে সুর শোনা যায় চাইলেই আমরা আমাদের ইচ্ছা মত তা পরির্বতন করে নিতে পারি। আর এর জন্য পছন্দের একটি *.wav ফাইল নির্বাচন করতে হবে যার আকার কোনো ভাবেই ১ মেগাবাইটের বেশী হওয়া যাবে না। আপনার প্রিয় সুরটি অন্য কোন ফরম্যাটে থাকলে তাকে *.wav এ কনভার্ট করে নিতে হবে। এবার পছন্দের সুরটি Windows XP Startup ও Windows XP Shutdown নামে সংরক্ষণ করতে হবে এবং এ ফাইল দুটি C:\Windows\Media–তে কপি অথবা পেস্ট করলেই তা উইন্ডোজের সুর হিসেবে শোনা যাবে।
সাধারণত পেনড্রাইভে ফাইল সংকোচন করে রাখা যায় না কারণ পেনড্রাইভ সাধারণত এফএটি, এফএটি৩২ ফাইল পদ্ধতিতে চলে । কিন্তু পেনড্রাইভকে এনটিএফএস ফাইল পদ্ধতিতে রূপান্তর করে খুব সহজে ফাইল সংকোচন করে পেনড্রাইভের মেমোরি অনেক সাশ্রয় করা যায়। আর এ জন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেমে Start/Run এ গিয়ে cmd লিখে কমান্ড খুলতে হবে এবং convert X:/FS:NTFS লিখে এন্টার করতে হবে। X-এর জায়গায় পেনড্রাইভ যে ড্রাইভে আছে সেই অক্ষরটি লিখতে হবে, যেমন L ড্রাইভে হলে L লিখতে হবে। এবার My Computer–এ গিয়ে পেনড্রাইভের আইকনে ডান ক্লিক করে Properties–এ যেয়ে এখান থেকে Compress Drive to Save Disk Space অপশনে টিক চিহ্ন দিয়ে OK করতে হবে। এবার Apply To Sub Folders and File অপশনে (যদি আসে) OK করে বের হয়ে আসতে হবে। এখন পেনড্রাইভে কোন কিছু কপি করে রাখলে খুব বেশী জায়গা নিবে না ফলে অনেক জায়গার সাশ্রয় হবে।
আমরা চাইলেই আমাদের হার্ডড্রাইভ লুকিয়ে রাখতে পারি। আর এ জন্য প্রথমে Start থেকে Run –এ গিয়ে gpedit.mscলিখতে হবে। তারপর বামদিকের বার থেকে Local Computer Policy-User Configuration-Administrative Templates-Windows components-Windows Explorer –এখান থেকে Hide these specified drives in my computer–এ দুই ক্লিক করতে হবে। Settings ট্যাব থেকে Enable নির্ধারণ করে Pick on of the following combinations বক্স থেকে যে ড্রাইভটি লুকাতে হবে তাকে সিলেক্ট করে Apply ok করতে হবে।
বিভিন্ন কারণে আমাদের মাঝে-মাঝেই সিডি লেখার (রাইট) খুব প্রয়োজন পড়ে। উইন্ডোজ ঘরানার অপারেটিং সিস্টেমে সিডি লেখার (রাইট) জন্য সাধারণত বিভিন্ন ধরণের সফটওয়্যার বাজারে পাওয়া যায়, যেগুলো টাকা দিয়ে কিনতে হয়। অবশ্য ইন্টারনেট থেকেও ফ্রীতেও এ কাজের জন্য ভাল কিছু সফটওয়্যার পাওয়া যায়। তবে ইচ্ছা করলেই এতো ঝামেলা না করে, এক্সপিতে আলাদা কোনো সফটওয়্যারের সাহায্য ছাড়াই যে সিডি লেখার ব্যবস্থা করা যায় তা অনেকেই হয়তো আমরা জানি না। এবং এ টিপসটি দিয়ে মোটামোটি কাজ চালিয়ে নেওয়া যাবে। এতে করে ঝামেলা অনেকখানি কমানোও সম্ভব হবে। এবার আসা যাক, কিভাবে তা করা সম্ভব সে ব্যাপারে। প্রথমে যে ফাইল বা তথ্যকে সিডিতে নেওয়া হবে, সেগুলো নির্বাচন করে মাউসের ডান বাটনে চাপুন। এবার Send To–এ ক্লিক করলে কয়েকটি অপশন দেখা যাবে, অপশনগুলো থেকে CD-RW Drive নির্বাচন করুন। তাহলে টাস্কবারে নোটিফিকেশন দেখা যাবে। এবার এ নোটিফিকেশনে ক্লিক করুন এবং এরপর যে নতুন উইন্ডো আসবে তার ডান পাশে নির্বাচন করা ফাইল বা ফোল্ডারগুলো দেখা যাবে। উইন্ডোর বাম পাশে CD Writing Task থেকে Write....files to CD–তে ক্লিক করুন। তাহলে সিডি রাইটিং উইজার্ড খুলবে। এখন CD name–এর ঘরে পছন্দের নাম বা তারিখ বসিয়ে Next–এ ক্লিক করুন, তাহলেই সব কাজ শেষ।
(সংগৃহীত)
আমি ফাহিম আহ্মেদ। Manager, Transcom Electronics Ltd., Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 480 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ফাহিম আহ্মেদ। ভাল লাগে বিভিন্ন বিষয়ে লেখালেখি করতে, গান শুনতে আর প্রচুর বই পড়তে। আমি মুক্ত মনের স্বাধীন মানুষ হতে চাই, চাই লেখার স্বাধীনতা। স্বপ্ন দেখতে ভালবাসি। স্বপ্নের মাঝেই আমি বাস্তবতার খোঁজ করি। স্বপ্নের রঙ্গিন ভেলায় ভেসে, আমি সত্য জগতে পাড়ি জমাতে চাই। চাই স্বপ্নীল আলোতে নিজেকে উদ্ভাসিত করতে।...
ভালো