ছোট একটি সফটওয়্যার দিয়ে অসাধারন কিছু কাজ করুন।

winrar is used for many work

সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। চলে যতে চেয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত পারলাম না। কেন জানি মন মানলো না। তবে এটাও জানি না আর কত দিন থাকতে পারব। আপনারা যদি আমার সাথে তাকেন তাহলে অনেক দূর যেতে পারব। কিছুদিন আগে একটা মন্তব্যে Winrar সমন্ধে লিখব বলেছিলাম। আসলে এই সফটওয়্যার দিয়ে অনেক কাজ করা সম্ভব। আর এর সব কাজ সম্পর্কে লিখলে ৪,৫ টা টিউন লেগে যাবে। তাই কিছু বৈচিত্র ধর্মী কাজগুলো আজকে তোলে ধরার চেষ্টা করছি।এখন আর কথা না বাড়িয়ে কাজের কথায় আসা যাক।

শিরোনাম পরে হয়তবা কিছুই বুঝতে পারছেন না। আমরা অনেকেই winrar সমন্ধে জানি। আবার অনেকেই জানি না। Winrar হল একটি সফটওয়্যার যা ফাইল zip করার কাজে ব্যবহার করা হয় এছাড়াও এর অনেক কাজ আছে। এখন অন্য কথায় আসি। আমরা অনেকেই অনেক সময় একটা সমস্যায় পরি আর সমস্যাটা হল হাইডেন ফাইল দেখতে পারি না। এর কারণ হল একটা ভাইরাস। এটি মূলত একটা অটোরান ভাইরাসের কারণ। অটোরান ভাইরাস অনেক আছে তবে প্রায় সব ভাইরাসের কাজ মোটামোটি একই। এই ভাইরাস হতে মুক্তির উপায় হল কোন আপডেটেড এন্ট্রি ভাইরাস সফটওয়্যার ব্যবহার করা। তবে মনে রাখবেন আপডেট ছাড়া এন্ট্রি ভাইরাস সফটওয়্যারের কোন মূল্যই নাই। এখন কেউ হয়ত বা বলে ফেলবেন, কষ্ট করে টিউন  পড়তে পারছি আর সফটওয়্যার আপডেট করতে পারব না? আমার উত্তর হল আপনি পারবেন কিন্তু অনেক আছে যারা ইন্টারনেটে এই আছে এই নাই। কেননা অনেক আছে যারা শখের বসে মধ্যে মধ্যে ইন্টারনেট ব্যবহার করে। তাদের কথা ভাবা কি উচিত না? আর যদি আপনি নিজেই ভাইরাসকে ডিলিট করতে পারেন তার মধ্যে কী মজা নেই? আমার তো ভালই লাগে তবে জানি না আপনার কেমন লাগবে। এখন প্রশ্ন হল কিভাবে এই ভাইরাসগুলো ডিলিট করা যাবে। এর আগে এই বিষয়গুলো জানা দরকার।

কিভাবে এই ভাইরাস আক্রমণ করে

এই ভাইরাসটি মোবাইল বা পেন ড্রাইভ হতে কম্পিউটারে ছড়িয়ে পরে। মনে করেন আপনার একটি মোবাইলে এই ভাইরাসটি আছে। এখন আপনি ঐ মোবাইলটি কম্পিউটারের সাথে সংযুক্ত করলেন তাহলে এই ভাইরাসটি আপনার কম্পিউটারে চলে যাবে। এর পর যদি অন্য কোন ডিভাইস(মোবাইল অথবা পেইনড্রাইভ) এর সাথে সংযুক্ত করেন  তাহলে ঐ মোবাইল বা পেন ড্রাইভেও এই ভাইরাসটি চলে যাবে।

এই ভাইরাস কী করে?

এই ভাইরাস মূলত কম্পিউটারের স্টার্ট আপ ফাইলকে আক্রমণ করে যার ফলে কম্পিটার চালু হতে অনেক সময় লাগে। এবং এটি দ্বারা কম্পিউটার আক্রান্ত হলে আপনি হাইডেন ফাইল দেখতে পারবেন না। এছাড়াও অনেক সমস্যা হতে পারে।

ভাইরাস ডিলিট করার উপায়

এই অটোরান ভাইরাস নিজে নিজে ডিলিটের জন্য আপনি Winrar সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। এর সাহায্যে সহজেই কাজটি আপনি করে নিতে পারেন।

কিভাবে ভাইরাস চিহ্নিত করবেন?

