বিসমিল্লাহ হির রাহমানির রাহিম
কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। সকলকে অজশ্র সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এই টিপ্স বিষয়ক টিউনটি। যাই হোক কথা না বাড়িয়ে কাজের কথায় আশা যাক। আমাদের কম্পিউটারের হার্ডডিক্সের যায়গার পরিপূর্ণ ব্যবহারের জন্য আমরা সবায় একটা নির্দিষ্ট পার্টিশন বা কয়েক ভাগে ভাগ করে ব্যবহার করি।
সাধারণত অপারেটিং সিস্টেম XP এপ্লিকেশন ইনন্সটলের ডিফল্ট লোকেশন হিসাবে C:\Program Files ডাইরেক্টরি ব্যবহার করে। অর্থাৎ আপনি যদি নতুন কোন সফটওয়ার ইনস্টল করেন তবে তা C:\Program Files লোকেশনে ইনস্টল হবে। কিন্ত আমার এই টিউনটি তাদের জন্য, যাদের হার্ডডিক্সের পার্টিশনে C ড্রাইভেকম জায়গা আছে কিন্তু দরকার অনেক সফটওয়ার ইনস্টলের। যাকগা এখন বলি কিভাবে আপনি এই লোকেশন পরিবর্তন করবেন। এটা করতে হবে আপনার রেজিষ্ট্রি হ্যাক এর মাধ্যমে।
প্রথমে Registry Editor (regedit) রান করেন এবং তারপর এই লোকেশনে যান HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion। দেখা যাবে ProgramFilesDir. নামে একটা ডিফল্ট ভ্যালু আছে। এটা পরিবর্তন করে আপনার পছন্দের লোকেশন দিয়ে দিন।
• Start মেনু থেকে রান এ গিয়ে regedit টাইপ করুন।
• Registry Editor ওপেন হবে।
• বামপাশের সাইডবার থেকে প্রথমে HKEY_LOCAL_MACHINE, তারপর SOFTWARE, এরপার Microsoft তারপর Windows এবং সব শেষে CurrentVersion এ একটা ক্লিক করুন।
• ডান পাশে ProgramFilesDir নামে একটা লাইন দেখতে পারবেন।
• এখানে ভ্যালুতে যেই লোকেশন দেওয়া থাকে তা হলো C:\Program Files অর্থাৎ যে কোন এপ্লিকেশন ইনস্টল করলে সেটা C ড্রাইভ থেকে Program Files এ গিয়ে জমা হয়।
• এখন আপনি যদি চান আপনার ফাইল ইনস্টলের ডিফল্ট লোকেশন হবে D:\Install Files তাহলে ওই Registry Editor এর ProgramFilesDir এর ভ্যালুতে ডাবল ক্লিক করে D:\Install Files পেস্ট করে এন্টার দিন।
• রেজিষ্ট্রি এডিটর বন্ধ করুন।
ব্যাস আপনার কাজ শেষ। এখন শুধু পিসি রিস্ট্রাট দিয়ে এপ্লিকেশন ইনস্টল করে দেখুন কোথায় হচ্ছে।
যদি কোন ভালো মন্তব্য পাই, তাহলে ভাববো আমার কষ্ট সার্থক হয়েছে। দয়া করে কেউ বাজে মন্তব্য করবেন না। টিউনটি ভালো লাগলে অবশ্যই মন্তব্য করবেন।
আমি আব্দুল্লাহ আল শোয়েব। Instructor, JCF Technical Institute, Jashore। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 534 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Abdullah Al Shoyeb Chief Instructor (Automobile Mechanics) Skills for Employment Investment Program JCF Technical Institute. Cell: 01915828692, Email: [email protected] Facebook: www.facebook.com/shoyeb.jpi
আপনার লেখাটি আমি save করে রেখেছি, আসা করি কোন একদিন কাজে লাগবে। ধন্যবাদটা না হয় সেই দিনের জন্য বাকি থাকল।