অনলাইন আর্নিং এর এ পথ, সে পথ, আপনি যাবেন কোন পথে… [পর্ব-৭] :: আমাদের ব্যর্থতা কোথায় আর সফলতা কিভাবে ।

অনলাইন আর্নিং-এর এ পথ, সে পথ

আসসালামুআলাইকুম ।  আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন ।  ভালো থাকাটাই সব সময়ের প্রত্যাশা । রমজান মাসের উষ্ণ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব ।    


বরাবরের মতই আজ অনলাইন আর্নিং এর কিঞ্চিত বিষয় নিয়ে হাজির হয়েছি । আজকের পর্বে অনলাইন আর্নিং এর বিভিন্ন টিপস এবং ট্রিকস বাস্তবায়নে সাফল্য ব্যর্থতা নিয়ে আলোকপাত করব । বিভিন্ন টিপস বিভিন্ন মাধ্যমে অনেকেই দেখেন, জানেন, বুঝেন কিন্তু সঠিক পথে আগাতে পারেননা তাদের জন্য আমার এ ক্ষুদ্র প্রয়াস ।  ইতিপূর্বে ওয়ার্ডপ্রেস এ আয়ের বিষয়ে নির্দেশনা দিয়েছিলাম, কে কতটুকু আগাতে পেরেছেন জানিনা, তবে আশা করি কাজে নেমে পড়েছেন, কোনো ভয় নেই, আপনি সফল হবেন ইন..শা..আল্লাহ...  যে হাল ধরেছেন, সামনের দিকে এগিয়ে যেতে থাকেন, ব্লগস্পটে আর্টিকেল লিখে, ওয়ার্ডপ্রেস এ পোস্ট দিয়ে প্রতিনিয়ত সাইট এর ভিজিটর বাড়ানোর মাধ্যমে আপনার সাইটকে একটি ভালো পজিশন এ নিয়ে যান, পারলে ডোমেইন হোস্টিং নিয়ে একটি সাইট শুরু করুন, এভাবে আপনি আপনার আয়ের ক্ষেত্র আস্তে আস্তে বাড়াতে পারবেন, তৈরী করতে পারেন আপনার সফল ব্লগিং ক্যারিয়ার । আপনার পরিশ্রম এবং আপনার আত্মবিশাস সঠিক জায়গায় থাকলে আপনার সফলতা নিশ্চিত... সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে চললে আপনার কোনো চেষ্টা বৃথা যাবেনা । মনে রাখবেন পথে নামলে পথ-ই পথ দেখায় । আপনার প্রতিটি কাজে যতটুকু শ্রম দিবেন, যতটা চেষ্টা করবেন, ততটা সাফল্য আপনার হাতে এসে ধরা দিবে । লক্ষ্যকে সামনে রেখে যতটা কনফিডেন্স বাড়াতে পারবেন আপনার মধ্যে, সাফল্য আরো এক ধাপ এগিয়ে আসবে আপনার জীবনে। 


ভেবে দেখুন কোন পথে  কাজ করতে আপনি সাচ্ছন্দ বোধ করেন :

 

১। ব্লগিং 

২। সার্চ ইঞ্জিন অপটিমাইজেসন 

৩। ওয়েব ডেভেলপমেন্ট 

৪। অনলাইন মার্কেটপ্লেস 

৫। ফরেক্স ট্রেডিং 

৬। অনলাইন এ বিজ্ঞাপন 

৭।  ই-মেইল মার্কেটিং 

৮। এফিলিয়েট মার্কেটিং 

৯। গ্রাফিক্স ডিজাইন 

১০। প্রোগ্রামিং

 

আপনি যে পথ নিয়ে কাজ করতে সাচ্ছন্দ বোধ করেন সেটি নিয়েই এগিয়ে যান, লেগে থাকুন, তবে ভুল পথে অবশ্যই  পা  বাড়াবেন না ।

  

অনেকে বিভিন্ন পিটিসি সাইট এ রেজিস্ট্রেশন করে, বিভিন্ন সাইট এ ইনভেস্ট করে বিনিময়ে পেয়েছেন প্রতারণা।  তাই অনলাইন এ আয়ের বিষয়ে তারা যতটা আগ্রহী এবং আশাবাদী ছিলেন, পরিস্থিতি ততটাই তাদেরকে থমকে দিয়েছে ।  আত্মবিশ্বাস বাড়ানোর পরিবর্তে সবটুকু আত্মবিশ্বাস হারিয়ে হাল ছেড়ে দিয়েছেন অনেকে । কিন্তু অনলাইন আর্নিং এর বিশাল জগতে সঠিক দিক নির্দেশনার অভাবে ভুল পথে পা বাড়ালে তার জন্য এ জগত কে অযথা ভাবার কোনো অবকাশ নেই ।  সবকিছু ছেড়ে দিয়ে করলার চাষ করার চিন্তার কথা মাথায় আনারও দরকার ছিলনা । মাঝপথে যারা আশাহত হয়ে পড়েছেন, তাদের উদ্দেশ্যে বলব, ঘুরে দাড়ানোর প্রয়াস তৈরী করুন নিজের মাঝে, কোনো কাজে হাল ছেড়ে দিলে সাফল্য দেখার কোনো সুযোগ থাকেনা ।  প্রতিটি ব্যর্থতাই সফলতার একেকটি পদক্ষেপ । 


যে পথ দেখায় সে সবসময় এগিয়েই থাকে, দেখে আসুন এগিয়ে থাকা ব্যক্তিরা কোন পথে সফল হয়েছে, আপনিও সে পথে চেষ্টা করুন । তাদের কাছ থেকে সঠিক দিক নির্দেশনা গ্রহণ করলে আপনি পথভ্রষ্ট হওয়ার কথা নয় ।


