আমাদের কম্পিউটারে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে অনেক সফটওয়্যার ব্যবহার করে থাকি। বেশ কিছু সফটওয়্যার আছে যেগুলো ইন্সটল করার পর চালু করতে গেলে msvcr100.dll missing দেখায়। আমি নিজেও এই সমস্যায় পরেছি Adobe illustrator CS6 ইন্সটল করার পর। আমি ছোট একটি সফটওয়্যার দ্বারা এই সমস্যার সমাধান পেয়েছি। আশা করি আপনারাও পাবেন। প্রথমে নিচের আইকনটিতে Click করে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
এখন শুরু করা যাকঃ
1. Install DLL Files এ যান।
2. খালি বক্সটিতে আপনার dll ফাইলটির নাম লিখুন।
3. এরপর Search DLL-Files.com আইকনটিতে ক্লিক করুন।
4. File টি show করলে এতে click করুন।
এরপর File টি Download হয়ে Automatically Install হয়ে যাবে।
ব্যাস,হয়ে গেল।
এটি নিয়ে আগে টিউন হয়ে থাকলে আমি দুঃখিত। আর অবশ্যই মন্তব্য করবেন। ধন্যবাদ...
আমি shunno_poth। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
atodin kothY CHILEN VAI???
try kortesi.amr sobcheye besi dorkar silo post ta