সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভাল আছেন। হ্যা লেখাটা পড়ে মনে হচ্ছে কিছুদিন আগেও মনে হয় এই বিষয়ে কিছু একটা পড়েছেন। হ্যা, কথা সত্য কিছু দিন আগেও প্রবাসী ভাইয়া এই নিয়ে একটা টিউন করেছিলেন। আজকে আমি আবার সেই বিষয় নিয়ে এসেছি। এখন প্রশ্ন হল একটা বিষয় নিয়ে যেহেতু আলোচনা হয়েই গেছে তো আবার আমি এলাম কেন? হয়তোবা বিরক্তও লাগছে। বিরক্ত বুধ করবেন না। একটু ধৈর্য ধরে টিউনটা পড়ুন। ভাইয়া উনার টিউনে এই বিষয়ের জন্য একটি সফটওয়্যারের কথা বলেছিলেন। কিন্তু আমি অতি নির্বেজাল ব্যাক্তি। যদি কোনো সফটওয়্যার ডাওনলোড ছাড়াই কাজ হয় তো আপনি কী ডাওনলোড এর দিকে যাবেন? যারা জামেলা পছন্দ করেন তাদের বিষয় ভিন্ন। আর কথা বাড়াব না। এখন কাজের কথায় আসি।
আপনার কী দেখতে সমস্যা হয়? অথবা ছোক ভাল কিন্তু এমন অনেক ছবি অথবা অনেক সময় এমন অনেক কিছু লিখা তাকে যা সহজে পড়া যায় না। উদাহরণস্বরূপ ফেইসবুকে বাংলা চ্যাটের কথা বলা যায়। যারা ফেইসবুকে বাংলা চ্যাট করেছেন তারা যানেন যে এত ছোট লেখা পড়তে কথ জামেলা পুশাতে হয়। আর এই সব কথা মাইক্রোসফটের আগে তেকেই হয়ত জানা আছে তাই তো তারা উইন্ডোজ অপারেটিং এর সাথে একটি প্রোগ্রাম দিয়ে দিয়েছে যা ব্যবহার করে অতি সহজে এই সব অতি ছোট লেখাও পড়াও সম্ভব হবে।
এই প্রোগ্রামটির নাম হল Magnifier । এই প্রোগ্রাম নিজে তেকে ইন্সটল করার কোনো প্রয়োজনই নেই। কেননা এটা আপনি পাচ্ছেন উইন্ডোজ় এর সাথে ফ্রী হিসেবে। এখন প্রশ্ন হল কিভাবে এই প্রোগ্রাম চালু করবেন? হ্যা, এটা চালু করার জন্য পথমে Start—Program Files—Accessories—Accessibility এ যান এবং Magnifier এ ক্লিক করুন। প্রোগ্রাম চালু হল? হ্যা শুধুমাত্র এই কাজ করার মাধম্যেই আপনি এই প্রোগ্রাম চালু করে ফেলতে পারেন। তাহলে কেন ডাওনলোড এর জামেলায় যাবেন? আর তারপরও জামেলায় যেতে চাইলে আমার বলার কিছু নাই। আশা করি টিউনটা ভাল লাগল। সবাইকে টিউনটা পড়ার জন্য আমার পক্ষ তেকে ধন্যবাদ। যদি বুঝতে সমস্যা হয় এই লিংকে যেতে পারেন।
[আমি অনেক দিন ধরে একটা সমস্যা পরেছি বলতে গেলে এখানে জয়েন করার পর তেকেই। আমি যখন কারো টিউনে মন্তব্য করি তখন সে যদি তার উত্তর প্রদান করে আমি তার কোনো ইমেইল পাই না যার ফলে আমি উনার প্রশ্ন বা উনার উত্তর জানতে পারি না। আমি এই বিষয়টা নিয়ে শাকিল ভাইয়ার সাথে ফেইসবুকে কথা বলেছি উনি বলেছিলেন যে সমাধান করবেন। কিন্তু এখনও কোনো সমাধান পাই নি। আশা করি টিনটিন ভাইয়া খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করবেন।]
আমি ফাগুন রেইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 401 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তির সাথে আপডেটেড থাকতে চাই। কখনও সফল আর কখনো...। বেসিকালী ওয়েব ডেভলাপমেন্ট এবং উইন্ডোজ ফোন এপস নিয়ে কাজ করা হয়।
thanks