স্বভাবতই চুনে মুখ পুড়লে দইকেও ভয় পেতে হয়, যার বাপকে কুমিরে খেয়েছে তারতো ঢেকি দেখেও ভয় পাওয়ারই কথা ।  নিজেকে আত্মবিশ্বাসী হিসেবে সকল কাজে নিয়োজিত করে রাখতে পারলে জীবনের সকল কঠিন পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব।  জীবনে এমন ভুল আমিও করেছি, তবুও চেষ্টা করছি নিজের আত্মবিশ্বাসটিকে টিকিয়ে রাখতে, আবার ঘুরে দাড়াতে, এগিয়ে যেতে, বাধ ভাঙ্গা উচ্ছাসে এখন তখন সবসময় মানুষের জন্য কিছু করতে ।  অনলাইন আর্নিং কিংবা ফ্রিলেন্সিং এর জগতে নতুন আগতদের জন্য এ আমার ক্ষুদ্র প্রয়াস । তাদের জন্য আমার পক্ষ থেকে কিছু জানানোর, কিছু শিখানোর, কিছু সঠিক দিক নির্দেশনা দেখানোর কিঞ্চিত প্রচেষ্টা অব্যাহত থাকবে, পাশাপাশি এ বিষয়ে সবার আন্তরিক সহযোগিতা ও দোআ কামনা করছি ।

 

নিচের  কথাটি আপনার ক্ষেত্রে সত্য কিনা তা একটিবার যাচাই করে দেখুন, সত্যি হলে বলার অপক্ষা রাখেনা সাফল্য আপনারই জন্য...

 

 "আমি হাসিমুখে ক্ষুদার কষ্ট সইতে পারি, পারি নিরবে চিন্তা করতে, পারি সহ্য করতে, আর পারি অপেক্ষা করতে, জানি ভালোবাসতে, পারি নিঃস্বার্থ সেবায় নিজেকে বিলিয়ে দিতে, আমি অনন্য, আমি অজেয়..."

 

কিছু কথা কিছু বাণী জীবনে অনেক পরিবর্তন এনে দিতে পারে । কোয়ান্টাম ফাউন্ডেশন কিংবা শুধু কিছু গবেষণালব্ধ কথার মাধ্যমেই নয়, জীবনের সকল বাধা বিঘ্ন পাড়ি  দিতে গেলে আপনি যতটা অভিজ্ঞতা অর্জন করবেন, তার প্রতিফলন আপনি ভবিষ্যতের সকল কাজেও ঘটাতে পারবেন ।  


আপনার আত্মবিশ্বাস, আপনার পরিবর্তন, আপনার দৃষ্টিভঙ্গি, আপনার ইচ্ছাশক্তি আপনার জীবনের  প্রতিটি ক্ষেত্রকেই প্রভাবিত করবে । অনলাইন এর সকল কাজে ধৈর্যের পরিচয় দেয়া, পাশাপাশি অন্যান্য আনুসঙ্গিক কাজে সে ধারা অব্যাহত রাখতে পারলে আপনি কোনো কিছু দ্বারা প্রভাবিত হবেননা । যদি মনের মাঝে একটি বিষয় স্থির করতে পারেন কোনো পরিস্তিতি দ্বারা আমি প্রভাবিত হবনা, বরং পরিস্থিতি আমার দ্বারা প্রভাবিত হবে । তবে আপনার দ্বারা শুধু আপনার নিজের জীবনের পরিবর্তন নয়, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র এবং আন্তর্জাতিক পর্যায়ে সকল পরিবর্তন-ই সম্ভব... আমরা সবাই সে পরিবর্তনের অপেক্ষায় থাকলাম ।

আমরা এগিয়ে যাব এবং সফল হবো, আল্লাহ আমাদের সহায় হবেন, ইন..শা...আল্লাহ ।  

সবাইকে ধন্যবাদ ।  

আজ অনেক অদ্ধাত্তিক কথা বলে ফেলেছি, তবুও কথাগুলোর মাধ্যমে কারো মনে যদি আমূল পরিবর্তন সাধন হয়, সেটি হবে চরম সার্থকতা । অনলাইন আর্নিং এর এ পথ সে পথ ই নয়, জীবনের সকল পথে নজিরবিহীন মাইলফলক তৈরী করা হয়ত আপনার দারাই সম্ভব ।

 

আমাকে খুঁজে পাবেন সবখানে সবসময় ...

আমার ফেসবুক ।    আমার ব্লগ ।    আমার ফেসবুক পেজ ।  আমার স্কাইপি আইডি 


সবার জন্য শুভ কামনা ।


Level 2

আমি ওবায়েদ উল্লাহ আইমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 350 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Computer Science & Engineering www.facebook.com/aimanbd


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ভাইয়্যা আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার একটি টিউন করার জন্য।
”স্বপ্নের জন্য রক্ত যখন ঘাম হয়ে ঝরে, সেই নোনা পানিতে জন্ম নেয় সাফল্যের বীজ” (কোয়ন্টাম ফাউন্ডেশান)।
অনলাইন আর্নিং কিংবা জীবনের যেকোন ক্ষেত্রে সফলতার জন্য প্রজ্ঞা যুক্ত কঠোর পরিশ্রমের কোন বিকল্প নেই।

    @Shamsul Alam: ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, সাফল্যের এ যাত্রা পথে আমরা অজেয় সৈনিক হয়ে এগিয়ে যাব… আশা করি সবাই সবাইকে সহযোগিতা করবেন সাধ্যমত… শুভ কামনা রইলো…