বাংলা লেখা এবং দেখায় যাদের সমস্যা তাদের জন্য এই টিউন

অনেক নতুন টিউনারদের পদচারনায় আজকাল মুখর টেকটিউনস. কিন্তু নতুন (এবং পুরাতনদের) অনেকেই আছেন যারা বাংলা দেখতে, বিশেষ করে লেখতে সমস্যায় ভোগেন. আগেও এই নিয়ে অনেক টিউন হয়েছে, তবু আমি আবার করছি. আজ বাংলা লেখা নিয়া একটি মুটামুটি নতুন টেকনোলজি নিয়া লেখবো.

বাংলা দেখতে সমস্যা হলে

  • ১. টেকটিউনস এর প্রথম পাতায় ডানদিকে দেখবেন একটি লিঙ্ক আছে “ঝকঝকে তকতকে বাংলা পড়ুন”, সেটি থেকে iComplex সফটওয়্যারটি নামিয়ে সেটআপ দিন. রিস্টার্ট দেয়ার পর আপনার বাংলা দেখার সব সমস্যা সমাধান হয়ে যাওয়ার কথা.
  • ২. যদি তারপর ও সমস্যা হয়, তাহলে আপনি এখান থেকে iComplex এর মূল কপি নামিয়ে নিন এবং সেটআপ দিন. রিস্টার্ট দেয়ার পর আশা করি সমস্যা সমাধান হয়ে যাবে.
  • ৩. উপরের দুই পন্থায় কাজ না হলে নিজেই ফন্ট ইন্সটল করে নিন, প্রথমে নামান সোলায়মানলিপি ফন্ট, এরপর Control panel > Fonts এ গিয়ে Paste করে দিন ফন্ট টি. যদি খুঁজে না পান, তাহলে C:\WINDOWS\Fonts এ গিয়ে Paste করুন. ব্রাউজার রিস্টার্ট দিন. বাংলা এবার “ঝকঝকে তকতকে”.

বাংলা লেখতে সমস্যা হলে

১. আপনি টেকটিউনস এর ফোনেটিক বা বিজয় ব্যবহার এ সমর্থ না হলে বা ঝামেলা হলে আপনাদের জন্য খুব সহজ এবং কার্যকর সমাধান এনেছে Google. Visit করুন এই সাইট এবং বাংলা Select করে লিখুন আপনার ইচ্ছামতো, যেকোনো শব্দের suggestions দেখতে পারবেন, backspace দিয়ে অন্য শব্দ ব্যবহার করতে পারবেন.

google transliteration

২. আপনি ভাবছেন বারবার এই সাইটে গিয়ে লিখা আর কপি পেস্ট করা কষ্টকর. তাহলে আপনার পিসি তে ইন্সটল দিয়ে দিন. নিচের চিত্র এর মতো করে ডাওনলোড করে নিন. তারপর ইন্সটল দিন,(নেট থেকে কিছু ফাইল নামাবে) এবং দরকার হলে পিসি রিস্টার্ট দিন.

download transliteration save

এবার আপনি এমনভাবে এটিকে Configure করতে পারবেন যেন আপনি Ctrl+Shift চাপলেই বাংলা লিখতে পারবেন, আবার Ctrl+Shift চাপলেই English লিখতে পারবেন. নিচের চিত্রের মতো করে Control panel> Regional and Language settings এ গিয়ে Configure করুন. এবার যেকোনো লেখার জায়গায় (Firefox, notepad, wordpad, microsoft word) এ শুধু Ctrl+Shift চেপে বাংলা Enable করে লিখতে থাকুন মনের মতো.

configure page 1 configure page 2

অনেক বাস্ততার মাঝে টিউন টি করতে হলো, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন. সবাই ভালো থাকবেন.

N.B: এই সম্পূর্ণ টিউন টি Google transliterate দিয়ে করা...

Level 0

আমি শিমুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 153 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Working on iPhone development...and i just wanna be myself....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভালই লিখেছেন। ধন্যবাদ।

বিষয়টি জানা ছিল তবে সুন্দর করে উপস্থাপনের জন্য ধন্যবাদ।

শিমুল ভাই ভাল টিউন করেছেন , ভাই তবে আইফোন এ্যাপ্লিকেশন নিয়ে কবে লিখবেন । জলদি করেন…………………….

    আইফোন এ্যাপ্লিকেশন নিয়ে লিখতে হলে আগে ম্যাক তথা হ্যাকিনটোশ সেটআপ নিয়ে লিখতে হবে, যা খুব কঠিন. সময় করে গুছিয়ে লিখতে হবে.

টিউনটা ভালই কিন্তু iComplex ইহাতো উইন্ডোজ৭ এ কাজ করেনা কোনো সমাধান থাকলে জানাইবেন,আপনাকে ধন্যবাদ.

    উইন্ডোজ৭এর জন্য iComplex লাগেনা। শুধুমাত্র ফন্ট টা ইন্সটল করলেই হবে।

ভালো লাগলো ধন্যবাদ……………..।

A+

ধন্যবাদ শিমুল ভাই ।

সবাইকে ধন্যবাদ.

খুব সুন্দর একটা টিউনের জন্য ধন্যবাদ……

শিমুল ভাই, আমি আপনার এক্কেরে অন্ধ ভক্ত হয়ে গেলাম। 😀 😛 🙂

Level 0

https://www.techtunes.io/help-ask/tune-id/163342 ভাই এই পোস্টটি একটু দেখুন প্লিজ আমি এটি করার চেষ্টা করছি কিন্তু বারবার সমস্যা হচ্ছে কেন??