সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই টিউন। সব সময়ের মত আশা করি আজও আপনারা ভাল আছেন প্রযুক্তিকে সাথে নিয়ে। এখন কথা বাড়ানো কী ঠিক হবে। আশুন কথা না বাড়িয়ে আসল বিষয়ে কথা বলি। শিরোনামে দেখতে পারছেন আজকের বিষয়টি আর আমি এখন বলব বস্তারিত।
অনেক সময় দেখা যায় কম্পিউটারের ভাল কোন গেইম খেলতে পারি না, ভাল কোন মুভি দেখতে পারি না। এর কারণ তো সবারি জানা আর তা হল র্যাম এবং ভিডিও ডিভাইস এর ক্ষমতা। এখনতো আপনি চাইলেই কম্পিউটারের ঐ সব ডিভাইস কিনতে পারবেন না। কেননা এটা ৫০ টাকা মূল্যের কপি রাইট সিডি না। যাই হোক, কম্পিউটারের যে ভিডিও ডিভাইস আছে ঐ ডিভাইস কে ভালভাবে রেখে কিছুটা হলেও সুবাধা ভোগ করা কী ভাল না। আমার মতে এটা অনেক ভাল যানি না আপনারা কি বলবেন। এখন আসুন জেনে নেই কিভাবে দেখবেন কম্পিউটারের ভিডিও ডিভাইসের অবস্থা।
প্রথমে Start—Run এ যান এবং লিখুন “DXDIAG” DirectX Diagnostic Tool চালু করার জন্য। এখন Display ট্যাব এ ক্লিক করুন। এখন Test DirectDraw এ ক্লিক করুন। দেখবেন একটি বল এর মত Dance করছে। যদি দেখেন এর নড়াচড়া দ্রুত হয় তাহলে বুঝবেন আপনার ভিডিও ডিভাইস টি ভাল আছে। আর যদি স্লো হয় তাহলে এর অবস্থান ভাল না। এবার Test Direct3D এ ক্লিক করুন আপনার 3D ডিভাইসের অবস্থান বুঝার জন্য। দেখবেন একটি সুন্দর বাক্স Dance করতেছে। যদি বাক্সের dance টি দ্রুত হয় তাহলে বুঝতে পারবেন ডিভাইসের অবস্থা ভাল আর যদি এর গতিও ভাল না হয় তবে বুঝতে পারবেন এর অবস্থা ভাল না। এই টিউনের কোন অংশে বুঝতে না পারলে বা বুঝতে সমস্যা হলে এই লিংকে এক নজর বুলিয়ে আসতে পারেন আশা করি সমস্যার সমাধান হবে। টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।
আশা করি টিউনটি ভাল লেগেছে। আর ভুল বশত কোন ত্রুতি থাকলে ক্ষমাপূর্বক দৃষ্টিতে দেখবেন বলে আশা করি।
উৎস ও বিস্তারিতঃ- http://www.tfortechnic.blogspot.com
আমি ফাগুন রেইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 401 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তির সাথে আপডেটেড থাকতে চাই। কখনও সফল আর কখনো...। বেসিকালী ওয়েব ডেভলাপমেন্ট এবং উইন্ডোজ ফোন এপস নিয়ে কাজ করা হয়।
ফাগুন অসাধারন টিউন