কোন লেখা যতই ছোট হোক না কেন, পড়ুন তা বিনা কষ্টে।

সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভাল আছেন। হ্যা লেখাটা পড়ে মনে হচ্ছে কিছুদিন আগেও মনে হয় এই বিষয়ে কিছু একটা পড়েছেন। হ্যা, কথা সত্য কিছু দিন আগেও প্রবাসী ভাইয়া এই নিয়ে একটা টিউন করেছিলেন। আজকে আমি আবার সেই বিষয় নিয়ে এসেছি। এখন প্রশ্ন হল একটা বিষয় নিয়ে যেহেতু আলোচনা হয়েই গেছে তো আবার আমি এলাম কেন? হয়তোবা বিরক্তও লাগছে। বিরক্ত বুধ করবেন না। একটু ধৈর্য ধরে টিউনটা পড়ুন। ভাইয়া উনার টিউনে এই বিষয়ের জন্য একটি সফটওয়্যারের কথা বলেছিলেন। কিন্তু আমি অতি নির্বেজাল ব্যাক্তি। যদি কোনো সফটওয়্যার ডাওনলোড ছাড়াই কাজ হয় তো আপনি কী ডাওনলোড এর দিকে যাবেন? যারা জামেলা পছন্দ করেন তাদের বিষয় ভিন্ন। আর কথা বাড়াব না। এখন কাজের কথায় আসি।

আপনার কী দেখতে সমস্যা হয়? অথবা ছোক ভাল কিন্তু এমন অনেক ছবি অথবা অনেক সময় এমন অনেক কিছু লিখা তাকে যা সহজে পড়া যায় না। উদাহরণস্বরূপ ফেইসবুকে বাংলা চ্যাটের কথা বলা যায়। যারা ফেইসবুকে বাংলা চ্যাট করেছেন তারা যানেন যে এত ছোট লেখা পড়তে কথ জামেলা পুশাতে হয়। আর এই সব কথা মাইক্রোসফটের আগে তেকেই হয়ত জানা আছে তাই তো তারা উইন্ডোজ অপারেটিং এর সাথে একটি প্রোগ্রাম দিয়ে দিয়েছে যা ব্যবহার করে অতি সহজে এই সব অতি ছোট লেখাও পড়াও সম্ভব হবে।

এই প্রোগ্রামটির নাম হল Magnifier । এই প্রোগ্রাম নিজে তেকে ইন্সটল করার কোনো প্রয়োজনই নেই। কেননা এটা আপনি পাচ্ছেন উইন্ডোজ় এর সাথে ফ্রী হিসেবে। এখন প্রশ্ন হল কিভাবে এই প্রোগ্রাম চালু করবেন? হ্যা, এটা চালু করার জন্য পথমে Start—Program Files—Accessories—Accessibility এ যান এবং Magnifier এ ক্লিক করুন। প্রোগ্রাম চালু হল? হ্যা শুধুমাত্র এই কাজ করার মাধম্যেই আপনি এই প্রোগ্রাম চালু করে ফেলতে পারেন। তাহলে কেন ডাওনলোড এর জামেলায় যাবেন? আর তারপরও জামেলায় যেতে চাইলে আমার বলার কিছু নাই। আশা করি টিউনটা ভাল লাগল। সবাইকে টিউনটা পড়ার জন্য আমার পক্ষ তেকে ধন্যবাদ। যদি বুঝতে সমস্যা হয় এই লিংকে যেতে পারেন।

[আমি অনেক দিন ধরে একটা সমস্যা পরেছি বলতে গেলে এখানে জয়েন করার পর তেকেই। আমি যখন কারো টিউনে মন্তব্য করি তখন সে যদি তার উত্তর প্রদান করে আমি তার কোনো ইমেইল পাই না যার ফলে আমি উনার প্রশ্ন বা উনার উত্তর জানতে পারি না। আমি এই বিষয়টা নিয়ে শাকিল ভাইয়ার সাথে ফেইসবুকে কথা বলেছি উনি বলেছিলেন যে সমাধান করবেন। কিন্তু এখনও কোনো সমাধান পাই নি। আশা করি টিনটিন ভাইয়া খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করবেন।]

Level 0

আমি ফাগুন রেইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 401 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তির সাথে আপডেটেড থাকতে চাই। কখনও সফল আর কখনো...। বেসিকালী ওয়েব ডেভলাপমেন্ট এবং উইন্ডোজ ফোন এপস নিয়ে কাজ করা হয়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks

ফাগুন টিউন তো ভালোই করতে পার, কিন্তু টিউনের মানের দিকে একটু তাকাইও।

    কেন দোস্ত টিউনটা কী খারাপ হইছে?

    আমি তা বলি নি। কিন্তু আমি তোমার কাছে আরোও ভালো কিছু আশা করি।

    হ্যা। কিন্তু আমাকে প্রবাসী ভাইয়া এই নিয়ে টিউন করার জন্য বলছিলেন

বস, ব্রাউজারের বিল্ট ইন জুম ব্যবহার করেই কি কাজটা করা যায়না?
আমি তো অপেরা তে ctrl+Mouse Scroll ব্যবহার করেই কাজটা করি।

    হ্যা করা যায় কিন্তু এখানে তো শুধূ বাউজারের কথা বলা হয় নাই। যা ব্যাউজারে নাই তা কি করবেন। প্রবাসী ভাইয়া এই বিষয়ে একটা টিউন করেছিলেন তিনি বলেছিলেন একটা সফটওয়্যার এর কথা আর আমি তখন বলেছিলাম সফটওয়্যার ছাড়াই এটা করা যায়, তিনি এই নিয়ে একটা টিউন করার কথা বলেছিলেন তাই করলাম

ভাই, টিউন করার সময় বানানের দিকেও একটু নজর দিয়েন……

অনলাইনে সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষ দেখছে ১২ লাইনের একটি টিউনে একজন বাংলাদেশী বাঙালীর ১ ডজন বানান ভুল হয়। চক্ষু বন্ধ করে একবার ভাবুন তো কী লজ্জা !