এটি খুব একটি জটিল কাজ নয়। আপনি সহজেই এটি চিহ্নিত করতে পারেন। প্রথমে Winrar প্রোগ্রামটি চালু করুন তারপর ঐ সংযুক্ত ডিভাইসের এড্রেসে যান(পেন ড্রাইভ, মোবাইল)। যদি autorun.ini অথবা autorun.inf ফাইল দেখতে পান তাহলে বুঝতে হবে আপনার ঐ ডিভাইসটি ভাইরাস দ্বারা আক্রান্ত। আর যদি ঐ ফাইলটি যদি না পান তাহলে বুঝতে পারবেন ঐ ডিভাইসটি ঐ ভাইরাস হতে মুক্ত।

ভাইরাস দ্বারা আক্রান্ত ডিভাইস হত এই ভাইরাস মুক্ত করার উপায়

আপনি চাইলেই এই কাজটি করতে পারেন তাও আবার অনেক সহজেই। এর জন্য প্রথমে Winrar প্রোগ্রামটি চালু করুন। তারপর ঐ ডিভাইসে যান এবং ঐ autorun.ini ফাইলটি ডিলিট করে দেন। এখন দেখোন আর একটি .exe ফাইল পাবেন ঐ .exe ফাইলটাও ডিলিট করে দেন। আর যদি অনেকগুলো .exe ফাইল পান তাহলে সবগুলো ফাইল ডিলিট করাই ভাল তবে যদি মনে করেন ঐ স্থানে কোন প্রয়োজনীয় .exe ফাইল আছে তাহলে ঐ autorun.ini ফাইলটি অপেন করুন এবং সেখানে একটি .exe  ফাইল এর নাম পাবেন। এবং ঐ ফাইলটি ডিলিট করে দেন। এরপর ডিভাইসটি কম্পিউটার হতে সংযোগ বিচ্ছিন্ন করুন এবং আবার সংযুক্ত করুন। তাহলে আশা করি ঐ ডিভাইসটি এই ভাইরাস হতে মুক্ত হয়ে যাবে।

ভাইরাস দ্বারা আক্রান্ত কম্পিউটার হতে এই ভাইরাস দূর করণ

এখন প্রশ্ন হল আপনার কম্পিউটার আগে থেকেই এই ভাইরাস দ্বারা আক্রান্ত এখন এই ভাইরাস আপনার কম্পিউটার হতে রিমুভ করার জন্য কী করবেন? সত্যিকার অর্থে এই কাজটা একটু জটিল তবে আশা করি আপনি এই কাজটা করতে পারবেন। এর জন্য আপনাকে প্রথমে অপারেটিং সিস্টেমটি ফরমেট দিয়ে ইন্সটল করতে হবে এবং ইন্সটল শেষে কোন ফোল্ডার বা ড্রাইভ অপেন করা যাবে না। প্রথমে আপনি Start—Run এ গিয়ে Browse এ ক্লিক করে winrar প্রোগ্রামটি ইন্সটল করতে হবে। তারপর সফটওয়্যারটি চালু করতে হবে এবং প্রত্যেক ড্রাইভ হতে autorun.ini এবং .exe ফাইলগুলো ডিলিট করে দিতে হবে এমনকি Recycle Bin হতেও। এবার কম্পিউটারকে রিস্টার্ট দিতে হবে। আশা করি আপনি এইভাবে এই ধরণের ভাইরাসগুলো আপনার কম্পিউটার হতে ডিলিট করতে পারবেন।

ভাইরাস দ্বারা আক্রান্ত কম্পিউটারের অপারেটিং সিস্টেম রিইস্নটল করতে চাচ্ছেন না?

আপনি কী অপারেটিং সিস্টেম ফরমেট করতে চাচ্ছেন না। তাহলে আপনি ভাইরাস ডিলিট করতে পারবেন না ঠিক কিন্তু আপনি কম্পিউটারের হাইডেন ফাইল দেখতে পারবেন winrar সফটওয়্যারটি ব্যবহার করে। কেননা এই সফটওয়্যার ব্যবহার করে যেকোন হাইডেন ফাইল দেখা সম্ভব।

কিভাবে পাবেন Winrar সফটওয়্যারটি

এই সফটওয়্যারটি সংগ্রহে না থাকলে এই লিংকে ক্লিক করুন।

এই বিষয়গুলো বুঝতে সমস্যা হলে এই লিংকে যেতে পারেন।

আশা করি টিউনটা ভাল লাগল। আর ভাইয়া ও আপুরা আগেই একটা কথা বলে রাখি যদি কোন লিখা পড়তে সমস্যা হয় তাহলে আমাকে জিজ্ঞেস করবেন আমি বুঝিয়ে দিব আর ইংরেজী ভার্সনের লিংক তো দিলামি। টিউনটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

