আসসালামু আলাইকুম , আশা করি আপনারা সবাই ভাল আছেন । আমার মনে হয় এমন কোন মানুষ নেই যারা এখন পর্যন্ত Gp থেকে কিভাবে ফ্রী নেট চালান যায় এটা জানে না । তাই Gp থেকে ফ্রী নেট সম্পর্কে নতুন কিছু বলার আমার নেই ।
তাই আমি প্রথমে শুরু করি proxifire এর Error সমস্যার সমাধান
আমি প্রায় ১ সপ্তাহ ধরে ফ্রী নেট ব্যাবহার করতে পারতেছিনা proxifire এর Error সমস্যার জন্য । আমি ভাবছিলাম ফ্রী নেট এর এই ট্রিকস টাও মনে হয় শেষ হয়ে গেছে । কিন্তু না আমি আজকে থেকে ঠিক আগের মতই ফ্রী নেট ব্যাবহার করতে পারতেছি ।
যাদের proxifire https Error দেখায় তারা এই সফটটি ডাউনলোড করুন । তারপর আনজিপ করুন, এটি পোর্টেবল সংস্করণ তাই সরাসরি প্রোক্সিমাইজ আইকনে ক্লিক করে প্রোগ্রামটি রান করুন। সফটটি ওপেন করলে সিরিয়াল চাইবে। Name: Mubin Serial: 2TCKX-TYQHL-NFN33-3YEDY-QW65D এই তথ্য দিন। এখন সেই আগের মতো profile সেট করে ফ্রী নেট ব্যাবহার করুন । আসা করি এবার কোন সমস্যা হবে না ।
এবার আসি আপনি কিভাবে পিসিতে গ্রামীণফোনের ফ্রি নেট ব্যাবহার করবেন ( যারা জানেন না )
আপনি প্রথমে p1 প্যাকেজ ব্যাতিত অন্য যেকোনো প্যাকেজ একটিভ করুন । আপনি ৩ mb এই প্যাকেজ টি ব্যাবহার করতে পারেন এতে আপনার ১০* টাকা কাটবে এবং ৭ দিন মেয়াদ থাকবে । *500*10*1# ডায়াল করলেই আপনার ৩ mb প্যাকেজ টি একটিভ হয়ে যাবে ।
এখন আপনার মোডেম / পিসি সুইট সেটআপ করে নিতে হবে।
পিসি সুইট সেটআপ:
১ নোকিয়া পিসি সুইট ওপেন করুন connect to the internet এ ক্লিক করুন ।
২ এরপর নেট কানেক্ট অপশনে যান। সেখানে নিচের সেটিং অপশনে ক্লিক করুন ।
৩ এখন Configure the Connection Manually অপশনে এ ক্লিক করে next ক্লিক করুন ।
৪ এখানে শুধু একসেস পয়েন্টে gpmms লিখে টিক চিহ্ন দিয়ে বেরিয়ে আসুন।
এরপর কানেক্ট দিন।
জিপি মোডেম সেটিং:
১ গ্রামীণমোড মডেম সফটটি ওপেন করুন । এরপর টুলস>অপশন এ যান ।
২ টুলস ডায়ালগ বক্স আসলে সেখান থেকে প্রোফাইল ম্যানেজারে যান ।
৩ এরপর নিচের মতো করুন এবং ছবি অনুসরণ করুন:
Profile Name: GPMMS
APN Type: Static
APN: gpmms
আর কিছু করা লাগবে না। এরপর সেভ বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন।
৪ এরপর মেইন মেনু থেকে জিপিএমএমএস সিলেক্ট করে কানেক্ট দিন ।
এখন আপনি নিচের দুটি সফটওয়্যার ডাউনলোড করুন ।
১ প্রোক্সিমাইজ - সাইজ ৩ মেগাবাইট
২ রিকানেক্ট - সাইজ 2০০ কিলোবাইট।
প্রোক্সিমাইজ:
প্রোক্সি মাইজ সফটওয়্যারটির মাধ্যমে এখন আর আলাদা করে কোনো প্রোক্সি লাগবে না। এতে আপনি আপনার গোপনীয় সাইট (যেমন ফেসবুক, জিমেইল) মানে যেসব সাইটে পাসওর্য়্যাড দিয়ে ডুকতে হয় তা করতে পারবেন। হ্যাক হবে না ।
সেট করার পদ্ধতি
১ সফটওয়্যারটি ডাউনলোড করুন,আনজিপ করুন, এটি পোর্টেবল সংস্করণ তাই সরাসরি প্রোক্সিমাইজ আইকনে ক্লিক করে প্রোগ্রামটি রান করুন।
২ সফটটি ওপেন করলে সিরিয়াল চাইবে।
Name: Mubin
Serial: 2TCKX-TYQHL-NFN33-3YEDY-QW65D
এই তথ্য দিন।
৩ উপরের দিকে নতুন প্রোফাইল বাটনে ক্লিক করুন।
৪ একটি ডায়ালগ বক্স আসবে। এখানে এডড বাটনে ক্লিক করুন।
৫ এখানে এড্রেস বারে লিখুন 10.128.001.002 এবং Port বক্সে লিখুন 8080 , প্রোটোকল HTTPS নির্বাচন করে OK ক্লিক করে বেরিয়ে আসুন ।
এরপর প্রোগ্রামটি মিনিমাইজ করে রিকানেক্ট সফট টি ওপেন করে ফ্রী নেট ব্যাবহার করুন ।
আমি তো বিস্তারিত বুজিয়ে দিলাম । এখন আমি এক কথায় বুজিয়ে দেই ।
আপনি প্রথমে আপনার মডেম অথবা পিসি সুইট জিপি mms এর মাধ্যমে কানেক্ট করুন । তারপর Proxyfire ওপেন করুন এবং রিকানেক্ট ওপেন করুন এবং ২ টিই মিনিমাইজ করে রাখুন । তারপর আর কি বলব ইচ্ছে মতো ব্রাউজ করুন এবং ডাউনলোড করুন ।
কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন ।
আমার পেজ এ লাইক দিতে ভুলবেন না কিন্তু
ধন্যবাদ
আমি মুবিন ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nice post