ফাগুন রেইন, S.S.C পরীক্ষার্থী
২২ মার্চ, ২০১০ প্রথম টিউন(সম্ভবত:)
* 19 টিউন
* 152 মন্তব্য
এটা হলো বর্তমান স্ট্যাটাস উপরোক্তো টিউনার এর।
আমরা কি এখনো বলতে পারি সে নতুন টিউনার?
বানান সংক্রান্ত সমস্যা এটাতো ইচ্ছে করলেই বোধ হয় সমাধান করা সম্ভব।
S.S.C তে বাংলা ছিল না? বাংলায় কি এই পরিমান ভুল করলে মার্কস……….. কত……..?
টিউনস এর মান নিয়ে নাই বল্লাম!!
টিউন এর কোয়ান্টিটি কি খুব বেশী প্রয়োজন———- কোয়ালিটিকে কি আমরা গুরুত্ব দিতে পারি না?
আমি জানি না এডমিনগন টিউনগুলো আসলেই দেখে কিনা?
যাক এই কথাগুলো তোমার ভালো লাগবে না, তার পর বলি তোমার পরে নতুন টিউনার আসছে আসবে তখন সবাই এই ভুল গুলো ফলো করবে যা কারো কাম্য নয়। তাই আমি চাই তুমি তোমার এই ছোটখাট দূর্বলতা গুলোর দিকে নজর দিবে এবং আরো ভালো এবং নির্ভুল টিউন করবে এটাই তোমার কাছে আমার প্রত্যাশা।
রিপন এর কমেন্টসটা লক্ষ্য কর?
ধন্যবাদ।

ফাগুন ভাই দেখলাম আপনার টিউনটি এবং জানলাম।ধন্যবাদ।আপনি ১০০% একজন সাদা মনের মানুষ এটাতে আমার কোন সন্দেহ নেই।

কে কি বলেছে তা আমার মাথায় ডুকছে না।

টিউনটি আমার বেশ কাজে লেগেছে।

“লেখায় বানান যতই ভুল হোক না কেন, পড়ুন তা কষ্ট করে।“ শিরোনামটা এরকম হলেই মনে হয় যুক্তি সংঙ্গত হত। চলুন দেখে আসি আপনার বানান ভুলের সংখ্যা কত।

মোট বানান ভুল সংখ্যা ১০টি।

সঠিকটা বোধ হয় আপনি জানেন না। তাই আপনার কাছে উপরের মন্তব্যের মত মন্তব্য যাতে না আসে সেই সুবিধার্থে আমি নিচে বানান গুলো আপনার জন্য ঠিক করে দিলাম। যদি আপনার সত্যিই সঠিক বানান জানা না থাকে তাহলে মন্তব্যটা কাজে আসবে আর যদি জেনেই ভুলগুলো আপনি করেন তাহলে বলার কিছুই নেই। তো আশা করি সঠিক বানান গুলো আপনি এডিট করে দিবেন।

1. ‘আল্লাহ তাআলার’- শুদ্ধ বানান- আল্লাহু তায়ালা;
2. ‘বুধ’- আমার মনে হয় উনি ‘বোধ’ বোঝাতে চেয়েছেন;
3. ‘নির্বেজাল’- শুদ্ধ বানান- ‘নির্ভেজাল’;
4. ‘ডাওনলোড’- শুদ্ধ বানান- ডাউনলোড (যদিও ইংরেজী শব্দ, তারপরেও এটা বেশ প্রচলিত বানান);
5. ‘জামেলা’- এটা কি ‘জুমলা’, না কি ‘ঝামেলা’?;
6. ‘ছোক’- কি হবে বুঝতে আমার ২ মি. সময় লাগছে, মনে হয় ‘ এটা চোখ’ হবে;
7. ‘তাকে’- বানানটাতো ঠিক, কিন্তু মনে হয় ‘থাকে’ বুঝাতে চেয়েছেন;
8. ‘যানেন’- শুদ্ধ বানান- ‘জানেন’;
9. ‘কথ জামেলা পুশাতে’- নিজেই বুঝতে পারিনি তো ঠিকটা বলব কিভাবে;
10. ‘তেকেই’- শুদ্ধ বানান- ‘থেকেই’।

আর একটি বানান কয়বার ভুল করেছেন সেটা তো লিখলাম না।
পরিশেষে একটা কথা, যদি আপনি বাংলা টাইপিং ভালো না জানেন, তাহলে তা টিউনের শেষে বলে দিবেন। এরকম মন্তব্য আর আসবে না।
আশা করি মন্তব্যের Negative দিকটা না নিয়ে Positive দিকটাই নিবেন।

আরে তুমি লিখ…… ভুল হলে হোক….টিউন করতে করতে দেখবা একসময় সব ঠিক হয়ে যাবে……… চালায় যাও

টিউনটি করার জন্য ধন্যবাদ।