উৎস ও বিস্তারিতঃ- http://tfortechnic.blogspot.com

Level 0

আমি ফাগুন রেইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 401 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তির সাথে আপডেটেড থাকতে চাই। কখনও সফল আর কখনো...। বেসিকালী ওয়েব ডেভলাপমেন্ট এবং উইন্ডোজ ফোন এপস নিয়ে কাজ করা হয়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

আবার এসেছেন ফিরে আমাদের এই নীড়ে।ধন্যাবাদ আশা করি নিয়মিত টিউন করবেন

    টিউন তো করব যদি আপনারা চান। টিউনটি কেমন লাগল, ভাল হল না খারাপ হল, উপকারী না অপকারী তা তো বলবেন।

    Level New

    100% nice tune.

    ধন্যবাদ

    আমার আরো কিছু কাজ জানা আছে, এইগুলো পরে বলব অন্য একদিন।

    অবশেষে winrar দিয়ে কাজ করতে পারি নি।(কারন কিভাবে শুরু করব তাই বুঝতে পারছি না)।
    ফাগুন says , “প্রথমে Winrar প্রোগ্রামটি চালু করুন। তারপর ঐ ডিভাইসে যান এবং… ”

    devise এ কিভাবে যাব?

    দেখুন এড্রেস বার এ আপনার ডিভাইসটির ঠিকনা দিন তাহলেই তো হয়ে যায়। মনে করুন আপনার সংযোগকৃত ডিভাইসটির নাম memory(F:)। এখন আপনি এড্রেস বারে memory(F:) লিখুন অথবা আপনি বেক দিয়ে দিয়ে প্রথমে মাই কম্পিউটারে আসুন এবং ঐ ড্রাইভে ডাবল ক্লিক করে প্রবেশ করুন।

টিউন টিউনটা খুবই ভালো হয়েছে।
ধন্যবাদ তোমাকে।
এই একই কাজটি একই ভাবে তুমি ‘নিরো’ দিয়েও করতে পারো।

টিউনটা খুব ভালো হইছে আশা করি এখন আর পালানোর চিন্তা মাথায় আসবেনা.টিউনের জন্য তোমাকে ধন্যবাদ.

thanks you very much to publish tune.Welcome to Techtunes. May Allah bless you.

ধন্যবাদ winrar এর একটা ভাল ব্যবহার শিখলাম।

ব্যবহার করি টিক এত কিছু জানতাম না ধন্যবাদ।

Level 2

ফিরে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের সবার মাঝে থেকো সবসময়।

Level 2

চমৎকার একটি তথ্য শেয়ার করার জন্যে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমার বিশ্বাস এই টিপসটি অনেকের কাজে লাগবে। আশা করছি তোমার টিউনের মান দিন দিন উন্নত হবে। আর হ্যাঁ, এখানে সবাই তোমার বন্ধু। তোমার খারাপ কেউ চায় না। সমালোচনা (সম+আলোচনা) শব্দটির অর্থ কারো মন্দ এবং ভাল উভয় দিক নিয়ে আলোচনা করা। কাজেই যারা তোমার সমালোচনা করে, তারা নিশ্চয়ই তোমার হিতাকাংখী (যদি সেটা সত্যিকার অর্থে সমালোচনা হয়)। আর যারা নিন্দা করে, তারা অবশ্যই তোমার মঙ্গল চায় না। সুতরাং, সমালোচনাকে উদারভাবে গ্রহণ কর আর নিন্দাকে অগ্রাহ্য কর। কিন্তু হাল ছেড়ো না। ভাল থেকো।

Bravo ফাগুন রেইন .
welcome to TT again.

bhai winrar die kivave file ke password protected kora jai janale khusi hobo.thanks for nice tune

    আপনাকে ধন্যবাদ। প্রথমে আপনি যে ফাইলকে rar করবেন ঐ ফাইলটাতে রাইট ক্লিক করে add to archive এ ক্লিক করুন। তারপর advanced ট্যাব এ যান, set password এ ক্লিক করুন এবং আপনার password টি দেন এবং ok তে ক্লিক করুন। যদি বুঝবে সমস্যা হয় বলবেন পরে একটি টিউন করে বুঝিয়ে দিব

ওয়াও ফাগুন……….. গ্রেট টিউন……….. এরকম আরো টিউন চাই…….একদম পুরো টেকটিউনসকেই ফাগুনের রংয়ে রাঙাতে হবে……. চালিয়ে যাও

ধন্যবাদ