জেনে নিন আপনার কম্পিউটারের ডিভাইসসমূহের তথ্য এবং হাইড করে নিন ড্রাইভ। (পোর্টেবল ভার্সন)

 

ডিভাইসসমূহের তথ্য দেখাঃ

আপনার কম্পিউটারে কি কি ডিভাইস আছে, তা হয়তো জানার জন্য ডিভাইস ম্যানাজার অপেন করলেই দেখতে পাবেন। windows এর নিজ্বস এই ডিভাইস ম্যানাজার ব্যবহার করে সব ভিভাইস এর বিস্তারিত তথ্য পাওয়া যায় না। কিংবা আপনি চান যে প্রত্যেকটা ভিভাইস এর বিস্তারিত তথ্য আলেদা ভাবে প্রর্দশিত হউক বা বিস্তারিত তথ্যগুলো নিয়ে একটা ফাইল তেরি করা রাখা হউক, হ্যা এই সবই করতে পারবেন System spc নামক এই ছোট্ট একটি সফটওয়্যার দিয়ে। এছাড়াও এর সাথে বেশ কিছু ইউটিলিটির লিংক দেওয়া আছে, যা মূলত windows এর নিজস্ব ইউটিলিটি ব্যবহার করে কার্য নির্বাহ করে। তার পরও একসাথে সব একস্থানে পাওয়াটাও অনেক কাজের।

ডাউনলোড


জিপ ভার্সন এবং ইএক্সই ভার্সন

 

ড্রাইভ হাইড করাঃ

 

পোর্টেবল এই ড্রাইভ ম্যানাজার দিয়ে আপনি সিডি রম ড্রাইভ সহ হার্ডডিক্স এর যে কোন ড্রাইভ ই অনায়সে লুকিয়ে ফেলতে পারবেন। এর ফলে explorer এ উক্ত হাইড করা ড্রাইভ আর প্রর্দশিত হবে। তাছাড়া এই ড্রাইভ ম্যানাজার দিয়ে আপনি সাবটিটুট করে অতিরিক্ত ড্রাইভ ও তৈরি কেরে নিতে পারেন। তো আসনু দেখে নিই কিভাবে ড্রাইব হাইড করা যায়।

১। ড্রাইব ম্যানাজার ডাউনলোড ( লিংক ১ এবং লিংক ২) করে তা রান করুন।

২। আপনি যে ড্রাইভটি হাইড করতে চান সেটি উপর ডান বাটনে ক্লিক করে hide selected drive এ ক্লিক করুন।

৩। হাইড করতে চাইলে কনফারমেশন ডায়ালগ বক্স হতে Yes বাটনে ক্লিক করুন।

৪। কাজ শেষে Ok বাটনে ক্লিক করে , কম্পিউটার রিস্টার্ট করে নিন।

আন হাইড করার নিয়মও একই রকম ।

মজার ব্যাপার হল এই সফটওয়্যারটি আপনি পেন ড্রাইভে রেখে ড্রাইভ হাইড করে নিন এতে করে কেউ আর আন হাইড করতে পারবেন না এবং আপনি যখনই প্রয়োজন মনে করেন , তখনই পেনড্রাইভ হতে ড্রাইভ ম্যানাজার চালু করে আন হাইড করে নিতে পারেন।



Level 0

আমি মাইক্রোকাতার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 392 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের জীবনটাকে নিয়ে প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট করেছি। কোন কিছুই দীর্ঘায়িত করতে পারি না, একগেয়েমী চলে আসে,তাই কোথাও বেশীদিন স্থির হতে পারি না। কাতারের পাঠ চুকিয়ে বর্তমানে কর্মসূত্রে U.A.E তে । টেকি বিয়ষক লেখা-ঝোকার সাইট-ই সবচেয়ে পছন্দের। মাঝে মাঝে আমি টেকি নিয়ে লেখার দুঃসাহস দেখাই, কখনো ভিন্ন কিছুও লিখতে ইচ্ছে করে, কিন্তু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অনেক ধন্যবাদ মাইক্রোকাতার ভাই।মাইক্রোকাতার ভাই আমি আমার DSL হতে কয়টা কম্পিউটারে কখন লাইন চলে এবং আপ হয় তা জানার কোনো soft আছে কি? থাকলে জানাবেন plz.

    DSL কানেশন দেওয়ার জন্য আপনি যে রাউটার ব্যবহার করেন, তা দিয়েই মনিটর করতে পারেন। সবচেয়ে ভাল , আপনি ডি এস এল কানেশন শেয়াররিং করার জন্য যে ডিভাইস ব্যবহার করছেন, যদি সেটির নাম এবং মডেল নম্বর দেন , তাহলে একটা গাইড লাইন দিতে পারবো।
    এছাড়াও আপনি যদি লোকাল নেটে মনিটরিং করতে চান তাহলে আপাতত নিচের লিংক টিতে ঘুরে আসুন।
    http://www1.purenetworks.com/product/pro.php

Level 0

জটিল টিউন…………….

ধন্যবাদদদদদদদদদদদ

    ধন্যবাদ, আমার টিউনস এর চাইতেও আপনার আভাতারটা আরো জটিল।

Level 0

Product Name: SpeedTouch 585
Serial Number: CP0606JT8FY মাইক্রোকাতার ভাই এটা আমার মডেম।

    আপনি প্রথমে আপনার মডেম এ ওয়েব লগইন করুন।
    এজন্য ব্র্যাউজার অপেন করুন এবং টাইপ করুন 192.168.1.254 অথবা http://speedtouch.lan
    এবার বাম পাশের টাস্ক মেনু র সবার নিচে লক্ষ্য করুন
    home network নামে একটি মেনু রয়েছে, সেটি ক্লকিক করুন।
    ডান পাশে লক্ষ্য করে দেখুন DSL ডিভাইস এর সাথে সংযুক্ত পিসি বা অন্য কোন মিডিয়ার নাম গুলো প্রর্দশিত হচ্ছে।

ধন্যবাদ।

ডাউনলোড করলাম। দেখি কতদুর কাজ করে। ভাল টিউন।

    আমি তো দেখলাম বেশ ভাল করেই কাজ করে, আশা করি আপনার বেলায়ও ভাল করে কাজ করবে।