আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই খুব ভাল আছে। আমিও ভাল আছি। আমরা ব্লগার দিয়ে তৈরি ব্লগের ডিফল্ট কমেন্টিং সিস্টেম অনেকেই অপছন্দ করি।এ জন্য আমরা ফেসবুক কমেন্ট বক্স ব্যবহার করি। কিন্তু এটি লাগান অনেক ঝামেলার। আর গুগল প্লাস কমেন্ট বক্স ফেসবুক এর কমেন্ট বক্স এর চেয়ে দেখতে আর-ও সুন্দর এবং এ লাগানো সবচেয়ে সহজ!!
আপনার ব্লগে এই কমেন্ট বক্স লাগালে এরকম দেখতে হবে ঃ
তো চলুন, এবার লাগানো যাক ! নিচের ধাপগুল অনুসরণ করুন ঃ
২.গুগল আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।
৩.আপনার ব্লগের ড্যাশবোর্ড এ যান।
৪.দেখুন বাম পাশে "Google +" নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করুন। তারপর "Google+ মন্তব্যগুলি এই ব্লগে ব্যবহার করুন " এ টিক দিন।
৫.এবার দেখবেন উপরে লেখা উঠবে " সংরক্ষণ হচ্ছে " এবং সংরক্ষণ হওয়ার পর আপনার ব্লগে গিয়ে দেখুন কমেন্টিং সিস্টেম এখন গুগল প্লাস এর কমেন্টিং সিস্টেম হয়ে গেছে!! Happy Blogging!
পোস্টটি আমার ব্লগে পুরবে প্রকাশ করা হয় আমার দ্বারা এবং সেখান থেকেই কপি পেস্ট করা (টিটি নিয়ম ১.১১ অনুযায়ী ) ----- - ১.১১ নিজের ব্যক্তিগত ব্লগের লেখা অথবা অন্য কোথাও পূর্বে প্রকাশিত লেখা টেকটিউনসে টিউন করতে টেকটিউনসের বিশেষ কোন শর্ত বা বাধ্যবাধকতা নেই। তবে সেটা অবশ্যই নিজের লেখা হতে হবে। ব্লগিং কমিউনিটির ক্ষেত্রে যে সমস্যাটা হয় তা হল ব্লগার বা ভিসিটররা এক লেখা বিভিন্ন সাইটে দেখলে তা তাদের মনে কিছুটা বিরূপ ক্রিয়ার সৃষ্টি করে। তাই নিজের ব্যক্তিগত ব্লগের লেখা অথবা অন্য কোথাও পূর্বে প্রকাশিত লেখা টেকটিউনসে টিউন করেন তবে অবশ্যই ‘পূর্বে আমার ব্লগে / এই জায়গায় প্রকাশিত’ লিখে তাতে লিংক করে দিতে হবে।
এটা আমি আগে থেকেই Try করেছি কেন যে আমার ক্ষেত্রে কাজ করে না জানি না…………… 🙁
আপনি জানেন কেন এটা হয় ?????????