আমি একজন ব্লগার, আমি রোজ গুগল সার্চ করে আমার পছন্দের ব্লগ পড়ি, আমি তোমার ব্লগ ও পড়ি কিন্তু গোপনে তুমি জানো না কারন আমি তোমার ব্লগে কোন কমেন্ট করি না ।
আমি জানি একটা কমেন্ট কতটা দামি তোমার জন্য । আমি লিখতে ভালোবাসি, কোন কোন দিন আমি তোমার ব্লগে কমেন্ট করব বলে ভাবি কিন্তু লিখতে ইচ্ছা করে না ।
আমার মতো এরকম বহু পাঠক বা ভিসিটর আছে যারা ব্লগ পড়ে কিন্তু ব্লগে কোন কমেন্ট করে না । প্রতিদিন যত লোক আপনার ব্লগ পড়ে এর মধ্য যদি ৫০% লোক কমেন্ট করত তবে আপনার ব্লগের অর্ধেক পেজই থাকতো কমেন্ট দিয়ে ভরা । আমরা জেনে নিই কেন পাঠকেরা ব্লগে কমেন্ট করে না ...
কিন্তু যখন আপনি খুব ভালো কিছু লেখেন আমি তখন খুব উৎসাহ নিয়ে সেগুলো শেয়ার করি এবং আমার আঙ্গুলগুলো কীবোর্ড এ সুরের ঢেউ তুলে দেয় । উপরের ৮ টিই শুধু নয়, পাঠকের কমেন্ট না করার অনেক অনেক কারন আছে ।
ব্লগিং নিয়ে আমি নতুন ব্লগিং শুরু করেছি, সময় পেলে ঘুরে আসুন । আপনারও উপকার হতে পারে ।
আমি Gautam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 197 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
৪ নং পয়েন্ট টা সব চাইতে বেশি কারজ কর।